লখনউ, 30 ডিসেম্বর: কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে গোটা বিশ্বে । আর এর মাঝেই সম্প্রতি ব্রিটেন থেকে যাঁরা উত্তরপ্রদেশে ফিরেছিলেন তাঁদের মধ্যে 565 জনকে এখনও চিহ্নিত করা যায়নি । এদিকে ব্রিটেন ফেরত এক শিশুর শরীরে কোভিড-19 ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। তবে ওই শিশু কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তা এখনও জানা যায়নি।
কিন্তু এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ উত্তরপ্রদেশ সরকার । তাই ইতিমধ্যেই 10 জনের নমুনা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে । সম্প্রতি যাঁরা ব্রিটেন থেকে ফিরেছেন ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে । এখনও পর্যন্ত 1 হাজার 90 জনকে চিহ্নিত করা গিয়েছে বলে খবর । তবে সন্ধান মেলেনি বাকি 565 জনের । তাঁদের খোঁজ চলছে। ফলে উত্তরপ্রদেশের সরকারি আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
8 ডিসেম্বরের পর ব্রিটেন থেকে লখনউয়ে ফিরেছেন 138 জন। তাঁদের মধ্যে 117 জনের পরীক্ষা হয়েছে। 114 জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনজনের রিপোর্ট আসেনি। তবে বাকি 11 জনের হদিশ নেই। তাঁদের সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর । উত্তরপ্রদেশে ব্রিটেন ফেরত 10 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত। এটা কোরোনার নতুন স্ট্রেন কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কোভিডের নতুন স্ট্রেনে ভয় না পেয়ে সতর্ক হতে বলছেন চিকিৎসকরা
উত্তরপ্রদেশের প্রধান স্বাস্থ্য সচিব জানিয়েছেন, তাঁরা মিরাট, গাজিয়াবাদ, গৌতমবুদ্ধ নগর ও বরেলির বাসিন্দা। প্রত্যেককে কোয়ারানটিনে রাখা হয়েছে। স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে সতর্ক। এদিকে উত্তরপ্রদেশে কোরোনা ভাইরাস থেকে সেরে ওঠার হার 96 শতাংশ। রাজ্যের প্রয়াগরাজ, বারাণসী ও লখনউতে কোভিড আক্রান্তের সংখ্যা বেশি।