ETV Bharat / bharat

যোধপুরে নির্মীয়মাণ বাড়ির ছাদ ধসে মৃত 8 শ্রমিক - রাজস্থান

নির্মীয়মাণ বাড়ির ছাদের একটি পিলার ক্রেনে করে উপরে তোলা হচ্ছিল । সেই সময় সেটি ক্রেন থেকে পিছলে যায় ।

building collapse in jodhpur
যোধপুরে নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে দুর্ঘটনা
author img

By

Published : Nov 11, 2020, 7:40 AM IST

যোধপুর, 11 নভেম্বর : যোধপুরে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ির দেওয়াল । এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ছ'জন । যোধপুরের বাসনি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

জেলাশাসক ইন্দরজিৎ সিং বলেন, নির্মীয়মাণ বাড়ির ছাদে কাজ চলছিল । সেই সময় ক্রেন থেকে ছাদের একটি পিলার পিছলে যায় । যার ফলে 50-60 ফুট উঁচু দেওয়াল ভেঙে পড়ে । দেওয়ালের নিচে 15-র বেশি শ্রমিক চাপা পড়েন । ঘটনাস্থানেই আটজনের মৃত্যু হয় । ঘটনার পর ঠিকাদারকে হেপাজতে নেয় পুলিশ ।

যোধপুরে নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে দুর্ঘটনা

এদিকে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের 40 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ।

যোধপুর, 11 নভেম্বর : যোধপুরে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ির দেওয়াল । এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ছ'জন । যোধপুরের বাসনি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

জেলাশাসক ইন্দরজিৎ সিং বলেন, নির্মীয়মাণ বাড়ির ছাদে কাজ চলছিল । সেই সময় ক্রেন থেকে ছাদের একটি পিলার পিছলে যায় । যার ফলে 50-60 ফুট উঁচু দেওয়াল ভেঙে পড়ে । দেওয়ালের নিচে 15-র বেশি শ্রমিক চাপা পড়েন । ঘটনাস্থানেই আটজনের মৃত্যু হয় । ঘটনার পর ঠিকাদারকে হেপাজতে নেয় পুলিশ ।

যোধপুরে নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে দুর্ঘটনা

এদিকে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের 40 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.