ওয়ারাঙ্গল, 27 নভেম্বর: চকোলেট খেতে গিয়ে মৃত্যু হল নাবালকের ৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে ৷ বাবা বিদেশ থেকে চকলেট এনেছিলেন ৷ তাই খেতে গিয়ে মারা গেল 8 বছরের নাবালক ৷ মৃতের নাম সন্দীপ সিং ৷ তাকে স্থানী এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাবার নাম করণ সিং ৷ ওয়ারাঙ্গলে তাঁর একটি ইলেক্ট্রিকের দোকান আছে ৷ মূলত রাজস্থানের বাসিন্দা হলেও 20 বছর আগে তিনি ওয়ারাঙ্গলে আসেন ৷ তাঁর 4 জন সন্তান আছে ৷
আরও পড়ুন: উত্তরাখণ্ডে চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন করণ সিং ৷ সেখান থেকে সন্তানদের জন্য চকলেট নিয়ে আসেন ৷ শনিবার ছেলে সন্দীপ বেশ কিছু চকলেট স্কুলে নিয়ে যায় ৷ দ্বিতীয় শ্রেণির পড়ুয়া একটি চকলেট মুখে দেয় ৷ কিন্তু সেটা গলায় আটকে যায় ৷ ক্লাসের মধ্যেই তার শ্বাসকষ্ট হতে থাকে ৷ সংশ্লিষ্ট শিক্ষক স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ তাকে সঙ্গে সঙ্গে সরকারি এমজিএইচ স্কুলে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকদের শত চেষ্টাতেও তাকে বাঁচানো যায়নি ৷ দম বন্ধ হয়ে মারা যায় সন্দীপ ৷