পুণে, 28 অগস্ট: পোষ্য কুকুরের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করা হল ৷ ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুণে (Pune) জেলার একটি গ্রামে ৷ অভিযুক্ত বৃদ্ধের নাম বিভাসেন ধনডিবা তাকালদার (Bhivasen Dhondiba Takalkar) ৷ তাঁর বিরুদ্ধে প্রাণী নিগ্রহের অভিযোগ আনা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভাসেন যখন তাঁর পোষ্যের সঙ্গে কুকর্ম করছিলেন, সেই সময় কেউ সেই ঘটনার ভিডিয়োগ্রাফি করেন ৷ তার জেরেই অভিযুক্তকে পাকড়াও করা সম্ভব হয় ৷ ধৃতের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান, ওই বৃদ্ধ বিকৃত মানসিকতার শিকার ৷ সেই কারণেই তিনি পোষ্য়ের সঙ্গে এমন পৈশাচিক আচরণ করেছেন ৷
আরও পড়ুন: বিলকিস বানোর দোষীদের মুক্তিতে আতঙ্কিত প্রাক্তন আমলারা, প্রধান বিচারপতিকে চিঠি
পুলিশের হাতে আসা তথ্য বলছে, দীর্ঘদিন ধরেই স্থানীয় তাকালকরওয়াড়ি গ্রামের বাসিন্দা এই বিভাসেন ৷ তাঁর প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, ওই বৃদ্ধের বাড়িতে একটি পোষ্য কুকুর রয়েছে ৷ তাঁদের দাবি, বৃদ্ধ প্রথমে কুকুরটিকে খাবারের লোভ দেখাতেন ৷ আর তাতেই কুকুরটি তাঁর ন্য়াওটা হয়ে যায় ৷ এরপর ধীরে ধীরে সেটিকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া শুরু করেন বিভাসেন ৷ তারপর সেখানেই থাকতে শুরু করে কুকুরটি ৷ কিন্তু, প্রাণীটির আচরণ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ তাঁরা কুকুরটির উপর নজর রাখতে শুরু করেন ৷ তাতেই ধরা পড়ে বৃদ্ধের কুকীর্তি ৷ বিভাসেনের বিরুদ্ধে প্রমাণ হাতে রাখতে এক প্রতিবেশী কুকুরের সঙ্গে তাঁর বিকৃত আচরণের ঘটনা নিজের মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করে রাখেন ৷ পরে পুলিশকে সেটি দেখানো হয় ৷
এক প্রবীণের এমন আচরণে তাজ্জব হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশও এই ঘটনায় হতবাক ৷ প্রতিবেশীরা ইতিমধ্যেই স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন ৷ তাদের সহযোগিতাতেই এলাকার তিন যুবক বিভাসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷ বৃদ্ধের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 377 ধারা (IPC Section 377) এবং 1960 সালের প্রাণী নিগ্রহ প্রতিরোধী আইনের (Prevention of Cruelty to Animals Act, 1960) আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অ্য়াসিসট্য়ান্ট ইন্সপেক্টর পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে ৷