ETV Bharat / bharat

সদ্য শপথ নেওয়া বিহারের 8 মন্ত্রী ফৌজদারি মামলায় বিচারাধীন - অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস

জানিয়েছে বিহার ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR) ।

8 Bihar Ministers have pending criminal cases: ADR
8 Bihar Ministers have pending criminal cases: ADR
author img

By

Published : Nov 18, 2020, 6:20 PM IST

দিল্লি, 18 নভেম্বর : সদ্য শপথ নেওয়া বিহারের আটজন মন্ত্রী ফৌজদারি মামলায় বিচারাধীন । ওই আটজন মন্ত্রী শপথপত্রে নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার ঘোষণা করেছেন । জানিয়েছে বিহার ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) ।

তারা জানিয়েছে, যে 14 জন মন্ত্রীর হলফনামা বিশ্লেষণ করা হয়েছে, তাঁদের মধ্যে ছয়জন (43 শতাংশ) নিজের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা থাকার কথা জানিয়েছেন । এর মধ্যে BJP-র দু'জন, JDU-এর দুজন এবং একজন করে HAM এবং VIP-র । নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন, অক্টোবর-নভেম্বরের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া 14 মন্ত্রীর শপথ গ্রহণের হলফনামার বিশ্লেষণের ভিত্তিতে এই সন্ধান মিলেছে ।

গুরুত্বপূর্ণ বিষয় হল, এই 14 জন মন্ত্রী NDA-র অংশীদার । জনতা দল ইউনাইটেড (JDU), BJP, প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM) এবং বলিউডের সেট ডিজাইনার মুকেশ সাহানির বিকাশিল ইনসান পার্টি (VIP)। দু'জন JDU, BJP-র চারজন এবং একজন করে HAM এবং VIP-র ।

দিল্লি, 18 নভেম্বর : সদ্য শপথ নেওয়া বিহারের আটজন মন্ত্রী ফৌজদারি মামলায় বিচারাধীন । ওই আটজন মন্ত্রী শপথপত্রে নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার ঘোষণা করেছেন । জানিয়েছে বিহার ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) ।

তারা জানিয়েছে, যে 14 জন মন্ত্রীর হলফনামা বিশ্লেষণ করা হয়েছে, তাঁদের মধ্যে ছয়জন (43 শতাংশ) নিজের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা থাকার কথা জানিয়েছেন । এর মধ্যে BJP-র দু'জন, JDU-এর দুজন এবং একজন করে HAM এবং VIP-র । নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন, অক্টোবর-নভেম্বরের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া 14 মন্ত্রীর শপথ গ্রহণের হলফনামার বিশ্লেষণের ভিত্তিতে এই সন্ধান মিলেছে ।

গুরুত্বপূর্ণ বিষয় হল, এই 14 জন মন্ত্রী NDA-র অংশীদার । জনতা দল ইউনাইটেড (JDU), BJP, প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM) এবং বলিউডের সেট ডিজাইনার মুকেশ সাহানির বিকাশিল ইনসান পার্টি (VIP)। দু'জন JDU, BJP-র চারজন এবং একজন করে HAM এবং VIP-র ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.