ETV Bharat / bharat

Kishtwar Accident কিস্তওয়ারে খাদে পড়ল গাড়ি, মৃত 8

author img

By

Published : Aug 30, 2022, 9:15 PM IST

মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার (Kishtwar) জেলার বন্ডা গ্রামের কাছে খাদে পড়ে যায় একটি গাড়ি (Car Falls into Gorge) ৷ ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় ৷ হাসপাতালে যাওয়ার পথে মারা যায় আরও তিন জন ৷ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও তিনজন ৷

8 killed as car falls into gorge in Jammu and Kashmir Kishtwar District
Kishtwar Accident কিস্তওয়ারে খাদে পড়ল গাড়ি, মৃত 8

কিস্তওয়ার (জম্মু), 30 অগস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়ে (Car Falls into Gorge) যাওয়ার জন্য মৃত্যু হল আটজনের (Eight Died in Accident) ৷ মৃতদের মধ্যে 16 বছরের এক কিশোরীও রয়েছে ৷ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিস্তওয়ার জেলায় ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চিংগাম থেকে ছাত্রুর দিকে যাচ্ছিল ৷ দুপুর 3টে 15 মিনিট নাগাদ কিস্তওয়ারের (Kishtwar) বন্ডা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা ৷

দুর্ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল যায় ৷ এছাড়াও পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের (Rashtriya Rifles) জওয়ানরাও ছিলেন ৷ তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন ৷ পাঁচজনকে ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ বাকি তিনজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ৷

মৃতদের নাম হল, বশির আহমেদ (35) ও তাঁর ভাই নাজির আহমেদ (25), মহম্মদ আকবর (28) ও তাঁর ভাই ফরিদ (25) এবং নুসরত বানো (16), ফরিদ হোসেন (25), শরিফ (25) ও নুর হোসেন (35) ৷ এছাড়া খাতুন বেগম (45), আখতার হোসেন (30) এবং মনজুর আহমেদ (25) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) এই দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ তিনি সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহাও (JK Lt Governor Manoj Sinha) ৷ তিনি প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে সোপিয়ানে নিকেশ দুই জঙ্গি

কিস্তওয়ার (জম্মু), 30 অগস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়ে (Car Falls into Gorge) যাওয়ার জন্য মৃত্যু হল আটজনের (Eight Died in Accident) ৷ মৃতদের মধ্যে 16 বছরের এক কিশোরীও রয়েছে ৷ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিস্তওয়ার জেলায় ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চিংগাম থেকে ছাত্রুর দিকে যাচ্ছিল ৷ দুপুর 3টে 15 মিনিট নাগাদ কিস্তওয়ারের (Kishtwar) বন্ডা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা ৷

দুর্ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল যায় ৷ এছাড়াও পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের (Rashtriya Rifles) জওয়ানরাও ছিলেন ৷ তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন ৷ পাঁচজনকে ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ বাকি তিনজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ৷

মৃতদের নাম হল, বশির আহমেদ (35) ও তাঁর ভাই নাজির আহমেদ (25), মহম্মদ আকবর (28) ও তাঁর ভাই ফরিদ (25) এবং নুসরত বানো (16), ফরিদ হোসেন (25), শরিফ (25) ও নুর হোসেন (35) ৷ এছাড়া খাতুন বেগম (45), আখতার হোসেন (30) এবং মনজুর আহমেদ (25) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) এই দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ তিনি সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহাও (JK Lt Governor Manoj Sinha) ৷ তিনি প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে সোপিয়ানে নিকেশ দুই জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.