নয়াদিল্লি, 17 এপ্রিল : মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড় সহ দেশের মোট 10টি রাজ্যে মৃত্যুর হার 85.83 শতাংশ ৷ এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ গত 24 ঘণ্টায় সারা দেশে করোনায় যত জন মারা গিয়েছেন, তাঁর মধ্যে এই 86 শতাংশই এই 10 রাজ্য থেকে ৷ যেখানে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে গত 24 ঘণ্টায় 398 জন মারা গিয়েছেন ৷ তাঁর পরে রয়েছে রাজধানী দিল্লি 141 জন ৷ দেশের 10 রাজ্যে এই হারে করোনায় মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য মন্ত্রকের চিন্তা বাড়িয়েছে ৷
উল্লেখযোগ্যভাবে, দেশের 9টি কেন্দ্র শাসিত অঞ্চলে গত 24 ঘণ্টায় করোনার কারণে কোনও মৃত্যু হয়নি ৷ যা স্বস্তি দিচ্ছে কেন্দ্রকে ৷ তবে, যে 10 রাজ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, সেই তালিকায় পশ্চিমবঙ্গ নেই ৷ যা কেন্দ্র ও রাজ্য উভয় প্রশাসনকেই স্বস্তি দিয়েছে ৷ কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে ৷ আজ তার পঞ্চম দফা ৷ এই এখনও 3 দফা নির্বাচন বাকি রাজ্যে ৷ এই পরিস্থিতিতে রোজ রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়ে চলেছে ৷ ফলে সেই অনুপাতে মৃত্যুর হার কম হওয়া ইতিবাচক দিক হিসেবেই দেখছে কেন্দ্র ৷
আরও পড়ুন : করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, মহারাষ্ট্র, দিল্লির পর মৃত্যুর পরিসংখ্যানে তৃতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় ৷ সেখানে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 138 জনের৷ এর পর সেই তালিকায় রয়েছে উত্তর প্রদেশ 103 জন, গুজরাত 94, কর্ণাটক 78, মধ্যপ্রদেশ 60, ঝাড়খণ্ড 56, পঞ্জাব 50 এবং তামিলনাড়ু 33 ৷ গত 24 ঘণ্টায় 2 লক্ষ 34 হাজার 692 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷