ETV Bharat / bharat

পুলিশের সঙ্গে সংঘর্ষে গড়চিরোলিতে খতম 5 মাওবাদী

পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম 5 সন্দেহভাজন মাওবাদী ৷ আজ গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্রের গড়চিরোলির খবরা-মেন্ধা জঙ্গলে হানা দেয় কুরখেদা পুলিশের 60 ব্যাটেলিয়নের কমান্ডো ৷

5-naxals-killed-in-an-encounter-with-security-forces-in-khobra-mendha-forest-area-of-kurkheda-in-gadchiroli
পুলিশের সঙ্গে সংঘর্ষে গড়চিরোলিতে খতম 5 মাওবাদী
author img

By

Published : Mar 29, 2021, 5:09 PM IST

Updated : Mar 29, 2021, 5:50 PM IST

গড়চিরোলি (মহারাষ্ট্র), 29 মার্চ : পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম 5 সন্দেহভাজন মাওবাদী ৷ আজ গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্রের গড়চিরোলির খোবরা-মেন্ধা জঙ্গলে হানা দেয় কুরখেদা পুলিশ ৷ 5 মাওবাদীর মধ্যে 2 জন মহিলাও রয়েছেন বলে জানিয়েছেন গড়চিরোলি রেঞ্জের ডেপুটি ইনসপেক্টর জেনারেল ৷ মোট দু’টি এনকাউন্টার হয়েছে পুলিশের কমান্ডো বাহিনীর সঙ্গে ৷ যার প্রথমটি শনিবার সকালে এবং আজ সোমবার ফের মাওবাদীদের সঙ্গে কমান্ডো বাহিনীর এনকাউন্টার হয় ৷

আজ সকালে সূত্র মারফত খবর পেয়ে গড়চিরোলি পুলিশের কমান্ডো বাহিনী খোবরা-মেন্ধার জঙ্গলে তল্লাশি অভিযানে যায় ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ জঙ্গলের মধ্যে আচমকতাই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ পুলিশের অনুমান অন্তত 25 জন মাওবাদী সেখানে ছিল ৷ তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বাহিনীকে লক্ষ্য করে ৷ এর পরেই জবাবে পাল্টা গুলি চালায় পুলিশের 60 নম্বর কমান্ডো বাহিনী ৷ আর তাতেই 5 মাওবাদীকে খতম করতে সক্ষম হয় পুলিশ ৷ জানা গিয়েছে, নিহত 5 মাওবাদীর মধ্যে 2 মহিলা রয়েছে ৷ ওই এলাকায় কমান্ডো এখনও তল্লাশি চালাচ্ছে ৷ বেশ কয়েকজন মাওবাদী আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে ছিল ৷ তাদের খোঁজেই মূলত তল্লাশি অভিযান জারি রয়েছে ৷

আরও পড়ুন :ছত্তিশগড়ে নাশকতার ছক বানচাল, বিজাপুরে উদ্ধার 4 কেজি IED

প্রসঙ্গত, গত শনিবার বিশেষ সূত্র মারফত খবর পেয়ে, খোবরা-মেন্ধার জঙ্গলে অভিযান চালায় কোবরা বাহিনীর 60 নম্বর ব্যাটেলিয়ন ৷ সেখানে একদল মাওবাদী আস্তানা তৈরি করেছিল ৷ তাদের সঙ্গে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ছিল বলে জানতে পারে পুলিশ ৷ সেখানে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে কমান্ডোদের সঙ্গে গুলির লড়াই চলে মাওবাদীদের ৷ শেষে কমান্ডোদের সঙ্গে না পেরে গভীর জঙ্গলে পালিয়ে যায় মাওবাদীরা ৷ শনিবারের সেই অভিযানে 3টি প্রেসার কুকার বোমা, 303টি রাইফেলের ম্যাগাজ়িন, কার্তুজ, বৈদ্যুতিন তারের বান্ডিল, বোমা, সোলার প্লেট সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করে বাহিনী ৷

গড়চিরোলি (মহারাষ্ট্র), 29 মার্চ : পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম 5 সন্দেহভাজন মাওবাদী ৷ আজ গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্রের গড়চিরোলির খোবরা-মেন্ধা জঙ্গলে হানা দেয় কুরখেদা পুলিশ ৷ 5 মাওবাদীর মধ্যে 2 জন মহিলাও রয়েছেন বলে জানিয়েছেন গড়চিরোলি রেঞ্জের ডেপুটি ইনসপেক্টর জেনারেল ৷ মোট দু’টি এনকাউন্টার হয়েছে পুলিশের কমান্ডো বাহিনীর সঙ্গে ৷ যার প্রথমটি শনিবার সকালে এবং আজ সোমবার ফের মাওবাদীদের সঙ্গে কমান্ডো বাহিনীর এনকাউন্টার হয় ৷

আজ সকালে সূত্র মারফত খবর পেয়ে গড়চিরোলি পুলিশের কমান্ডো বাহিনী খোবরা-মেন্ধার জঙ্গলে তল্লাশি অভিযানে যায় ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ জঙ্গলের মধ্যে আচমকতাই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ পুলিশের অনুমান অন্তত 25 জন মাওবাদী সেখানে ছিল ৷ তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বাহিনীকে লক্ষ্য করে ৷ এর পরেই জবাবে পাল্টা গুলি চালায় পুলিশের 60 নম্বর কমান্ডো বাহিনী ৷ আর তাতেই 5 মাওবাদীকে খতম করতে সক্ষম হয় পুলিশ ৷ জানা গিয়েছে, নিহত 5 মাওবাদীর মধ্যে 2 মহিলা রয়েছে ৷ ওই এলাকায় কমান্ডো এখনও তল্লাশি চালাচ্ছে ৷ বেশ কয়েকজন মাওবাদী আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে ছিল ৷ তাদের খোঁজেই মূলত তল্লাশি অভিযান জারি রয়েছে ৷

আরও পড়ুন :ছত্তিশগড়ে নাশকতার ছক বানচাল, বিজাপুরে উদ্ধার 4 কেজি IED

প্রসঙ্গত, গত শনিবার বিশেষ সূত্র মারফত খবর পেয়ে, খোবরা-মেন্ধার জঙ্গলে অভিযান চালায় কোবরা বাহিনীর 60 নম্বর ব্যাটেলিয়ন ৷ সেখানে একদল মাওবাদী আস্তানা তৈরি করেছিল ৷ তাদের সঙ্গে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ছিল বলে জানতে পারে পুলিশ ৷ সেখানে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে কমান্ডোদের সঙ্গে গুলির লড়াই চলে মাওবাদীদের ৷ শেষে কমান্ডোদের সঙ্গে না পেরে গভীর জঙ্গলে পালিয়ে যায় মাওবাদীরা ৷ শনিবারের সেই অভিযানে 3টি প্রেসার কুকার বোমা, 303টি রাইফেলের ম্যাগাজ়িন, কার্তুজ, বৈদ্যুতিন তারের বান্ডিল, বোমা, সোলার প্লেট সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করে বাহিনী ৷

Last Updated : Mar 29, 2021, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.