নয়াদিল্লি, 21 জুন : গত 24 ঘণ্টায় দিল্লিতে 89 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ যা রাজধানীর সংক্রমণের নিরিখে 2021 সালে এখনও পর্যন্ত সবচেয়ে কম ৷ সেই সঙ্গে করোনার সংক্রমণের হার নেমে 0.16 শতাংশ হয়ে গিয়েছে ৷ জাতীয় রাজধানীর ক্ষেত্রে এই পরিসংখ্যানও সবচেয়ে কম বলে জানানো হয়েছে ৷
একদিনে সংক্রমণের সংখ্যা একশোর নিচে নেমে যাওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও একধাপে অনেকটা নেমে গেছে ৷ বর্তমানে দিল্লিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 2 হাজারের নিচে নেমে 1,996-তে গিয়ে দাঁড়িয়েছে ৷ সেই সঙ্গে 563 জন হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে ৷ বর্তমান এই সক্রিয় রোগীর সংখ্যা দ্বিতীয় ঢেউ আসার পর সবচেয়ে কম ৷ এর আগে মার্চ মাসের 10 তারিখ শেষ 1900 জন সক্রিয় করোনা রোগী ছিলেন দিল্লিতে ৷
আরও পড়ুন : আনলক দিল্লিতে দূরত্ববিধি শিকেয়, তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা হাইকোর্টের
21 ফেব্রুয়ারির প্রকাশিত এই তথ্য অনুযায়ী দিল্লিতে সুস্থতার হার বেড়ে 98.12 শতাংশ হয়েছে ৷ প্রসঙ্গত, করোনার প্রথম ঢেউ থেকে এখনও পর্যন্ত 14 লক্ষ 32 হাজার 381 জন দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৷ যাঁদের মধ্যে 14 লক্ষ 5 হাজার 460 জন সুস্থ হয়েছেন ৷ অন্যদিকে, গত 24 ঘণ্টায় দিল্লিতে মোট 24 জনের মৃত্যু হয়েছে ৷ যার পর রাজধানীতে মোট মৃতের সংখ্যা 24 হাজার 925য়ে দাঁড়িয়েছে ৷