ETV Bharat / bharat

এপ্রিল থেকে 577 শিশুকে অনাথ করেছে কোভিড : স্মৃতি ইরানি - কোভিড 19

এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত 577 শিশুকে অনাথ করেছে কোভিড 19 ৷ জানালেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ৷

577 Children Orphaned Due To Covid Since April 1, says Smriti Irani
এপ্রিল থেকে 577 শিশুকে অনাথ করেছে কোভিড : স্মৃতি ইরানি
author img

By

Published : May 26, 2021, 12:32 PM IST

নয়াদিল্লি, 26 মে : 1 এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে 577 শিশু অনাথ হয়েছে কোভিডের কারণে ৷ মারণ ভাইরাস কেড়েছে তাদের বাবা-মায়ের প্রাণ ৷ এ কথা জানালেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ৷ কোভিডের কারণে যারা অনাথ হয়েছে, সেই শিশুদের সাহায্য করতে ও যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি ৷

মঙ্গলবার টুইটে তিনি জানিয়েছেন, "কোভিডে বাবা-মাকে হারানো সব গরিব বাচ্চাকে সাহায্য করতে ও সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 1 এপ্রিল থেকে আজ দুপুর 2টো পর্যন্ত দেশজুড়ে 577 জন শিশু অনাথ হয়েছে, যাদের বাবা-মা কোভিড 19-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷"

আরও পড়ুন: লাইভ : ঘূর্ণিঝড় প্রাণ কাড়ল দুজনের, চলছে ঝড়ের তাণ্ডব

তবে এই শিশুরা জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্মৃতি ইরানি ৷ সূত্রের খবর, প্রয়োজন হলে এই শিশুদের কাউন্সেলিঙের জন্যও তৈরি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসায়ান্সেস ৷ এই শিশুদের সুরক্ষিত নিশ্চিত করার জন্য তহবিলের কোনও অভাব নেই বলে তারা জানিয়েছে ৷

নয়াদিল্লি, 26 মে : 1 এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে 577 শিশু অনাথ হয়েছে কোভিডের কারণে ৷ মারণ ভাইরাস কেড়েছে তাদের বাবা-মায়ের প্রাণ ৷ এ কথা জানালেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ৷ কোভিডের কারণে যারা অনাথ হয়েছে, সেই শিশুদের সাহায্য করতে ও যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি ৷

মঙ্গলবার টুইটে তিনি জানিয়েছেন, "কোভিডে বাবা-মাকে হারানো সব গরিব বাচ্চাকে সাহায্য করতে ও সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 1 এপ্রিল থেকে আজ দুপুর 2টো পর্যন্ত দেশজুড়ে 577 জন শিশু অনাথ হয়েছে, যাদের বাবা-মা কোভিড 19-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷"

আরও পড়ুন: লাইভ : ঘূর্ণিঝড় প্রাণ কাড়ল দুজনের, চলছে ঝড়ের তাণ্ডব

তবে এই শিশুরা জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্মৃতি ইরানি ৷ সূত্রের খবর, প্রয়োজন হলে এই শিশুদের কাউন্সেলিঙের জন্যও তৈরি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসায়ান্সেস ৷ এই শিশুদের সুরক্ষিত নিশ্চিত করার জন্য তহবিলের কোনও অভাব নেই বলে তারা জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.