ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের নার্সিং কলেজে করোনা আক্রান্ত 93 পড়ুয়া

author img

By

Published : Apr 25, 2021, 7:58 AM IST

করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে দেশবাসী আপ্রাণ লড়াই করে চলেছে ৷ এরই মধ্যে খবর মিলেছে উত্তরাখণ্ডে একটি নার্সিং কলেজে একসঙ্গে 93 জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে ৷

করোনা আক্রান্ত 93 পড়ুয়া
করোনা আক্রান্ত 93 পড়ুয়া

দেরাদুন, 25 এপ্রিল : উত্তরাখণ্ডের সুরসিংয়ের একটি নার্সিং কলেজের 93 জন করোনা আক্রান্ত ৷ এই ঘটনায় ওই কলেজের ছাত্রাবাসটিকে কনটেনমেন্ট জোন করা হয়েছে ৷ মোট 200 জন পড়ুয়ার করোনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও বেশ কিছু জনের রিপোর্ট আসা বাকি আছে ৷

যে 65 জন পডুয়ার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তেহরির জেলাশাসকের নির্দেশে এই ছাত্রাবাসকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷

বিগত 24 ঘণ্টায় উত্তরাখণ্ডে 5084 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 81 জনের ৷ উত্তরাখণ্ডের রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত 33,330 জন সক্রিয় করোনা রোগী রয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2102 জনের ৷

উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত 1,47,433 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন মোট 1,08,916 জন ৷ এরমধ্য গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1466 জন ৷

উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রুখতে 23 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে ৷ যদিও সরকারের তরফ থেকে সকল ঊর্ধ্বতন সরকারি অফিসারদের হেড কোয়ার্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ এবং কোনও আপৎকালীন পরিস্থিতিতে যাতে তাঁদের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করা যায় তার জন্য তাঁদের মোবাইল ফোন সর্বদা সক্রিয় রাখার অনুরোধ জানিয়েছেন ৷

আরও পড়ুন : প্রয়াত সুপ্রিম কোর্টের বিচারপতি মোহন এম শান্তনাগৌদর

দেরাদুন, 25 এপ্রিল : উত্তরাখণ্ডের সুরসিংয়ের একটি নার্সিং কলেজের 93 জন করোনা আক্রান্ত ৷ এই ঘটনায় ওই কলেজের ছাত্রাবাসটিকে কনটেনমেন্ট জোন করা হয়েছে ৷ মোট 200 জন পড়ুয়ার করোনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও বেশ কিছু জনের রিপোর্ট আসা বাকি আছে ৷

যে 65 জন পডুয়ার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তেহরির জেলাশাসকের নির্দেশে এই ছাত্রাবাসকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷

বিগত 24 ঘণ্টায় উত্তরাখণ্ডে 5084 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 81 জনের ৷ উত্তরাখণ্ডের রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত 33,330 জন সক্রিয় করোনা রোগী রয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2102 জনের ৷

উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত 1,47,433 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন মোট 1,08,916 জন ৷ এরমধ্য গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1466 জন ৷

উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রুখতে 23 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে ৷ যদিও সরকারের তরফ থেকে সকল ঊর্ধ্বতন সরকারি অফিসারদের হেড কোয়ার্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ এবং কোনও আপৎকালীন পরিস্থিতিতে যাতে তাঁদের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করা যায় তার জন্য তাঁদের মোবাইল ফোন সর্বদা সক্রিয় রাখার অনুরোধ জানিয়েছেন ৷

আরও পড়ুন : প্রয়াত সুপ্রিম কোর্টের বিচারপতি মোহন এম শান্তনাগৌদর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.