বিদিশা (মধ্যপ্রদেশ), 4 মে : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে যখন জেরবার দেশ, তখনই আরও এক মারাত্মক খবর এল মধ্যপ্রদেশ থেকে ৷ কুম্ভের মেলা থেকে ফেরা সে রাজ্যের প্রায় সবাই করোনাভাইরাসে আক্রান্ত ৷
হরিদ্বারের কুম্ভ মেলা থেকে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গ্যারাসপুরে ফেরা 60 জনের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ সেখান থেকে পূণ্যস্নানে যাওয়া 83 জনের মধ্যে 60 জন ভাইরাসে আক্রান্ত ৷ এ দিকে, 22 জনকে খুঁজেই পাওয়া যায়নি ৷ তবে মহাকুম্ভে যাওয়া সবাইকে খুঁজে বের করে করোনা পরীক্ষা করা ও আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছে বিদিশা প্রশাসন ৷ 11 থেকে 15 এপ্রিল বিভিন্ন বাসে হরিদ্বারে মহাকুম্ভে গিয়েছিলেন অন্তত 83 জন ৷
কুম্ভ মেলা থেকে ফেরার পরই বিভিন্ন রাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ উঠেছে ৷ কুম্ভ থেকে ফেরা পুণ্যার্থীদের সবাইকে কোভিড পরীক্ষা করাতে এবং আইসোলেশনে থাকতে নির্দেশ দিয়েছে বিভিন্ন রাজ্য ৷ মধ্যপ্রদেশও সেই নির্দেশ দিয়েছিল ৷
আরও পড়ুন: দেশে দৈনিক সংক্রমণ আরও কমে 3.57 লাখ, মোট আক্রান্ত ছাড়াল 2 কোটি
গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 12,062 জন ৷ মৃত্যু হয়েছে আরও 5,905 জনের ৷ করোনাকে জয় করেছেন আরও 13,408 জন ৷ সেখানে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 85,750 জন ৷