কাটিহার, 23 ফেব্রুয়ারি : বিহারের কাটিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা । ট্রাক ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে মৃত 8 । গুরুতর জখম 3 জন ।
কাটিহারে কুরসেলা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে । মৃত ও আহতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে । একটি বিয়ের অনুষ্ঠান সেরে প্রাইভেট গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কয়েকজন । কুরসেলা এলাকায় ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।
আরও পড়ুন : পোলবায় ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় মৃত 2, আহত 3