ETV Bharat / bharat

Cyclone Biparjoy: দুর্যোগেও আশার আলো, বিপর্যস্ত গুজরাতে মাতৃত্বের স্বাদ পেলেন 707 জন - প্রসূতির কোল আলো করে এসেছে সন্তান

ঘূর্ণিঝড় বিপর্যস্ত গুজরাতের আট জেলায় সন্তান প্রসব করলেন 707 জন । প্রসাশনের তরফে আগেই তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷

707 delivered children
সন্তান প্রসব গুজরাতে
author img

By

Published : Jun 17, 2023, 12:06 PM IST

গান্ধিনগর, 17 জুন: ঘূর্ণিঝড় 'বিপর্যয়' তাণ্ডব চালিয়েছে গুজরাতে ৷ লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ভূজ-সহ রাজ্যের উপকূলবর্তী একাধিক জায়গা ৷ তবে এই বিপর্যরের মাঝেই রাজ্যে এসেছে সুখবর ৷ যাকে বলে 'সিলভার লাইনিং' ৷ ঘূর্ণিঝড় দাপটের মাঝেই পশ্চিমের রাজ্যটিতে 707 জন প্রসূতির কোল আলো করে এসেছে সন্তান ৷ প্রসঙ্গত, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আছড়ে পড়ার আগেই সতর্ক ছিল প্রশাসন ৷ 1171 জন অন্তঃসত্ত্বাকে উপকূলের নির্কটবর্তী এলাকা ও বিভিন্ন জেলা থেকে অন্যত্র সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাদের মধ্যেই মা হয়েছেন 707 জন ৷

জানা গিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত আটটি জেলা এবং বিভিন্ন পৌরসভাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্বাস্থ্য দফতর আগেই অন্তঃসত্ত্বাদের একটি তালিকা তৈরি করে ৷ তারা যাতে সঠিক সময়ে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও অ্যাম্বুলেন্স-সহ সমস্ত সুবিধা পায়, তাই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । বিশেষ করে সেইসব অন্তঃসত্ত্বাদের, যাদের দিনকয়েকের মধ্যে প্রসবের সম্ভাবনা ছিল। তাদের বিশেষ যত্ন নিয়ে অবিলম্বে অন্তঃসত্ত্বাদের জন্য চিকিৎসক ও ওষুধ-সহ সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয় ।

আরও পড়ুন: সাইক্লোন বিপর্যয়ের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে সরানো হল 73 অন্তঃসত্ত্বাকে

সবচেয়ে বেশি কচ্ছ জেলা থেকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয় অন্তঃসত্ত্বাদের ৷ কচ্ছ থেকে 348, রাজকোট 100, দেবভূমি দ্বারকা 93, গির সোমনাথ 69, পোরবন্দর 30, জুনাগড় 25, জামনগর 17, রাজকোট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন 12, জুনাগড় 8 এবং মোরবি জেলা থেকে একজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । তাদের মধ্যে মোট 707 হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে সন্তানের জন্ম দিয়েছেন । 302টি সরকারি হাসপাতাল এবং 202টি স্বাস্থ্যকেন্দ্র, 108টি অ্যাম্বুলেন্স সর্বক্ষণ তৎপর ছিল ৷ স্বাস্থ্য কর্মীরা 24 ঘণ্টা কাজে নিয়োজিত ছিলেন ৷ যার ফলে সফলভাবে প্রসব করানো সম্ভব হয়েছে ওই সমস্ত মহিলাদের ৷ 100 শতাংশ ডিজেলে চালিত মোট 197টি আধুনিক জেনারেটর সেট প্রস্তুত ছিল ৷ এ ছাড়া গর্ভবতীদের প্রতিদিন মুখোমুখি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকেরা তদারকি করছেন ।

গান্ধিনগর, 17 জুন: ঘূর্ণিঝড় 'বিপর্যয়' তাণ্ডব চালিয়েছে গুজরাতে ৷ লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ভূজ-সহ রাজ্যের উপকূলবর্তী একাধিক জায়গা ৷ তবে এই বিপর্যরের মাঝেই রাজ্যে এসেছে সুখবর ৷ যাকে বলে 'সিলভার লাইনিং' ৷ ঘূর্ণিঝড় দাপটের মাঝেই পশ্চিমের রাজ্যটিতে 707 জন প্রসূতির কোল আলো করে এসেছে সন্তান ৷ প্রসঙ্গত, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আছড়ে পড়ার আগেই সতর্ক ছিল প্রশাসন ৷ 1171 জন অন্তঃসত্ত্বাকে উপকূলের নির্কটবর্তী এলাকা ও বিভিন্ন জেলা থেকে অন্যত্র সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাদের মধ্যেই মা হয়েছেন 707 জন ৷

জানা গিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত আটটি জেলা এবং বিভিন্ন পৌরসভাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্বাস্থ্য দফতর আগেই অন্তঃসত্ত্বাদের একটি তালিকা তৈরি করে ৷ তারা যাতে সঠিক সময়ে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও অ্যাম্বুলেন্স-সহ সমস্ত সুবিধা পায়, তাই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । বিশেষ করে সেইসব অন্তঃসত্ত্বাদের, যাদের দিনকয়েকের মধ্যে প্রসবের সম্ভাবনা ছিল। তাদের বিশেষ যত্ন নিয়ে অবিলম্বে অন্তঃসত্ত্বাদের জন্য চিকিৎসক ও ওষুধ-সহ সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয় ।

আরও পড়ুন: সাইক্লোন বিপর্যয়ের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে সরানো হল 73 অন্তঃসত্ত্বাকে

সবচেয়ে বেশি কচ্ছ জেলা থেকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয় অন্তঃসত্ত্বাদের ৷ কচ্ছ থেকে 348, রাজকোট 100, দেবভূমি দ্বারকা 93, গির সোমনাথ 69, পোরবন্দর 30, জুনাগড় 25, জামনগর 17, রাজকোট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন 12, জুনাগড় 8 এবং মোরবি জেলা থেকে একজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । তাদের মধ্যে মোট 707 হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে সন্তানের জন্ম দিয়েছেন । 302টি সরকারি হাসপাতাল এবং 202টি স্বাস্থ্যকেন্দ্র, 108টি অ্যাম্বুলেন্স সর্বক্ষণ তৎপর ছিল ৷ স্বাস্থ্য কর্মীরা 24 ঘণ্টা কাজে নিয়োজিত ছিলেন ৷ যার ফলে সফলভাবে প্রসব করানো সম্ভব হয়েছে ওই সমস্ত মহিলাদের ৷ 100 শতাংশ ডিজেলে চালিত মোট 197টি আধুনিক জেনারেটর সেট প্রস্তুত ছিল ৷ এ ছাড়া গর্ভবতীদের প্রতিদিন মুখোমুখি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকেরা তদারকি করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.