ETV Bharat / bharat

সোমবার সকালে যোগ দিবসে যোগচর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - আন্তর্জাতিক যোগ দিবস

21 জুন, অর্থাৎ আগামিকাল সকাল সাড়ে ছ’টায় যোগ দিবস উপলক্ষে সরাসরি দেশবাসীর সঙ্গে যোগচর্চা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা পরিস্থিতিতে এ বছর দূরদর্শনের মাধ্যমেই দেশবাসীর সঙ্গে যোগচর্চা করবেন তিনি ৷ আজ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টুইটারে এ কথা জানানো হয়েছে ৷

7th International Yoga Day Prime Minister Narendra Modi will address the nation at 630 am on June 21
সোমবার সকাল সাড়ে 6টায় যোগ দিবসে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Jun 20, 2021, 8:06 PM IST

নয়াদিল্লি, 20 জুন : আগামিকাল সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস ৷ সেই উপলক্ষে সোমবার সকাল সাড়ে 6টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 6 বছর আগে এই দিনেই আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয়েছিল ৷ করোনা পরিস্থিতিতে সেই যোগ দিবস এ বছর দূরদর্শনের মাধ্যমে দেশবাসীর সঙ্গে পালন করবেন প্রধানমন্ত্রী ৷ আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এ কথা জানানো হয়েছে ৷

প্রধানমন্ত্রীর টুইটারে জানানো হয়েছে, আগামিকাল, 21 জুন আমরা সপ্তম যোগ দিবস উদযাপন করতে চলেছিল ৷ এ বছরের যোগাসনের থিম সুস্থতার জন্য যোগ ব্যায়াম ৷ যার মূল লক্ষ্য, যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা ৷ সকাল 6টা 30 মিনিটে আমরা যোগ দিবসের অনুষ্ঠানে সরাসরি জুড়ব ৷ সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, 15 জন ধর্মগুরু এবং যোগগুরু যোগাসনের বর্ণনা দেবেন ৷

  • Tomorrow, 21st June, we will mark the 7th Yoga Day. The theme this year is ‘Yoga For Wellness’, which focusses on practising Yoga for physical and mental well-being. At around 6:30 AM tomorrow, will be addressing the Yoga Day programme.

    — Narendra Modi (@narendramodi) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোভিড ক্লাসরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় আয়ুষ মন্ত্রক এবং আন্তর্জাতিক যোগ দিবসের জন্য তৈরি নোডাল মন্ত্রালয় একটি বিবৃতি দিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, যোগ ব্যায়াম এমন একটি শরীরচর্চা যার মাধ্যে সার্বিক বৃদ্ধি সম্ভব হয় ৷ আর এর জন্য আন্তর্জাতিক যোগ দিবসের নানা রকমের কার্যক্রম রাখা হয়েছে ৷ প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে ৷ 2014 সালে সর্বসম্মতিক্রমে এটিকে আন্তর্জাতিক স্তরে গ্রহণ করা হয়েছে ৷ 177টি দেশ এই প্রস্তাবে সম্মতি পোষণ করেছিল ৷ রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটেও এ বছরের যোগ দিবসের থিম হিসেবে বলা হয়েছে, ‘সুস্থতার জন্য যোগ ব্যায়াম’ ৷ সেইসঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকতে যোগ ব্যায়াম কীভাবে সাহায্য করে তাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটে ৷

নয়াদিল্লি, 20 জুন : আগামিকাল সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস ৷ সেই উপলক্ষে সোমবার সকাল সাড়ে 6টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 6 বছর আগে এই দিনেই আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয়েছিল ৷ করোনা পরিস্থিতিতে সেই যোগ দিবস এ বছর দূরদর্শনের মাধ্যমে দেশবাসীর সঙ্গে পালন করবেন প্রধানমন্ত্রী ৷ আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এ কথা জানানো হয়েছে ৷

প্রধানমন্ত্রীর টুইটারে জানানো হয়েছে, আগামিকাল, 21 জুন আমরা সপ্তম যোগ দিবস উদযাপন করতে চলেছিল ৷ এ বছরের যোগাসনের থিম সুস্থতার জন্য যোগ ব্যায়াম ৷ যার মূল লক্ষ্য, যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা ৷ সকাল 6টা 30 মিনিটে আমরা যোগ দিবসের অনুষ্ঠানে সরাসরি জুড়ব ৷ সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, 15 জন ধর্মগুরু এবং যোগগুরু যোগাসনের বর্ণনা দেবেন ৷

  • Tomorrow, 21st June, we will mark the 7th Yoga Day. The theme this year is ‘Yoga For Wellness’, which focusses on practising Yoga for physical and mental well-being. At around 6:30 AM tomorrow, will be addressing the Yoga Day programme.

    — Narendra Modi (@narendramodi) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোভিড ক্লাসরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় আয়ুষ মন্ত্রক এবং আন্তর্জাতিক যোগ দিবসের জন্য তৈরি নোডাল মন্ত্রালয় একটি বিবৃতি দিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, যোগ ব্যায়াম এমন একটি শরীরচর্চা যার মাধ্যে সার্বিক বৃদ্ধি সম্ভব হয় ৷ আর এর জন্য আন্তর্জাতিক যোগ দিবসের নানা রকমের কার্যক্রম রাখা হয়েছে ৷ প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে ৷ 2014 সালে সর্বসম্মতিক্রমে এটিকে আন্তর্জাতিক স্তরে গ্রহণ করা হয়েছে ৷ 177টি দেশ এই প্রস্তাবে সম্মতি পোষণ করেছিল ৷ রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটেও এ বছরের যোগ দিবসের থিম হিসেবে বলা হয়েছে, ‘সুস্থতার জন্য যোগ ব্যায়াম’ ৷ সেইসঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকতে যোগ ব্যায়াম কীভাবে সাহায্য করে তাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.