ETV Bharat / bharat

Oldest Candidate in Gujarat Election: 93-এও অটুট মনোবল, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গুজরাতের প্রবীণতম প্রার্থী - গুজরাত বিধানসভা নির্বাচন

গুজরাত নির্বাচনের প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 93 বছরের অর্জুন পারমার (Oldest Candidate in Gujarat Election)৷ তিনি জামনগর দক্ষিণ কেন্দ্র থেকে নির্দল হিসেবে লড়ছেন (Arjun Parmar)৷

93-year-old-arjun-parmar-will-contest-from-south-jamnagar-seat-as-an-independent
93-এও অটুট মনোবল, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গুজরাতের প্রবীণতম প্রার্থী
author img

By

Published : Nov 30, 2022, 7:47 PM IST

জামনগর, 30 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে প্রবীণতম (Oldest Candidate in Gujarat Election) প্রতিদ্বন্দ্বী জামনগর দক্ষিণ আসনের নির্দল প্রার্থী অর্জুন পারমার (Arjun Parmar)। তাঁর বয়স 93 বছর ৷ বিগত তিনটি নির্বাচনে এই আসনটি বিজেপির হাতেই থাকলেও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী নবতিপর বৃদ্ধ ৷

জন্ম পাকিস্তানে ৷ তবে স্বাধীনতার পরপরই পরিবারের সঙ্গে গুজরাতে চলে আসেন অর্জুন পারমার । তিনি জামনগরে স্থায়ী ভাবে বসবাস করা শুরু করেন ৷ সেখান থেকেই রাজনীতি আঙিনায় পদার্পণ ৷ জামনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে 6 বার জয়ী হন তিনি ৷ 1980 থেকে 2000 এর দশক পর্যন্ত জামনগরের 15 নম্বর ওয়ার্ডে কর্পোরেটর ছিলেন তিনি । তাঁর বিশ্বাস, স্থানীয় সমস্যা সম্পর্কে তাঁর সচেতনতা এবং একজন কর্পোরেটর হিসাবে দীর্ঘ সময় ধরে তাঁর পর্যবেক্ষণ বর্তমান নির্বাচনে তাঁকে বড় সুবিধে দেবে ৷

বয়স 90 পেরোলেও মনোবল অটুট অর্জুন পারমারের ৷ প্রতিদিন এক ঘণ্টা যোগব্যায়াম করেন ৷ মানুষের রায় তাঁর দিকেই যাবে বলে আত্মবিশ্বাসী তিনি ৷

আরও পড়ুন: 'নীরব' প্রচারের পরীক্ষার জন্য প্রস্তুত কংগ্রেস, প্রথম দফায় প্রতি বুথে নজর পর্যবেক্ষকদের

এ বারের গুজরাত নির্বাচনে অর্জুন পারমার ছাড়াও লড়াই করছেন বেশ কয়েকজন প্রবীণ প্রার্থী ৷ তাঁদের মধ্যে রয়েছেন জুনাগড়ের বর্তমান বিধায়ক 77 বছর বয়সি ভিখাভাই জোশী । ভারতীয় ট্রাইবাল পার্টির (বিটিপি) প্রধান ছোটু ভাসাভা, তাঁর বয়সও 77 বছর ৷ তিনি ঝাগাদিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ মাঝ-সত্তরের আর এক প্রার্থী ভূপেন্দ্র পাটোলিয়া ৷ তিনি রাজকোট পশ্চিম থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এ বার গুজরাতজুড়ে বিপুল সংখ্যক প্রার্থী নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ।

গুজরাত নির্বাচনের প্রথম দফায় আগামিকাল 182টি বিধানসভা আসনের মধ্যে 89টিতে ভোটগ্রহণ হবে ৷ দ্বিতীয় দফায় 5 ডিসেম্বর বাকি 93টি আসনে চলবে ভোটগ্রহণ পর্ব ৷

জামনগর, 30 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে প্রবীণতম (Oldest Candidate in Gujarat Election) প্রতিদ্বন্দ্বী জামনগর দক্ষিণ আসনের নির্দল প্রার্থী অর্জুন পারমার (Arjun Parmar)। তাঁর বয়স 93 বছর ৷ বিগত তিনটি নির্বাচনে এই আসনটি বিজেপির হাতেই থাকলেও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী নবতিপর বৃদ্ধ ৷

জন্ম পাকিস্তানে ৷ তবে স্বাধীনতার পরপরই পরিবারের সঙ্গে গুজরাতে চলে আসেন অর্জুন পারমার । তিনি জামনগরে স্থায়ী ভাবে বসবাস করা শুরু করেন ৷ সেখান থেকেই রাজনীতি আঙিনায় পদার্পণ ৷ জামনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে 6 বার জয়ী হন তিনি ৷ 1980 থেকে 2000 এর দশক পর্যন্ত জামনগরের 15 নম্বর ওয়ার্ডে কর্পোরেটর ছিলেন তিনি । তাঁর বিশ্বাস, স্থানীয় সমস্যা সম্পর্কে তাঁর সচেতনতা এবং একজন কর্পোরেটর হিসাবে দীর্ঘ সময় ধরে তাঁর পর্যবেক্ষণ বর্তমান নির্বাচনে তাঁকে বড় সুবিধে দেবে ৷

বয়স 90 পেরোলেও মনোবল অটুট অর্জুন পারমারের ৷ প্রতিদিন এক ঘণ্টা যোগব্যায়াম করেন ৷ মানুষের রায় তাঁর দিকেই যাবে বলে আত্মবিশ্বাসী তিনি ৷

আরও পড়ুন: 'নীরব' প্রচারের পরীক্ষার জন্য প্রস্তুত কংগ্রেস, প্রথম দফায় প্রতি বুথে নজর পর্যবেক্ষকদের

এ বারের গুজরাত নির্বাচনে অর্জুন পারমার ছাড়াও লড়াই করছেন বেশ কয়েকজন প্রবীণ প্রার্থী ৷ তাঁদের মধ্যে রয়েছেন জুনাগড়ের বর্তমান বিধায়ক 77 বছর বয়সি ভিখাভাই জোশী । ভারতীয় ট্রাইবাল পার্টির (বিটিপি) প্রধান ছোটু ভাসাভা, তাঁর বয়সও 77 বছর ৷ তিনি ঝাগাদিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ মাঝ-সত্তরের আর এক প্রার্থী ভূপেন্দ্র পাটোলিয়া ৷ তিনি রাজকোট পশ্চিম থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এ বার গুজরাতজুড়ে বিপুল সংখ্যক প্রার্থী নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ।

গুজরাত নির্বাচনের প্রথম দফায় আগামিকাল 182টি বিধানসভা আসনের মধ্যে 89টিতে ভোটগ্রহণ হবে ৷ দ্বিতীয় দফায় 5 ডিসেম্বর বাকি 93টি আসনে চলবে ভোটগ্রহণ পর্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.