তিরুঅনন্তপুরম, 5 সেপ্টেম্বর : কেরালার কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিপা ভাইরাস (Nipha Virus- NiV) সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া বারো বছরের একটি ছেলের মৃত্যু হল রবিবার সকালে ৷ যদিও কেরালা সরকার এখনও আনুষ্ঠানিকভাবে রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণে কথা ঘোষণা করেনি ৷ তবে এনিয়ে ইতিমধ্যেই শনিবার গভীর রাতে সরকারি উচ্চপদস্থ কর্তারা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ৷ জানানো হয়েছে, মৃত বালকের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George) এদিন কোঝিকোড় যাবেন ৷ পাশাপাশি কেন্দ্রের তরফেও কোঝিকোড়ে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে ৷ তাঁরা সেখানে স্বাস্থ্য দফতরকে সাহায্য করবেন ৷
এই ঘটনায় কেন্দ্রের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোঝিকোড় জেলার বাসিন্দা 12 বছর বয়সী ছেলেটি প্রথমে এনসেফেলাইটিস (Encephalitis) এবং মায়োকার্ডাইটিসের (Myocarditis) লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৷ দু'দিন আগে অর্থাৎ 3 সেপ্টেম্বর তার এই লক্ষণের কথা জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয় ৷ তখন থেকেই বাচ্চা ছেলেটি হাসপাতালে ভর্তি ছিল ৷ এদিন সকালেই মারা যায় সে ৷ এই নিপা ভাইরাস ফলে বাদুড়ের লালার মাধ্যমে ছড়ায় ৷ কেন্দ্রীয় সরকার এনসিডিসির (National Cooperative Development Corporation- NCDC) একটি দলকে ইতিমধ্যেই রাজ্যে পাঠিয়েছে ৷ দলটি রাজ্যকে প্রযুক্তিগত সহায়তা দেবে ।
কেরালার কোঝিকোড় এবং মালাপ্পুরম জেলায় 2018 সালে নিপা ভাইরাসের সংক্রমণ এর আগেও দেখা গিয়েছে ৷ তাই রাজ্যের জনস্বাস্থ্য পরিস্থিতির কথা মাথায় রেখে আগেভাগেই কেন্দ্রের তরফে কেরালা সরকারকে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে ৷ যেমন, নিপার সংক্রমণের খোঁজে বিশেষত মালাপ্পুরাম-সহ বিভিন্ন জায়গায় একই ধরনের টপোগ্রাফির পরিবার, গ্রাম এবং এলাকায় অনুসন্ধান চালানো, গত 12 দিনের মধ্যে সংক্রামিতের সংসর্গে আসাদের খুঁজে বের করা, নিপার লক্ষণ থাকা ব্যক্তিদের খুঁজে বের করে কোরান্টাইনের ব্যবস্থা করা এবং নমুনা সংগ্রহ করে তার পরীক্ষার ব্যবস্থা ইত্যাদি পদক্ষেপের কথা বলা হয়েছে ৷
ভারতে প্রথম 2001 সালে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নিপা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায় ৷ 2007 সালে দ্বিতীয় সংক্রমণের খবর পাওয়া যায় পশ্চিমবঙ্গেরই নদিয়া জেলায় ৷ তখন জানা যায়, মৃত দুই ব্যক্তি কাঁচা খেজুরের রস পান করেন ৷ তা থেকেই সংক্রমণ ঘটে ৷ দক্ষিণ ভারতে এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায় 2018 সালের মে মাসে ৷ তখনও এই কোঝিকোড়েতেই নিপায় সংক্রমণের ঘটনা ঘটে ৷
মারাত্মক এই নিপা ভাইরাস সাধারণত পশুদের মধ্যে ছড়ায় ৷ কিন্তু কিছু বিরল ক্ষেত্রে এটি পশু থেকে মানুষের মধ্যেও ছড়াতে দেখা যাচ্ছে ৷ আক্রান্তদের মধ্যে প্রাথমিকভাবে জ্বর, মাথাব্যথা, মায়ালজিয়া, বমি এবং গলা ব্যথা-সহ ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণগুলি দেখা যায় ৷ এতে মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্ন অবস্থা এবং বিভিন্ন স্নায়বিক লক্ষণ দেখা যায় ৷ অ্যাকিউট এনসেফালাইটিসের পরিস্থিতি দেখা যায় রোগীর মধ্যে ৷ পাশাপাশি নিউমোনিয়ার মতো লক্ষণ-সহ তীব্র শ্বাসকষ্ট-ও হতে পারে । গুরুতর ক্ষেত্রে এনসেফালাইটিস এবং খিঁচুনি শুরু হয় ৷ সেক্ষেত্রে 24-48 ঘণ্টার মধ্যে রোগী কোমায় চলে যায় ৷
আরও পড়ুন : Zika virus : কেরালায় জ়িকা ভাইরাসে আক্রান্ত আরও 5