ETV Bharat / bharat

TMC MPs suspended : রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের 6 সাংসদ - Rajyasabha latest news today

এর আগে তৃণমূলের শান্তনু সেনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ৷ তাঁকে বাদল অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে ৷ তবে এই ছ’জন সাংসদের সাসপেনশনের মেয়াদ আজই শেষ ৷

6 tmc mp suspend from rajyasabha for today
TMC MPs suspend : রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের 6 সাংসদ
author img

By

Published : Aug 4, 2021, 2:08 PM IST

কলকাতা, 4 অগস্ট : রাজ্যসভায় (Rajyasabha) ফের সাসপেন্ড বিতর্কে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ বুধবার বাংলার শাসক দলের ছ’জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যসভা থেকে ৷ রাজ্যসভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর অভিযোগেই তাঁদের সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে ৷

গত 19 জুলাই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) ৷ তার ঠিক আগের দিন পেগাসাস (Pegasus Spyware) বিতর্ক সামনে আসে ৷ কেন্দ্রের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে সরব হয় বিরোধীরা ৷ এর আগে এই ইস্যুতে সরব হয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন ৷

আরও পড়ুন : Modi talks to Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির

তার পর তাঁকে সাসপেন্ড করা হয় ৷ আগামী 13 অগস্ট পর্যন্ত তিনি সাসপেন্ড ৷ ওই দিনই বাদল অধিবেশন শেষ হচ্ছে ৷ তবে এদিন তৃণমূল কংগ্রেসের যে ছ’জন সাংসদ সাসপেন্ড হয়েছেন, তাঁদের এই শাস্তির মেয়াদ শেষ আজই ৷ আগামিকাল, বৃহস্পতিবার অধিবেশন শুরু হলে তাঁরা আবার যোগদান করতে পারবেন ৷

রাজ্যসভা থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের দোলা সেন, নাদিমূল হক, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর, শান্তা ছেত্রী ও আবির রঞ্জন বিশ্বাসকে এদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷

আরও পড়ুন : Rahul Gandhi : ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল

উল্লেখ্য, এদিনই সংসদের উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন সদস্য শপথ নিয়েছেন ৷ প্রাক্তন আমলা জহর সরকারের (Jawhar Sircar) শপথের পর্ব মেটার পরই রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ সেই দলে তৃণমূল কংগ্রেসও ছিল ৷ হঠাৎ তৃণমূলের কয়েকজন সাংসদ ওয়েলে প্ল্যাকার্ড নিয়ে নেমে পড়েন ৷

রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (Venkaiah Naidu) তাঁদের নিজ নিজ আসনে ফিরে যেতে নির্দেশ দেন ৷ কিন্তু তাঁরা তা শোনেননি ৷ তখন তিনি ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দেন ৷ কিছুক্ষণ পর সভা মুলতুবি হয়ে যায় ৷ দুপুর 2টোয় আবার রাজ্যসভার অধিবেশন বসার কথা ৷

আরও পড়ুন : Jawhar Sircar : ধুতি-পাঞ্জাবিতে রাজ্যসভায়, শপথ নিলেন জহর সরকার

তার আগেই বেঙ্কাইয়া নায়ডুর তরফে এই শাস্তির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ ফলে সভা শুরু হলে ঠিক কী পরিস্থিতি হয়, সেই দিকেই নজর সকলের ৷ কারণ, এই নিয়ে আবার হইচই হবে রাজ্যসভায় ৷ তৃণমূল কংগ্রেসের সঙ্গে হয়তো বিক্ষোভে সামিল হবেন অন্য বিরোধীরাও ৷

বিরোধীদের অভিযোগ, রাজ্যসভায় মোদি সরকার (Modi Government) সংখ্যালঘু ৷ তাই বিল পাস করাতে তারা এই কৌশল নিচ্ছে ৷ বিক্ষোভের অছিলায় বিরোধী সাংসদের সাসপেন্ড করে বিল পাসের জন্য প্রয়োজনীয় সংখ্যা বৃদ্ধি করতে চাইছে ৷

আরও পড়ুন : Sisir Adhikari : এখন কি পদ্মে, উত্তর জানাতে বিড়লার কাছে একমাস সময় চাইলেন শিশির

কলকাতা, 4 অগস্ট : রাজ্যসভায় (Rajyasabha) ফের সাসপেন্ড বিতর্কে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ বুধবার বাংলার শাসক দলের ছ’জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যসভা থেকে ৷ রাজ্যসভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর অভিযোগেই তাঁদের সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে ৷

গত 19 জুলাই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) ৷ তার ঠিক আগের দিন পেগাসাস (Pegasus Spyware) বিতর্ক সামনে আসে ৷ কেন্দ্রের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে সরব হয় বিরোধীরা ৷ এর আগে এই ইস্যুতে সরব হয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন ৷

আরও পড়ুন : Modi talks to Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির

তার পর তাঁকে সাসপেন্ড করা হয় ৷ আগামী 13 অগস্ট পর্যন্ত তিনি সাসপেন্ড ৷ ওই দিনই বাদল অধিবেশন শেষ হচ্ছে ৷ তবে এদিন তৃণমূল কংগ্রেসের যে ছ’জন সাংসদ সাসপেন্ড হয়েছেন, তাঁদের এই শাস্তির মেয়াদ শেষ আজই ৷ আগামিকাল, বৃহস্পতিবার অধিবেশন শুরু হলে তাঁরা আবার যোগদান করতে পারবেন ৷

রাজ্যসভা থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের দোলা সেন, নাদিমূল হক, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর, শান্তা ছেত্রী ও আবির রঞ্জন বিশ্বাসকে এদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷

আরও পড়ুন : Rahul Gandhi : ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল

উল্লেখ্য, এদিনই সংসদের উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন সদস্য শপথ নিয়েছেন ৷ প্রাক্তন আমলা জহর সরকারের (Jawhar Sircar) শপথের পর্ব মেটার পরই রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ সেই দলে তৃণমূল কংগ্রেসও ছিল ৷ হঠাৎ তৃণমূলের কয়েকজন সাংসদ ওয়েলে প্ল্যাকার্ড নিয়ে নেমে পড়েন ৷

রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (Venkaiah Naidu) তাঁদের নিজ নিজ আসনে ফিরে যেতে নির্দেশ দেন ৷ কিন্তু তাঁরা তা শোনেননি ৷ তখন তিনি ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দেন ৷ কিছুক্ষণ পর সভা মুলতুবি হয়ে যায় ৷ দুপুর 2টোয় আবার রাজ্যসভার অধিবেশন বসার কথা ৷

আরও পড়ুন : Jawhar Sircar : ধুতি-পাঞ্জাবিতে রাজ্যসভায়, শপথ নিলেন জহর সরকার

তার আগেই বেঙ্কাইয়া নায়ডুর তরফে এই শাস্তির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ ফলে সভা শুরু হলে ঠিক কী পরিস্থিতি হয়, সেই দিকেই নজর সকলের ৷ কারণ, এই নিয়ে আবার হইচই হবে রাজ্যসভায় ৷ তৃণমূল কংগ্রেসের সঙ্গে হয়তো বিক্ষোভে সামিল হবেন অন্য বিরোধীরাও ৷

বিরোধীদের অভিযোগ, রাজ্যসভায় মোদি সরকার (Modi Government) সংখ্যালঘু ৷ তাই বিল পাস করাতে তারা এই কৌশল নিচ্ছে ৷ বিক্ষোভের অছিলায় বিরোধী সাংসদের সাসপেন্ড করে বিল পাসের জন্য প্রয়োজনীয় সংখ্যা বৃদ্ধি করতে চাইছে ৷

আরও পড়ুন : Sisir Adhikari : এখন কি পদ্মে, উত্তর জানাতে বিড়লার কাছে একমাস সময় চাইলেন শিশির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.