ETV Bharat / bharat

Road Accident in Greater Noida: নয়ডায় বেপরোয়া বাসের ধাক্কা মৃত 4, আহত 3

author img

By

Published : Feb 9, 2023, 11:48 AM IST

গ্রেটার নয়ডায় পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু (Road Accident in Greater Noida) ৷ আহত তিনজন । আহতদের প্রথমে চিকিৎসার জন্য নিঠারিতে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাদের দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়েছে ।

Speeding bus hit Labours
পথ দুর্ঘটনা

নয়াদিল্লি/গ্রেটার নয়ডা, 9 ফেব্রুয়ারি: গ্রেটার নয়ডায় বেপরোয়া গতির বলি চারজন ৷ বুধবার রাতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে একটি সংস্থা থেকে কাজ শেষ করে কর্মচারীরা যখন রাস্তায় বেরচ্ছিলেন ঠিক সেসময় একটি দ্রুতগামী বাস তাদের উপর দিয়ে চলে যায় । সঙ্গে সঙ্গে বাসের তলায় চাপা পড়ে যায় প্রায় 50 জনের মতো কর্মী ৷ তাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তিনজন গুরুতর আহত হন । সকলেই প্রথমে নিঠারির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

পুলিশের তরফে জানা গিয়েছে, রাত সাড়ে 11টার দিকে বদলপুর থানা এলাকায় হিরো মোটরস কোম্পানির শ্রমিকরা তাদের শিফট শেষে অফিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলেন । সেই সময়ে দাদরি থেকে নয়ডা ডিপোগামী একটি বাস ওই কর্মীদের ধাক্কা মারে । এর জেরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় ৷ যার মধ্যে তিনজন বিহারের বাসিন্দা এবং একজন গৌতমবুদ্ধ নগরের বাসিন্দা (7 people run over by a speeding bus in Greater Noida) ।

মৃতরা হলেন মুঙ্গেরের বাসিন্দা শংকেশ্বর কুমার দাস (25), বাঁকার বাসিন্দা মোহরি কুমার (22), মেজার বাসিন্দা সতীশ (25) এবং গৌতমবুদ্ধ নগরের বদলপুরের বাসিন্দা গোপাল (34) । পাশপাশি অনুজ, ধরমবীর এবং সন্দীপ এই দুর্ঘটনায় আহত হন ৷ তাঁদের চিকিৎসার জন্য নিঠারিতে আনা হয়েছিল ৷ সেখান থেকে তাঁদের অবস্থা দেখে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে এই কর্মচারীদের শিফট শেষ হয় ৷ তারপর তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য গেট থেকে বেরিয়ে আসে । তারপর জাতীয় সড়ক-91-এ, একটি দ্রুতগামী নয়ডা ডিপোর বাস রাস্তা পার হওয়া কর্মীদের উপর দিয়ে চলে যায় । পুলিশ ঘটনাস্থলে এসে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ মৃতদের বাড়ির লোককে খবর দেওযা হয় । বদলপুর থানার ইনচার্জ জানান, দেহগুলির পঞ্চায়েত নাম প্রক্রিয়াকরণের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘাতক বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে ৷ দ্রুত তাকে গ্রেফতার করা হবে ৷

আরও পড়ুন: বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কা বাইকে, মৃত মহিলা

নয়াদিল্লি/গ্রেটার নয়ডা, 9 ফেব্রুয়ারি: গ্রেটার নয়ডায় বেপরোয়া গতির বলি চারজন ৷ বুধবার রাতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে একটি সংস্থা থেকে কাজ শেষ করে কর্মচারীরা যখন রাস্তায় বেরচ্ছিলেন ঠিক সেসময় একটি দ্রুতগামী বাস তাদের উপর দিয়ে চলে যায় । সঙ্গে সঙ্গে বাসের তলায় চাপা পড়ে যায় প্রায় 50 জনের মতো কর্মী ৷ তাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তিনজন গুরুতর আহত হন । সকলেই প্রথমে নিঠারির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

পুলিশের তরফে জানা গিয়েছে, রাত সাড়ে 11টার দিকে বদলপুর থানা এলাকায় হিরো মোটরস কোম্পানির শ্রমিকরা তাদের শিফট শেষে অফিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলেন । সেই সময়ে দাদরি থেকে নয়ডা ডিপোগামী একটি বাস ওই কর্মীদের ধাক্কা মারে । এর জেরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় ৷ যার মধ্যে তিনজন বিহারের বাসিন্দা এবং একজন গৌতমবুদ্ধ নগরের বাসিন্দা (7 people run over by a speeding bus in Greater Noida) ।

মৃতরা হলেন মুঙ্গেরের বাসিন্দা শংকেশ্বর কুমার দাস (25), বাঁকার বাসিন্দা মোহরি কুমার (22), মেজার বাসিন্দা সতীশ (25) এবং গৌতমবুদ্ধ নগরের বদলপুরের বাসিন্দা গোপাল (34) । পাশপাশি অনুজ, ধরমবীর এবং সন্দীপ এই দুর্ঘটনায় আহত হন ৷ তাঁদের চিকিৎসার জন্য নিঠারিতে আনা হয়েছিল ৷ সেখান থেকে তাঁদের অবস্থা দেখে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে এই কর্মচারীদের শিফট শেষ হয় ৷ তারপর তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য গেট থেকে বেরিয়ে আসে । তারপর জাতীয় সড়ক-91-এ, একটি দ্রুতগামী নয়ডা ডিপোর বাস রাস্তা পার হওয়া কর্মীদের উপর দিয়ে চলে যায় । পুলিশ ঘটনাস্থলে এসে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ মৃতদের বাড়ির লোককে খবর দেওযা হয় । বদলপুর থানার ইনচার্জ জানান, দেহগুলির পঞ্চায়েত নাম প্রক্রিয়াকরণের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘাতক বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে ৷ দ্রুত তাকে গ্রেফতার করা হবে ৷

আরও পড়ুন: বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কা বাইকে, মৃত মহিলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.