ETV Bharat / bharat

JNU Clash : রামনবমীতে মাংস খাওয়া নিয়ে ধুন্ধুমার জেএনইউ, আহত 6 - রামনবমীতে মাংস খাওয়া নিয়ে ধুন্ধুমার জেএনইউ

রামনবমী ঘিরে উত্তাল জেএনইউ ক্যাম্পাস ৷ পুজো ও মাংস খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের ঝামেলা মারামারি, হাতাহাতিতে পৌঁছল ৷ কেউ অসুস্থ হয়ে পড়লেন, কারও রক্ত ঝরল (Clash between JNU students) ৷

JNU Clash
JNU Clash
author img

By

Published : Apr 11, 2022, 8:00 AM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল : রামনবমী উপলক্ষে রবিবার দিকে দিকে বিজেপির মিছিল দেখা গিয়েছে ৷ অস্ত্র প্রদর্শন, লাঠি খেলা-সহ রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে কোথাও কোথাও অশান্তির খবরও মিলেছে ৷ তবে সেইসব ছোটখাটো ঘটনাকে ছাপিয়ে গেল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ বরাবরই ছাত্র রাজনীতির আঁতুড়ঘর নামে পরিচিত এই জেএনইউ ৷ সেখানেই রামনবমীর পুজো ও মাংস খাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের ঝামেলা মারামারি, হাতাহাতিতে পৌঁছল ৷ কেউ অসুস্থ হয়ে পড়লেন, কারও রক্ত ঝরল (Clash between JNU students over non-veg food and Ram Navami puja) ৷

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বাম ছাত্র সংগঠনগুলির একে অপরের দিকে ইট ছোড়ার অভিযোগও এনেছে ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দু পক্ষের 6 জন আহত হয়েছেন ৷ যদিও দুই পক্ষের দাবি, রবিবার রাতের এই ঘটনায় মোট 60 জন আহত হয়েছেন ৷ পুরো ঘটনাটি ঘটে জেএনইউয়ের কাবেরী হস্টেলের কাছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে এক পড়ুয়ার মাথা ফেটে গলগল করে রক্ত বের হচ্ছে ৷ বাম ছাত্র সংগঠন জেএনইউএসইউ (JNUSU)-এর অভিযোগ, রবিবার দুপুরে মেসে মাংস ঢুকতে বাধা দেয় এবিভিপি-র সদস্যরা ৷ মাংস নিয়ে যিনি ঢুকছিলেন তাঁকে মারধরও করা হয় ৷

এসএফআইয়ের জেএনইউ ইউনিটের টুইটার পেজে আহত ছাত্রদের ছবি শেয়ার করে লেখা হয়, "এবিভিপির গুণ্ডাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টাকে ধিক্কার জানাই ৷ কাবেরী হস্টেলের আশেপাশে বাইক ভেঙে, মেসের কর্মী ও পড়ুয়াদের মারধর করে দাঙ্গা হাঙ্গামা চালিয়ে গিয়েছে ৷" জেনএনইউয়ের বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষ লেখেন, ‘‘এবিভিপির গুণ্ডারা জেএনইউ-এর আবাসিকদের আমিষ খাবার খেতে বাধা দেয় ৷ হোস্টেলের মেস সেক্রেটারিকেও মারধর করা হয় । ক্যাম্পাস চত্বরে এবিভিপির গুন্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন ।’’

আরও পড়ুন : দিল্লিতে জেএনইউ পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা, তদন্তে পুলিশ

অন্যদিকে এবিভিপি-র অভিযোগ, বাম ছাত্র সংগঠনের সদস্যরা হষ্টেলে রামনবমীর পুজো করতে বাধা দিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ঘটনার একাধিক ভিডিয়োও আপলোড করেছে এবিভিপির জেএনইউ শাখা ৷

নয়াদিল্লি, 11 এপ্রিল : রামনবমী উপলক্ষে রবিবার দিকে দিকে বিজেপির মিছিল দেখা গিয়েছে ৷ অস্ত্র প্রদর্শন, লাঠি খেলা-সহ রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে কোথাও কোথাও অশান্তির খবরও মিলেছে ৷ তবে সেইসব ছোটখাটো ঘটনাকে ছাপিয়ে গেল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ বরাবরই ছাত্র রাজনীতির আঁতুড়ঘর নামে পরিচিত এই জেএনইউ ৷ সেখানেই রামনবমীর পুজো ও মাংস খাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের ঝামেলা মারামারি, হাতাহাতিতে পৌঁছল ৷ কেউ অসুস্থ হয়ে পড়লেন, কারও রক্ত ঝরল (Clash between JNU students over non-veg food and Ram Navami puja) ৷

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বাম ছাত্র সংগঠনগুলির একে অপরের দিকে ইট ছোড়ার অভিযোগও এনেছে ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দু পক্ষের 6 জন আহত হয়েছেন ৷ যদিও দুই পক্ষের দাবি, রবিবার রাতের এই ঘটনায় মোট 60 জন আহত হয়েছেন ৷ পুরো ঘটনাটি ঘটে জেএনইউয়ের কাবেরী হস্টেলের কাছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে এক পড়ুয়ার মাথা ফেটে গলগল করে রক্ত বের হচ্ছে ৷ বাম ছাত্র সংগঠন জেএনইউএসইউ (JNUSU)-এর অভিযোগ, রবিবার দুপুরে মেসে মাংস ঢুকতে বাধা দেয় এবিভিপি-র সদস্যরা ৷ মাংস নিয়ে যিনি ঢুকছিলেন তাঁকে মারধরও করা হয় ৷

এসএফআইয়ের জেএনইউ ইউনিটের টুইটার পেজে আহত ছাত্রদের ছবি শেয়ার করে লেখা হয়, "এবিভিপির গুণ্ডাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টাকে ধিক্কার জানাই ৷ কাবেরী হস্টেলের আশেপাশে বাইক ভেঙে, মেসের কর্মী ও পড়ুয়াদের মারধর করে দাঙ্গা হাঙ্গামা চালিয়ে গিয়েছে ৷" জেনএনইউয়ের বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষ লেখেন, ‘‘এবিভিপির গুণ্ডারা জেএনইউ-এর আবাসিকদের আমিষ খাবার খেতে বাধা দেয় ৷ হোস্টেলের মেস সেক্রেটারিকেও মারধর করা হয় । ক্যাম্পাস চত্বরে এবিভিপির গুন্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন ।’’

আরও পড়ুন : দিল্লিতে জেএনইউ পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা, তদন্তে পুলিশ

অন্যদিকে এবিভিপি-র অভিযোগ, বাম ছাত্র সংগঠনের সদস্যরা হষ্টেলে রামনবমীর পুজো করতে বাধা দিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ঘটনার একাধিক ভিডিয়োও আপলোড করেছে এবিভিপির জেএনইউ শাখা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.