ETV Bharat / bharat

Road Accident in Tamil Nadu: কাঞ্চিপুরমে পথ দুর্ঘটনায় 3 শিশু-সহ মৃত 5, আহত এক

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোহা বোঝাই ট্রাকে ধাক্কা প্রাইভেট গাড়ির ৷ শনিবার রাতের এই ঘটনায় 3 শিশু-সহ 5 জনের মৃত্যু হয়েছে ৷ চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কে গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটেছিল বলে জানা গিয়েছে ৷

Road Accident in Tamil Nadu ETV BHARTA
Road Accident in Tamil Nadu
author img

By

Published : Jun 4, 2023, 9:45 PM IST

কাঞ্চিপুরম (তামিলনাড়ু), 4 জুন: তামিলনাড়ুর কাঞ্চিপুরমে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 5 সদস্যের ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন আরও একজন ৷ চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কে গাড়ির টায়ার ফেটে যাওয়ার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোহা বোঝাই ট্রাকে ধাক্কা মারে ৷ তার জেরেই দুর্ঘটনা। শনিবার রাতের এই ঘটনায় মৃতদের মধ্যে 3 শিশু এবং এক মহিলা রয়েছেন ৷ মৃতরা সকলে তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ের বাসিন্দা ৷ তাঁরা চেন্নাই থেকে তিরুভান্নামালাই ফিরছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, তিরুভান্নামালাইয়ের বাসিন্দা রামজায়ম তাঁর তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে গত 2 জুন শুক্রবার চেন্নাই গিয়েছিলেন ৷ সেখানে রামজায়মের শ্বশুরবাড়ি ৷ সঙ্গে তাঁর তুতোভাই রাজেশও ছিলেন ৷ শনিবার রাতে তাঁরা সকলে চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়ক ধরে গাড়িতে করে তিরুভান্নামালাই ফিরছিলেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কাঞ্চিপুরমে জাতীয় সড়কের উপরে গাড়ির টায়ার ফেটে যায় ৷ ফাঁকা রাস্তায় গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে গাড়িটি ৷

জানা গিয়েছে, ঘটনাস্থলেই রামজায়মের স্ত্রী রতিনা, ভাই রাজেশ এবং 2 সন্তান বছর পাঁচেকের রাজালক্ষ্মী এবং আড়াই বছরের তেজা শ্রী-সহ চার জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ গাড়িতে 3 মাসের পুত্রসন্তানকে নিয়ে গুরুতর আহত অবস্থায় আটকে ছিলেন রামজায়ম ৷ পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ৷ কিন্তু, সেখানে 3 মাসের শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ রামজায়ম হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন: গুয়াহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু 7 ইঞ্জিনিয়ারিং ছাত্রের

বাকিদের দেহ উদ্ধার করে কাঞ্চিপুরম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনার পর রামজায়মের পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়েছে ৷ ময়নাতদন্তের পর রতিনা, রাজেশ-সহ বাকিদের দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় পুলিশ একটি মামলারুজু করে তদন্ত শুরু করেছে ৷

কাঞ্চিপুরম (তামিলনাড়ু), 4 জুন: তামিলনাড়ুর কাঞ্চিপুরমে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 5 সদস্যের ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন আরও একজন ৷ চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কে গাড়ির টায়ার ফেটে যাওয়ার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোহা বোঝাই ট্রাকে ধাক্কা মারে ৷ তার জেরেই দুর্ঘটনা। শনিবার রাতের এই ঘটনায় মৃতদের মধ্যে 3 শিশু এবং এক মহিলা রয়েছেন ৷ মৃতরা সকলে তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ের বাসিন্দা ৷ তাঁরা চেন্নাই থেকে তিরুভান্নামালাই ফিরছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, তিরুভান্নামালাইয়ের বাসিন্দা রামজায়ম তাঁর তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে গত 2 জুন শুক্রবার চেন্নাই গিয়েছিলেন ৷ সেখানে রামজায়মের শ্বশুরবাড়ি ৷ সঙ্গে তাঁর তুতোভাই রাজেশও ছিলেন ৷ শনিবার রাতে তাঁরা সকলে চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়ক ধরে গাড়িতে করে তিরুভান্নামালাই ফিরছিলেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কাঞ্চিপুরমে জাতীয় সড়কের উপরে গাড়ির টায়ার ফেটে যায় ৷ ফাঁকা রাস্তায় গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে গাড়িটি ৷

জানা গিয়েছে, ঘটনাস্থলেই রামজায়মের স্ত্রী রতিনা, ভাই রাজেশ এবং 2 সন্তান বছর পাঁচেকের রাজালক্ষ্মী এবং আড়াই বছরের তেজা শ্রী-সহ চার জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ গাড়িতে 3 মাসের পুত্রসন্তানকে নিয়ে গুরুতর আহত অবস্থায় আটকে ছিলেন রামজায়ম ৷ পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ৷ কিন্তু, সেখানে 3 মাসের শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ রামজায়ম হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন: গুয়াহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু 7 ইঞ্জিনিয়ারিং ছাত্রের

বাকিদের দেহ উদ্ধার করে কাঞ্চিপুরম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনার পর রামজায়মের পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়েছে ৷ ময়নাতদন্তের পর রতিনা, রাজেশ-সহ বাকিদের দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় পুলিশ একটি মামলারুজু করে তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.