ETV Bharat / bharat

পটনায় ব্রিটেন ফেরত 71 জন বেপাত্তা - new strain of coronavirus in India

23 নভেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে পটনার বাড়িতে ফিরেছিলেন 96 জন । তাঁদের সবার ফোন নম্বর ও বাড়ির ঠিকানা নিয়ে রাখা হয়েছিল প্রশাসনের তরফে । গতকাল পর্যন্ত তাঁদের মধ্যে মাত্র 25 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । তার মধ্যে মাত্র দু'জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে । এদিকে ব্রিটেন ফেরত 71 জনকে খুঁজে না পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিহার প্রশাসনের কপালে ।

asd
asd
author img

By

Published : Dec 31, 2020, 2:29 PM IST

পটনা, 31 ডিসেম্বর : কয়েকদিন আগেই ব্রিটেন থেকে পটনা ফিরেছিলেন 96 জন । কিন্তু, তাঁদের মধ্যে 71 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে । এমনকী, বাড়িতে গিয়েও তাঁদের দেখা পাননি স্বাস্থ্যকর্মীরা । ফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানানো হয়েছে । বেপাত্তা এই 71 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন ।

23 নভেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে পটনার বাড়িতে ফিরেছিলেন 96 জন । তাঁদের সবার ফোন নম্বর ও বাড়ির ঠিকানা নিয়ে রাখা হয়েছিল প্রশাসনের তরফে । গতকাল পর্যন্ত তাঁদের মধ্যে মাত্র 25 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । তার মধ্যে মাত্র দু'জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে । এদিকে ব্রিটেন ফেরত 71 জনকে খুঁজে না পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিহার প্রশাসনের কপালে । ওই 71 জনের মধ্যে কেউ কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছে তারা ।

এ প্রসঙ্গে পটনার সিভিল সার্জেন বিভা কুমারী সিং বলেন, "ব্রিটেন থেকে আসা সবার ফোন নম্বর ও বাড়ির ঠিকানা আমরা নিয়ে রেখেছিলাম । কিন্তু, সবার ফোন নম্বর পুরোপুরি স্পষ্ট ছিল না । এর মধ্যে অনেকের সঙ্গেই আমরা ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলাম । কিন্তু, তাঁরা কেউ ফোন ধরেননি । এমনকী, স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়েও তাঁদের খোঁজ পাচ্ছেন না । কোয়ারানটিনে না থেকে অন্যত্র চলে যাচ্ছেন তাঁরা । তবে নিখোঁজদের খুঁজে বের করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি ।"

আরও পড়ুন : 7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল বন্ধ

কয়েকদিন আগেই ব্রিটেনে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । যা আগের স্ট্রেনের থেকে 70 শতাংশ দ্রত সংক্রমণ ছড়াচ্ছে বলে জানা গিয়েছে । আর তার জন্য একাধিক দেশেই সতর্কতা জারি করা হয়েছে । সংক্রমণ ঠেকাতে রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে ভারতের একাধিক রাজ্যেও ।

এমনকী, কোরোনার এই নতুন স্ট্রেনের সঙ্গে মোকাবিলা করতে 7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে । কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী এ প্রসঙ্গে টুইট করে জানিয়েছিলেন, "বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল 7 জানুয়ারি পর্যন্ত । স্বল্প মেয়াদি নিষেধাজ্ঞা জারি করা হল ।" এর আগে 23 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল । আর যাঁরা ব্রিটেন থেকে ফিরছেন তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ।

আরও পড়ুন : দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত বেড়ে 25

গতকালই ব্রিটেন ফেরত 20 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মিলেছিল । আজ আরও পাঁচজনের শরীরে মিলল সুপার স্প্রেডার স্ট্রেন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট 25 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস পাওয়া গিয়েছে ৷

পটনা, 31 ডিসেম্বর : কয়েকদিন আগেই ব্রিটেন থেকে পটনা ফিরেছিলেন 96 জন । কিন্তু, তাঁদের মধ্যে 71 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে । এমনকী, বাড়িতে গিয়েও তাঁদের দেখা পাননি স্বাস্থ্যকর্মীরা । ফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানানো হয়েছে । বেপাত্তা এই 71 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন ।

23 নভেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে পটনার বাড়িতে ফিরেছিলেন 96 জন । তাঁদের সবার ফোন নম্বর ও বাড়ির ঠিকানা নিয়ে রাখা হয়েছিল প্রশাসনের তরফে । গতকাল পর্যন্ত তাঁদের মধ্যে মাত্র 25 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । তার মধ্যে মাত্র দু'জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে । এদিকে ব্রিটেন ফেরত 71 জনকে খুঁজে না পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিহার প্রশাসনের কপালে । ওই 71 জনের মধ্যে কেউ কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছে তারা ।

এ প্রসঙ্গে পটনার সিভিল সার্জেন বিভা কুমারী সিং বলেন, "ব্রিটেন থেকে আসা সবার ফোন নম্বর ও বাড়ির ঠিকানা আমরা নিয়ে রেখেছিলাম । কিন্তু, সবার ফোন নম্বর পুরোপুরি স্পষ্ট ছিল না । এর মধ্যে অনেকের সঙ্গেই আমরা ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলাম । কিন্তু, তাঁরা কেউ ফোন ধরেননি । এমনকী, স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়েও তাঁদের খোঁজ পাচ্ছেন না । কোয়ারানটিনে না থেকে অন্যত্র চলে যাচ্ছেন তাঁরা । তবে নিখোঁজদের খুঁজে বের করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি ।"

আরও পড়ুন : 7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল বন্ধ

কয়েকদিন আগেই ব্রিটেনে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । যা আগের স্ট্রেনের থেকে 70 শতাংশ দ্রত সংক্রমণ ছড়াচ্ছে বলে জানা গিয়েছে । আর তার জন্য একাধিক দেশেই সতর্কতা জারি করা হয়েছে । সংক্রমণ ঠেকাতে রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে ভারতের একাধিক রাজ্যেও ।

এমনকী, কোরোনার এই নতুন স্ট্রেনের সঙ্গে মোকাবিলা করতে 7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে । কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী এ প্রসঙ্গে টুইট করে জানিয়েছিলেন, "বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল 7 জানুয়ারি পর্যন্ত । স্বল্প মেয়াদি নিষেধাজ্ঞা জারি করা হল ।" এর আগে 23 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল । আর যাঁরা ব্রিটেন থেকে ফিরছেন তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ।

আরও পড়ুন : দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত বেড়ে 25

গতকালই ব্রিটেন ফেরত 20 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মিলেছিল । আজ আরও পাঁচজনের শরীরে মিলল সুপার স্প্রেডার স্ট্রেন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট 25 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস পাওয়া গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.