ETV Bharat / bharat

গত 24 ঘণ্টায় করোনায় নিহতদের মধ্যে 86 শতাংশ 10 রাজ্যের - দিল্লি

দেশে গত 24 ঘণ্টায় করোনায় নিহতদের মধ্যে প্রায় 86 শতাংশ মৃত্য হয়েছে দেশের 10টি রাজ্যে ৷ এমনই পরিসংখ্যান উঠে এসেছে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে ৷ যেখানে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি 398 জন ৷

86 per cent of the deaths in Corona in the country in last 24 hours are from 10 states
গত 24 ঘণ্টায় করোনায় নিহতদের মধ্যে 86 শতাংশ 10 রাজ্যের
author img

By

Published : Apr 17, 2021, 7:02 PM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল : মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড় সহ দেশের মোট 10টি রাজ্যে মৃত্যুর হার 85.83 শতাংশ ৷ এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ গত 24 ঘণ্টায় সারা দেশে করোনায় যত জন মারা গিয়েছেন, তাঁর মধ্যে এই 86 শতাংশই এই 10 রাজ্য থেকে ৷ যেখানে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে গত 24 ঘণ্টায় 398 জন মারা গিয়েছেন ৷ তাঁর পরে রয়েছে রাজধানী দিল্লি 141 জন ৷ দেশের 10 রাজ্যে এই হারে করোনায় মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য মন্ত্রকের চিন্তা বাড়িয়েছে ৷

উল্লেখযোগ্যভাবে, দেশের 9টি কেন্দ্র শাসিত অঞ্চলে গত 24 ঘণ্টায় করোনার কারণে কোনও মৃত্যু হয়নি ৷ যা স্বস্তি দিচ্ছে কেন্দ্রকে ৷ তবে, যে 10 রাজ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, সেই তালিকায় পশ্চিমবঙ্গ নেই ৷ যা কেন্দ্র ও রাজ্য উভয় প্রশাসনকেই স্বস্তি দিয়েছে ৷ কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে ৷ আজ তার পঞ্চম দফা ৷ এই এখনও 3 দফা নির্বাচন বাকি রাজ্যে ৷ এই পরিস্থিতিতে রোজ রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়ে চলেছে ৷ ফলে সেই অনুপাতে মৃত্যুর হার কম হওয়া ইতিবাচক দিক হিসেবেই দেখছে কেন্দ্র ৷

আরও পড়ুন : করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, মহারাষ্ট্র, দিল্লির পর মৃত্যুর পরিসংখ্যানে তৃতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় ৷ সেখানে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 138 জনের৷ এর পর সেই তালিকায় রয়েছে উত্তর প্রদেশ 103 জন, গুজরাত 94, কর্ণাটক 78, মধ্যপ্রদেশ 60, ঝাড়খণ্ড 56, পঞ্জাব 50 এবং তামিলনাড়ু 33 ৷ গত 24 ঘণ্টায় 2 লক্ষ 34 হাজার 692 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

নয়াদিল্লি, 17 এপ্রিল : মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড় সহ দেশের মোট 10টি রাজ্যে মৃত্যুর হার 85.83 শতাংশ ৷ এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ গত 24 ঘণ্টায় সারা দেশে করোনায় যত জন মারা গিয়েছেন, তাঁর মধ্যে এই 86 শতাংশই এই 10 রাজ্য থেকে ৷ যেখানে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে গত 24 ঘণ্টায় 398 জন মারা গিয়েছেন ৷ তাঁর পরে রয়েছে রাজধানী দিল্লি 141 জন ৷ দেশের 10 রাজ্যে এই হারে করোনায় মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য মন্ত্রকের চিন্তা বাড়িয়েছে ৷

উল্লেখযোগ্যভাবে, দেশের 9টি কেন্দ্র শাসিত অঞ্চলে গত 24 ঘণ্টায় করোনার কারণে কোনও মৃত্যু হয়নি ৷ যা স্বস্তি দিচ্ছে কেন্দ্রকে ৷ তবে, যে 10 রাজ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, সেই তালিকায় পশ্চিমবঙ্গ নেই ৷ যা কেন্দ্র ও রাজ্য উভয় প্রশাসনকেই স্বস্তি দিয়েছে ৷ কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে ৷ আজ তার পঞ্চম দফা ৷ এই এখনও 3 দফা নির্বাচন বাকি রাজ্যে ৷ এই পরিস্থিতিতে রোজ রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়ে চলেছে ৷ ফলে সেই অনুপাতে মৃত্যুর হার কম হওয়া ইতিবাচক দিক হিসেবেই দেখছে কেন্দ্র ৷

আরও পড়ুন : করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, মহারাষ্ট্র, দিল্লির পর মৃত্যুর পরিসংখ্যানে তৃতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় ৷ সেখানে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 138 জনের৷ এর পর সেই তালিকায় রয়েছে উত্তর প্রদেশ 103 জন, গুজরাত 94, কর্ণাটক 78, মধ্যপ্রদেশ 60, ঝাড়খণ্ড 56, পঞ্জাব 50 এবং তামিলনাড়ু 33 ৷ গত 24 ঘণ্টায় 2 লক্ষ 34 হাজার 692 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.