কাজীপেট (হনুমাকোন্ডা), 6 নভেম্বর: 70 বছর বয়সি মহিলার স্বামী মারা গিয়েছেন ৷ তারপর তিনি আর বিয়ে করেননি ৷ এটাই প্রমাণ করতে তাঁকে দিন-রাত লড়াই করতে হচ্ছে (70 year old Woman Struggle) । হনুমাকোন্ডা জেলার কাজিপেটের ঘটনা (Kazipet, Hanumakonda district) ৷ দরগা রোডের ইপিএফ অফিসে (EPF office) ছয় মাস ধরে ঘুরছেন এক বৃদ্ধা বিধবা । তিনি দ্বিতীয়বার বিয়ে করেননি বলে গেজেটেড অফিসার (Gazetted Officer) তাঁকে সার্টিফিকেট দিলেও তা মানতে নারাজ ইপিএফ অফিসের কর্তৃপক্ষ ৷ তারা তা উপেক্ষা করে চলেছে । ফলে মিলছে না পেনশন ৷
হনুমাকোন্ডা জেলার রাঙ্গাসাইপেটের (Rangasaipet) বৃদ্ধা রাঙ্গা অরুণা (Ranga Aruna) এই অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বারবার । তাঁর ছেলে মোহন (Mohan) জানান, অরুণার স্বামী আরটিসিতে চাকরি করার সময় অবসর নেন । গত বছর কোভিড-এ মারা গিয়েছেন তিনি । ইপিএফ-এ তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে এবং মৃতের স্ত্রী অরুণা নমিনি হিসাবে পেনশনের জন্য আবেদন করেছিলেন ৷ অরুণা যে দ্বিতীয় বিয়ে করেননি তার প্রমাণ দিতে বলা হয় তাঁকে ৷ পুনর্বিবাহ না-করার একটি শংসাপত্র জমা দেন তিনি ৷ একজন গেজেটেড প্রধান শিক্ষকের সেটিতে স্বাক্ষর করা ছিল । কিন্তু ইপিএফ আধিকারিকরা জানান, এটি অবৈধ এবং উচ্চ আধিকারিকদের স্বাক্ষর প্রয়োজন ।
আরও পড়ুন: প্রাক্তন গোয়েন্দাকে ইচ্ছা করে ধাক্কা গাড়ির ? প্রৌঢ়ের মৃত্যু
মোহন এবং তাঁর মা অরুণা এবিষয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেন ৷ তাঁরা জানান, ইপিএফ কর্মকর্তারা প্রথমে কেবল গেজেটেড অফিসারের স্বাক্ষর চেয়েছিলেন ৷ কিন্তু এখন কথার পরিবর্তন করছেন । ইপিএফ আধিকারিকদের (EPF officials) এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় ৷ তারা জানান, নিয়ম অনুসারে শংসাপত্র জমা দিলেই পেনশন দেওয়া হবে । সঠিক শংসাপত্র দেওয়া না-হলে পেনশন দেওয়ার নিয়ম মানা হবে না ।