ETV Bharat / bharat

Indians return from Ukraine : যুদ্ধদীর্ণ ইউক্রেন থেকে দেশে ফিরেছেন 9 হাজার ভারতীয়, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী - MoS V. Muralitharan on operation Ganga

ইউক্রেনে প্রায় 20,000 ভারতীয় নাগরিক আটকে পড়েছিলেন । তাদের মধ্যে 4000 জন 24 ফেব্রুয়ারি অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার হামলা আগেই ভারতে ফিরে এসেছেন । আটকে থাকা বাকি ভারতীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে (9000 People Repatriated From Ukraine) । জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন ।

9000 People Repatriated From Ukraine
প্রায় 9০০০ বাসিন্দা ফিরে এসেছেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে
author img

By

Published : Mar 3, 2022, 12:31 PM IST

পুনে, 4 মার্চ : অপারেশন গঙ্গায় রোজই দেশে ফেরানো হচ্ছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ৷ উদ্ধারে নেমেছে বায়ুসেনা ৷ তারমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল, এখনও পর্যন্ত 9 হাজার ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে ৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেছেন, "পড়ুয়া সহ প্রায় 20,000 ভারতীয় নাগরিক ইউক্রেনে ছিলেন । যাঁদের মধ্যে 4000 নাগরিক 24 ফেব্রুয়ারি অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার হামলার আগেই দেশে ফিরে এসেছে । এরপর অনেককে ফেরানো হয়েছে ৷ এখনও পর্যন্ত সেই সংখ্যাটা 9000 ৷

এখনও যারা ইউক্রেনে আটকে রয়েছেন তাঁদেরও দ্রুত ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী । এই সকল আটকে পড়া ভারতীয়দের যুদ্ধবিমানে করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে (MoS V. Muralitharan On Operation Ganga) । ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিতীয়বার ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলি, বিশেষত খারকিভ থেকে ভারতীয়দের উদ্ধার করা এবং পরিস্থিতি পর্যালোচনা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন: Another Indian dies in Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া

আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরী ও স্লোভাকিয়া সীমান্তের সাহায্যে দেশে ফেরানের চেষ্টা চলছে । কেন্দ্র সরকারের দাবি অনুযায়ী, রাজধানী কিভে আটকে নেই কোনও ভারতীয় পড়ুয়া ৷ ইউক্রেনের বাকি অঞ্চলগুলি থেকেও জোরকদমে ভারতীয়দের ফেরানোর চেষ্টা চলছে ৷

পুনে, 4 মার্চ : অপারেশন গঙ্গায় রোজই দেশে ফেরানো হচ্ছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ৷ উদ্ধারে নেমেছে বায়ুসেনা ৷ তারমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল, এখনও পর্যন্ত 9 হাজার ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে ৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেছেন, "পড়ুয়া সহ প্রায় 20,000 ভারতীয় নাগরিক ইউক্রেনে ছিলেন । যাঁদের মধ্যে 4000 নাগরিক 24 ফেব্রুয়ারি অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার হামলার আগেই দেশে ফিরে এসেছে । এরপর অনেককে ফেরানো হয়েছে ৷ এখনও পর্যন্ত সেই সংখ্যাটা 9000 ৷

এখনও যারা ইউক্রেনে আটকে রয়েছেন তাঁদেরও দ্রুত ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী । এই সকল আটকে পড়া ভারতীয়দের যুদ্ধবিমানে করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে (MoS V. Muralitharan On Operation Ganga) । ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিতীয়বার ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলি, বিশেষত খারকিভ থেকে ভারতীয়দের উদ্ধার করা এবং পরিস্থিতি পর্যালোচনা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন: Another Indian dies in Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া

আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরী ও স্লোভাকিয়া সীমান্তের সাহায্যে দেশে ফেরানের চেষ্টা চলছে । কেন্দ্র সরকারের দাবি অনুযায়ী, রাজধানী কিভে আটকে নেই কোনও ভারতীয় পড়ুয়া ৷ ইউক্রেনের বাকি অঞ্চলগুলি থেকেও জোরকদমে ভারতীয়দের ফেরানোর চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.