ETV Bharat / bharat

Andhra Pradesh Gas Leak: অন্ধ্রে পোশাক তৈরির কারখানায় গ্যাস লিক ! হাসপাতালে 95

পোশাক তৈরির কারখানায় গ্য়াস লিকে বাড়ছে রহস্য ৷ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Gas Leak) বিশাখাপত্তনম (Visakhapatnam) সংলগ্ন অতচ্যুতাপুরমের (Atchyutapuram) ব্র্যানডিক্স অর্থনৈতিক এলাকার (Brandix Special Economic Zone) ঘটনায় অসুস্থ বহু ৷ হাসপাতালে 95 ৷

95 workers admitted in hospital After Mysterious Gas Leak At Andhra Pradesh Factory
Andhra Pradesh Gas Leak: পোশাক তৈরির কারখানায় গ্য়াস লিক ! হাসপাতালে 95
author img

By

Published : Aug 3, 2022, 3:18 PM IST

Updated : Aug 3, 2022, 3:29 PM IST

বিশাখাপত্তনম, 3 অগস্ট: পোশাক তৈরির কারখানায় গ্য়াস লিক ! আর তাতেই অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য মানুষ ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Gas Leak) বিশাখাপত্তনম (Visakhapatnam) সংলগ্ন অতচ্যুতাপুরমের (Atchyutapuram) ব্র্যানডিক্স অর্থনৈতিক এলাকায় (Brandix Special Economic Zone) ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই ঘটনায় অন্তত 95 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এঁরা সকলেই ওই পোশাক কারখানার শ্রমিক ৷ ঘটনা ঘিরে বাড়ছে রহস্য ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা ৷ তাদের অভিযোগ, কারখানার শ্রমিক এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্যের সরকার ৷ সেই কারণেই ঘটেছে দুর্ঘটনা ৷ যদিও, রাজ্য প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ৷

আরও পড়ুন: Child With Mother Corpse: মায়ের মৃতদেহ আঁকড়ে 5 বছরের শিশু, দৃশ্যের সাক্ষী ভাগলপুর স্টেশন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হঠাৎই কারখানার ভিতর গ্যাস লিক হতে শুরু করে ৷ তারপরই শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়েন ৷ অনেকেই বমি করতে শুরু করেন ৷ দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ৷ অসুস্থ শ্রমিকদের আনাকাপাল্লি, অতচ্যুতাপুরম এবং বিশাখাপত্তনমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ৷

প্রসঙ্গত, এর আগে গত 3 জুন এই একই জায়গায় গ্যাস লিক হওয়ার অভিযোগ উঠেছিল ৷ সে বার কারখানার প্রায় 300 জন মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের অভিযোগ ছিল, গ্যাস নাকে যেতেই চোখ জ্বালা করতে শুরু করে ৷ অনেকেই বমি করে ফেলেন ৷ কেউ কেউ আবার সংজ্ঞাহীন হয়ে যান ৷

3 জুনের সেই ঘটনার পর সরকারের নির্দেশ মাফিক একটি তদন্ত রিপোর্ট পেশ করেন হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির (Indian Institute of Chemical Technology) বিশেষজ্ঞরা ৷ কিন্তু, সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি সরকার ৷ আর তার জেরেই প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা ৷ তাদের বক্তব্য, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার বিশেষজ্ঞদের তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনছে না ৷

বিশাখাপত্তনম, 3 অগস্ট: পোশাক তৈরির কারখানায় গ্য়াস লিক ! আর তাতেই অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য মানুষ ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Gas Leak) বিশাখাপত্তনম (Visakhapatnam) সংলগ্ন অতচ্যুতাপুরমের (Atchyutapuram) ব্র্যানডিক্স অর্থনৈতিক এলাকায় (Brandix Special Economic Zone) ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই ঘটনায় অন্তত 95 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এঁরা সকলেই ওই পোশাক কারখানার শ্রমিক ৷ ঘটনা ঘিরে বাড়ছে রহস্য ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা ৷ তাদের অভিযোগ, কারখানার শ্রমিক এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্যের সরকার ৷ সেই কারণেই ঘটেছে দুর্ঘটনা ৷ যদিও, রাজ্য প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ৷

আরও পড়ুন: Child With Mother Corpse: মায়ের মৃতদেহ আঁকড়ে 5 বছরের শিশু, দৃশ্যের সাক্ষী ভাগলপুর স্টেশন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হঠাৎই কারখানার ভিতর গ্যাস লিক হতে শুরু করে ৷ তারপরই শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়েন ৷ অনেকেই বমি করতে শুরু করেন ৷ দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ৷ অসুস্থ শ্রমিকদের আনাকাপাল্লি, অতচ্যুতাপুরম এবং বিশাখাপত্তনমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ৷

প্রসঙ্গত, এর আগে গত 3 জুন এই একই জায়গায় গ্যাস লিক হওয়ার অভিযোগ উঠেছিল ৷ সে বার কারখানার প্রায় 300 জন মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের অভিযোগ ছিল, গ্যাস নাকে যেতেই চোখ জ্বালা করতে শুরু করে ৷ অনেকেই বমি করে ফেলেন ৷ কেউ কেউ আবার সংজ্ঞাহীন হয়ে যান ৷

3 জুনের সেই ঘটনার পর সরকারের নির্দেশ মাফিক একটি তদন্ত রিপোর্ট পেশ করেন হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির (Indian Institute of Chemical Technology) বিশেষজ্ঞরা ৷ কিন্তু, সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি সরকার ৷ আর তার জেরেই প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা ৷ তাদের বক্তব্য, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার বিশেষজ্ঞদের তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনছে না ৷

Last Updated : Aug 3, 2022, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.