কলকাতা, 13 অগস্ট: জল দূষণ, দীর্ঘস্থায়ী খরা, জলবাহিত রোগ এবং আরও অনেক কিছু ৷ জল বিষয়ক বহু সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় ভারতকে ৷ পানযোগ্য জলের খোঁজ পাওয়ার জন্য রোজ কয়েক কিলোমিটার পাড়ি দেন অনেকে ৷ রিপোর্ট বলছে, ভারতে 21% সংক্রামক রোগ দূষিত জলের কারণেই হয় ৷ দেশের 75% নদী, জলাশয় এতটাই দূষিত যে সেগুলি স্নানের জন্যও ব্যবহার করা উচিত নয় ।
যখন দেশের অনেকেই জলের ঘাটতির সঙ্গে লড়াই করছে, তখন দেশে অনেকেই আছেন যারা জল সংরক্ষণের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন । যাদের স্বচ্ছন্দে 'জলযোদ্ধা' বলে দাগিয়ে দেওয়া যায় ৷
![Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16095715_amla-ruia.jpg)
- আমলা রুইয়া মুম্বইয়ের একজন সমাজকর্মী ৷ জলসংগ্রহের আধুনিক কৌশল ব্যবহার করে এবং চেক ড্যাম তৈরি করে রাজস্থানের 100টিরও বেশি গ্রামে অনেকের জীবনেই পরিবর্তন এনেছেন তিনি । রাজস্থানের খরা কবলিত অঞ্চলে জল সংরক্ষণের জন্য স্থায়ী সমাধান তৈরির লক্ষ্যে, তিনি আকার চ্যারিটেবল ট্রাস্ট (Aakar Charitable Trust) প্রতিষ্ঠা করেন। এখনও পর্যন্ত ওই ট্রাস্ট রাজস্থানের 100টি গ্রামে 200টি চেক ড্যাম নির্মাণে সাহায্য করেছে ।
![Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16095715_abid.jpg)
- আবিদ সুরতি ড্রপ ডেড ফাউন্ডেশন নামে একটি এনজিও চালান ৷ 80 বছরের এই স্বেচ্ছাসেবক 2007 সালে, আবিদ মিরা রোডের 1666টি বাড়ি পরিদর্শন করেন ৷ 414টি ট্যাপ বিনামূল্যে ঠিক করে প্রায় 4.14 লক্ষ লিটার জল সংরক্ষণ করেছিলেন । তার কাজ দেশের বহু মানুষকে জল সংরক্ষণে অনুপ্রাণিত করেছে।
![Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16095715_ayyappa-masagi.jpeg)
- আয়াপ্পা মাসাগি বৃষ্টির জল সংগ্রহ এবং জল সংরক্ষণ করে হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছেন । কর্নাটকের এই বাসিন্দা গদাগের একটি গ্রামে ছ'একর জমি কিনেছিলেন ৷ সেখানে তিনি রাবার এবং কফি চাষ শুরু করেন ৷ এখনও পর্যন্ত তিনি 11টি রাজ্য জুড়ে হাজার হাজার সংরক্ষণ প্রকল্প তৈরি করেছেন ৷ দেশে 600 টিরও বেশি হ্রদ তৈরি করেছেন তিনি ।
![Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16095715_rajendrasingh.jpg)
- রাজেন্দ্র সিং, 'দ্য ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া' ৷ গ্রামীণ ভারতে জল সংরক্ষণের প্রচেষ্টার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন । 1959 সালে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য রাজস্থানে পৌঁছেছিলেন তিনি ৷ সেখানে পা দিয়েই বুঝতে পেরেছিলেন, সেখানকার মানুষের স্বাস্থ্যের যত্নের চেয়ে বেশি জলের প্রয়োজন । তাই তিনি গ্রামবাসীদের সঙ্গে জোহাদ নামের মাটির বাঁধ নির্মাণের কাজ শুরু করেন । আজ, প্রায় 20 বছর পরে প্রায় 8,600টি জোহাদ স্থাপন করেছেন তিনি ৷ যা রাজস্থান জুড়ে 1,000টিরও বেশি গ্রামে জল সরবরাহ করে ।
![Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16095715_shirishapte.jpg)
- মালগুজাররা প্রায় দুই শতক আগে পূর্ব বিদর্ভের জমিদার ছিল ৷ জল সংগ্রহের জন্য বেশ কয়েকটি ট্যাঙ্ক তৈরি করেছিল তারা ৷ 1950 সালের আগে নির্মিত এই ট্যাঙ্কগুলি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে রাজ্য সরকার নেয় এবং যাঁরা ট্যাঙ্ক ব্যবহার করত তাঁদের কাছ থেকে জল কর আদায় শুরু করে । মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার মাইনর ইরিগেশন ডিভিশনের একজন নির্বাহী প্রকৌশলী শিরীষ আপ্তে 2008 সাল থেকে দু'বছরের মধ্যে বেশ কয়েকটি ট্যাঙ্ক পুনরুদ্ধার করেন ।