ETV Bharat / bharat

এবছরের সর্বাধিক দৈনিক সংক্রমণ, আক্রান্ত 93 হাজারের বেশি - corona update

করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ল আজ ৷ আজ দৈনিক সংক্রমণের সংখ্যা 93 হাজার 249 ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 89 হাজার 129 জন ৷ দেশে এপর্যন্ত 7 কোটি 59 লাখ 79 হাজার 651 জনকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷

এবছরের সর্বাধিক দৈনিক সংক্রমণ, আক্রান্ত 93 হাজারের বেশি
এবছরের সর্বাধিক দৈনিক সংক্রমণ, আক্রান্ত 93 হাজারের বেশি
author img

By

Published : Apr 4, 2021, 11:26 AM IST

দিল্লি, 4 এপ্রিল : দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বগামী ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 93 হাজার 249 জন ৷ চলতি বছরে এটাই সর্বাধিক ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 89 হাজার 129 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 24 লাখ 85 হাজার 509 ৷ গত বছরের সেপ্টেম্বরের 19 তারিখে 93 হাজার 337 জন আক্রান্ত হয়েছিলেন ৷ দেশে এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 91 হাজার 597 ৷

আরও পড়ুন : লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টায় আক্রান্ত 89 হাজারের বেশি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 513 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 714 জনের ৷ এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1 লাখ 64 হাজার 623 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন 60 হাজার 48 জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন 1 কোটি 16 লাখ 29 হাজার 289 জন ৷

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্ত হয়েছেন 29 লাখ 53 হাজার 523 জন । সুস্থ হয়ে উঠেছেন 24 লাখ 95 হাজার 315 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 32 হাজার 431 জন । সুস্থ হয়ে উঠেছেন 11 লাখ 186 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ 10 হাজার 602 জন । সুস্থ হয়ে উঠেছেন 9 লাখ 61 হাজার 359 জন ।

দিল্লি, 4 এপ্রিল : দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বগামী ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 93 হাজার 249 জন ৷ চলতি বছরে এটাই সর্বাধিক ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 89 হাজার 129 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 24 লাখ 85 হাজার 509 ৷ গত বছরের সেপ্টেম্বরের 19 তারিখে 93 হাজার 337 জন আক্রান্ত হয়েছিলেন ৷ দেশে এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 91 হাজার 597 ৷

আরও পড়ুন : লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টায় আক্রান্ত 89 হাজারের বেশি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 513 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 714 জনের ৷ এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1 লাখ 64 হাজার 623 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন 60 হাজার 48 জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন 1 কোটি 16 লাখ 29 হাজার 289 জন ৷

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্ত হয়েছেন 29 লাখ 53 হাজার 523 জন । সুস্থ হয়ে উঠেছেন 24 লাখ 95 হাজার 315 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 32 হাজার 431 জন । সুস্থ হয়ে উঠেছেন 11 লাখ 186 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ 10 হাজার 602 জন । সুস্থ হয়ে উঠেছেন 9 লাখ 61 হাজার 359 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.