নয়াদিল্লি, 21 ডিসেম্বর: চিনে (China) নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি (Covid Surges) পেতে শুরু করেছে ৷ এর জেরে ফের আতঙ্ক ছড়াচ্ছে সারা বিশ্বে ৷ আতঙ্কিত ভারতীয়রা ৷ তাই 10 জনের মধ্যে 7 জন ভারতীয় চিনের সঙ্গে বিমান পরিবহণ বন্ধের পক্ষে মত দিয়েছেন ৷
তাঁদের মতে, গত 14 দিন চিনে ছিলেন এমন যাঁরা দেশে ফিরছেন বা এই দেশে আসছেন, তাঁদের জন্য বাধ্যাতামূলক কোয়ারিন্টিন নীতি (Mandatory Quarantine) চালু করা উচিত সরকারের ৷ উল্লেখ্য, এখন চিনের মূল ভূখণ্ড থেকে অন্যান্য দেশের মাধ্যমে ভারতে বিমান পরিবহণ চলছে ৷ আর হংকং থেকে ভারতে সরাসরি ফ্লাইট চালু রয়েছে ৷
কোভিড ভাইরাসের বিএফ-7 সাব ভ্যারিয়্যান্টের জেরে চিনে করোনার সংক্রামণ ফের মারাত্মক আকার নিয়েছে ৷ সম্প্রতি কোভিড বিধির (Covid Restriction) কড়াকড়ি নিয়ে চিনে ব্যাপক বিক্ষোভ হয় ৷ তার পরই ওই দেশের সরকার কোভিড বিধিতে কিছু ছাড় দেয় ৷ তার পরই সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিতে শুরু করে ৷ হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে ৷ এমন পরিস্থিতি আগে দেখা যায়নি বলে জানা যাচ্ছে ৷
এই পরিস্থিতির কথা মাথায় রেখে লোকাল সার্কেল নামে একটি সংস্থা সমীক্ষা করে ভারতীয়দের মধ্যে ৷ ওই সমীক্ষাতেই 71 শতাংশ ভারতীয় চিনের সঙ্গে এই মুহূর্তে বিমান পরিবহণ বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে ৷ পাশাপাশি, গত 14 দিন যাঁরা চিনে ছিলেন, তাঁরা ভারতে এলে, তাঁদের জন্য বাধ্যতামূলক কোয়ারিন্টিন নীতি চালু করার দাবি তুলেছেন সমীক্ষায় অংশগ্রহণকারীরা ৷
করোনার নতুন বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞরা আশঙ্কার কথা শোনাতে শুরু করেছেন ৷ তাঁদের হিসেবে, আগামী 90 দিনের মধ্যে চিনের 60 শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হবেন ৷ বাকি বিশ্বের 10 শতাংশ মানুষের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ মৃত্যুর সংখ্যা কয়েক লক্ষ ছাড়াতে বলেও ওই বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন ৷
এদিকে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পেতে থাকায় সতর্ক কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার দেশে কোভিড-19 পরিস্থিতি পর্যালোচনা করেছেন । রাজ্যগুলিকে নতুন করো পরীক্ষা বৃদ্ধির উপর জোর দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং বাড়াতে বলা হয়েছে কেন্দ্রের তরফে ।
আরও পড়ুন: কোভিড বিধি মেনে চলুন! নতুবা বন্ধ হোক ভারত জোড়ো যাত্রা, আর্জি কেন্দ্রের