ETV Bharat / bharat

বিশাখাপটনমে পুলিশি অভিযানে খতম 6 মাওবাদী

author img

By

Published : Jun 16, 2021, 5:33 PM IST

বুধবার ভোরে থিগালামেট্টা জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের বিশেষ বাহিনীর সংঘর্ষ হয় ৷ দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে ৷ অভিযান শেষে এক মহিলা সহ 6 মাওবাদীর দেহ উদ্ধার হয় ৷

6-maoists-killed-in-police-encounter-in-visakhapatnam
6-maoists-killed-in-police-encounter-in-visakhapatnam

বিশাখাপটনম, 16 জুন : পুলিশের একটি অভিযানে 6 মাওবাদী খতম বিশাখাপটনমে ৷ বুধবারের এই পুলিশ অভিযানের কথা জানান বিশাখা গ্রামীণ জেলার এসপি (SP) বিভি কৃষ্ণা রাও ৷

অন্ধ্র সরকারের একটি বিবৃতিতে জানানো হয়েছে, "বুধবার ভোরে থিগালামেট্টা জঙ্গলে বিশাখাপটনম জেলার মামপায় মাওবাদীদের সঙ্গে পুলিশের বিশেষ বাহিনীর তুমুল সংঘর্ষ হয় ৷ দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে ৷ এর পর অভিযান শেষে এক মহিলা সহ 6 মাওবাদীর দেহ উদ্ধার হয় ৷ ঘটনাস্থল থেকে একটি একে 47 (AK 47), একটি এসএলআর (SLR), একটি 303 রাইফেল এবং একটি তাপাঞ্চা উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রের গড়চিরোলিতে এনকাউন্টারে মৃত্যু অন্তত 13 মাওবাদীর

পুলিশ সুপার বিভি কৃষ্ণা রাও জানিয়েছেন, সফল পুলিশি অভিযানটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজ সন্ধ্যায় ৷

বিশাখাপটনম, 16 জুন : পুলিশের একটি অভিযানে 6 মাওবাদী খতম বিশাখাপটনমে ৷ বুধবারের এই পুলিশ অভিযানের কথা জানান বিশাখা গ্রামীণ জেলার এসপি (SP) বিভি কৃষ্ণা রাও ৷

অন্ধ্র সরকারের একটি বিবৃতিতে জানানো হয়েছে, "বুধবার ভোরে থিগালামেট্টা জঙ্গলে বিশাখাপটনম জেলার মামপায় মাওবাদীদের সঙ্গে পুলিশের বিশেষ বাহিনীর তুমুল সংঘর্ষ হয় ৷ দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে ৷ এর পর অভিযান শেষে এক মহিলা সহ 6 মাওবাদীর দেহ উদ্ধার হয় ৷ ঘটনাস্থল থেকে একটি একে 47 (AK 47), একটি এসএলআর (SLR), একটি 303 রাইফেল এবং একটি তাপাঞ্চা উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রের গড়চিরোলিতে এনকাউন্টারে মৃত্যু অন্তত 13 মাওবাদীর

পুলিশ সুপার বিভি কৃষ্ণা রাও জানিয়েছেন, সফল পুলিশি অভিযানটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজ সন্ধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.