ETV Bharat / bharat

Road Accident: চেঙ্গালপাট্টুতে পথ দুর্ঘটনায় মৃত 6 তীর্থযাত্রী - তামিলনাড়ু

তামিলনাড়ুতে পথ দুর্ঘটনা (Road Accident) ৷ ছ’জনের মৃত্যু ৷ আহত আরও ছয় ৷

6-people-died-in-a-road-accident-near-chengalpattu-in-tamil-nadu
Road Accident: চেঙ্গালপাট্টুতে পথ দুর্ঘটনায় মৃত 6 তীর্থযাত্রী
author img

By

Published : Dec 7, 2022, 3:35 PM IST

চেঙ্গালপাট্টু (তামিলনাড়ু), 7 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ছ’জন তীর্থযাত্রীর ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) চেঙ্গালপট্টুতে ৷ আহত হয়েছেন ছ’জন ৷ আপাতত চেঙ্গালপাট্টু সরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ৷

তামিলনাড়ুর কার্তিকাই দীপম উৎসব থেকে ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ ভোর চারটে নাগাদ চেঙ্গালপাট্টুর মধুরত্নকম এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ জানিয়েছে, নিহতদের নাম, চন্দ্রশেখর (70), শশীকুমার (35), দামোদরণ (28), ইয়েহুমালাই (65), গোকুল (33) ও শেখর (55) ৷ নিহতরা পোজিচেলুর এলাকার বাসিন্দা ৷ যাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি, তাঁদের মধ্যে রয়েছেন, সতীশ (27), শেখর (37), অয়নার (35) ও রবি (26) ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, তিরুবন্নামালাই আন্নামালাইয়ার মন্দির থেকে কার্তিকাই দীপম উৎসব (Karthikai Deepam Festival) সেরে 10 জন একটি টাটা এস (TATA Ace) গাড়িতে ফিরছিলেন ৷ ওই গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা মারে ৷ তার পর গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি ৷ সেটিও দ্রুতগতিতে আসছিল ৷ টাটা এস গাড়িটি মাঝখানে আটকে যায় ৷ তাতেই ছ’জনের মৃত্যু হয় ৷

টাটা এস গাড়িতে যে 10 জন ছিলেন, তাঁরা পল্লবরমের কাছে পোজিচেলুর গনমবিকাই এলাকার বাসিন্দা ৷ সেখান থেকেই ওই উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ৷ ফেরার সময় তাঁদের অধিকাংশের মর্মান্তিক পরিণতি হল ৷

আরও পড়ুন: শবরীমালা দর্শন করে ফেরার পথে দুর্ঘটনা, অন্ধ্রপ্রদেশে মৃত্যু 4 পুণ্যার্থীর

চেঙ্গালপাট্টু (তামিলনাড়ু), 7 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ছ’জন তীর্থযাত্রীর ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) চেঙ্গালপট্টুতে ৷ আহত হয়েছেন ছ’জন ৷ আপাতত চেঙ্গালপাট্টু সরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ৷

তামিলনাড়ুর কার্তিকাই দীপম উৎসব থেকে ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ ভোর চারটে নাগাদ চেঙ্গালপাট্টুর মধুরত্নকম এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ জানিয়েছে, নিহতদের নাম, চন্দ্রশেখর (70), শশীকুমার (35), দামোদরণ (28), ইয়েহুমালাই (65), গোকুল (33) ও শেখর (55) ৷ নিহতরা পোজিচেলুর এলাকার বাসিন্দা ৷ যাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি, তাঁদের মধ্যে রয়েছেন, সতীশ (27), শেখর (37), অয়নার (35) ও রবি (26) ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, তিরুবন্নামালাই আন্নামালাইয়ার মন্দির থেকে কার্তিকাই দীপম উৎসব (Karthikai Deepam Festival) সেরে 10 জন একটি টাটা এস (TATA Ace) গাড়িতে ফিরছিলেন ৷ ওই গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা মারে ৷ তার পর গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি ৷ সেটিও দ্রুতগতিতে আসছিল ৷ টাটা এস গাড়িটি মাঝখানে আটকে যায় ৷ তাতেই ছ’জনের মৃত্যু হয় ৷

টাটা এস গাড়িতে যে 10 জন ছিলেন, তাঁরা পল্লবরমের কাছে পোজিচেলুর গনমবিকাই এলাকার বাসিন্দা ৷ সেখান থেকেই ওই উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ৷ ফেরার সময় তাঁদের অধিকাংশের মর্মান্তিক পরিণতি হল ৷

আরও পড়ুন: শবরীমালা দর্শন করে ফেরার পথে দুর্ঘটনা, অন্ধ্রপ্রদেশে মৃত্যু 4 পুণ্যার্থীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.