ETV Bharat / bharat

Meghalaya BJP Brothel: মেঘালয়ে বিজেপি নেতার খামারবাড়িই পতিতাপল্লি! উদ্ধার 5 শিশু

তিনি বিজেপি নেতা তথা রাজ্য গেরুয়া শিবিরের সহ-সভাপতি ৷ শনিবার পুলিশ বার্নার্ড এন মারাকের একটি খামারবাড়িতে তল্লাশি চালায় ৷ সেখান থেকে মদ, কন্ডোমের মতো জিনিস উদ্ধার করেছে পুলিশ ৷ অভিযোগ অস্বীকার করেছেন নেতা (Meghalaya BJP Brothel) ৷

author img

By

Published : Jul 24, 2022, 2:17 PM IST

Meghalaya Brothel BJP News
মেঘালয়ের পতিতাপল্লি

শিলং, 24 জুলাই: পাঁচটি বাচ্চাকে উদ্ধার করা হল বিজেপি নেতার পৃষ্ঠপোষকতায় চলা একটি পতিতালয় থেকে ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার 73 জনকে গ্রেফতার করা হয়েছে মেঘালয় থেকে ৷ টুরায় নিজের খামারবাড়িতে পতিতাপল্লিটি চালাতেন বিজেপির রাজ্য সহ-সভাপতি বার্নার্ড এন মারাক, জানিয়েছে পুলিশ ৷ যদিও অভিযুক্ত বিজেপি নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ এনপিপি নেতা মুখ্যমন্ত্রী কনরার্ড কে সাংমা প্রতিহিংসার রাজনীতি করছেন বলে পালটা অভিযোগ তুলেছেন গেরুয়া নেতা ৷ স্বভাবতই অস্বস্তিতে গেরুয়া শিবির (5 children rescued, 73 held as Meghalaya brothel run by BJP leader raided) ৷

পশ্চিম গাড়ো হিলস জেলার রিম্পু বাগান খামার বাড়িতে আট ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ৷ এর মালিক জঙ্গি-টার্নড-নেতা মারাক ওরফে রিম্পু ৷ গাড়ো হিলস জেলার পুলিশ প্রধান বিবেকানন্দ সিং জানান, পুলিশ 5 জন বাচ্চাকে উদ্ধার করেছে ৷ এর মধ্যে 4 জন ছেলে এবং একটি মেয়ে ৷ 30 টি ঘরওলা ওই খামার বাড়ির একটি নোংরা স্যাঁতস্যাঁতে ঘরে ভিতর থেকে বন্ধ করে রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: স্কুলে যৌন নির্যাতনের শিকার খুদে পড়ুয়া, শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

বহু তরুণ-তরুণী খোলা জায়গায় প্রকাশ্যে মদ পান করছে ৷ কোথাও কোথাও ঘরে, গাড়ির মধ্যেও কম জামাকাপড় পরে অথবা নগ্ন অবস্থায় ছিল তারা ৷ পুলিশের দল 68 জন তরুণ-তরুণীকে আটক করেছে, একটি বিবৃতিতে জানিয়েছে পুলিশ ৷ অনেকে অবশ্য অন্ধকারে পালিয়ে গিয়েছে ৷ পুলিশ ম্যানেজার, কেয়ারটেকার এবং অন্য 3জন কর্মীকেও গ্রেফতার করেছে ৷ বাজেয়াপ্ত হয়েছে 36টি গাড়ি, 47টি মোবাইল ফোন, 1 লক্ষ 68 হাজার 268 মিলিলিটার মদ, 500 অব্যবহৃত কন্ডোম এবং আরও সব নিষিদ্ধ জিনিসপত্র ৷ এসব থেকেই স্পষ্ট যে ওই রিম্পু বাগান কমপ্লেক্স এলাকাটি মারাকের৷ জায়গাটি বেশ্যাবৃত্তির জন্য 'পতিতালয়' হিসেবে কাজে লাগানো হত, বিবৃতিতে জানিয়েছে পুলিশ ৷

এই ঘটনার পর গাড়ো ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর (Garo Tribal Autonomous District Council, GTADC) নির্বাচিত সদস্য মারাক মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন ৷ তাঁর দাবি, "মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন ৷ তিনি জানেন যে দক্ষিণ টুরার আসনটি বিজেপির কাছে হারবেন ৷ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য খামারবাড়িতে তল্লাশি চালানো হয়েছে৷ এটা রাজনৈতিক প্রতিহিংসা ৷" গ্রেফতারি এড়াতে শনিবার রাত থেকে তিনি বেপাত্তা ৷

আরও পড়ুন: শিশুর উপর যৌন নির্যাতন, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড

শিলং, 24 জুলাই: পাঁচটি বাচ্চাকে উদ্ধার করা হল বিজেপি নেতার পৃষ্ঠপোষকতায় চলা একটি পতিতালয় থেকে ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার 73 জনকে গ্রেফতার করা হয়েছে মেঘালয় থেকে ৷ টুরায় নিজের খামারবাড়িতে পতিতাপল্লিটি চালাতেন বিজেপির রাজ্য সহ-সভাপতি বার্নার্ড এন মারাক, জানিয়েছে পুলিশ ৷ যদিও অভিযুক্ত বিজেপি নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ এনপিপি নেতা মুখ্যমন্ত্রী কনরার্ড কে সাংমা প্রতিহিংসার রাজনীতি করছেন বলে পালটা অভিযোগ তুলেছেন গেরুয়া নেতা ৷ স্বভাবতই অস্বস্তিতে গেরুয়া শিবির (5 children rescued, 73 held as Meghalaya brothel run by BJP leader raided) ৷

পশ্চিম গাড়ো হিলস জেলার রিম্পু বাগান খামার বাড়িতে আট ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ৷ এর মালিক জঙ্গি-টার্নড-নেতা মারাক ওরফে রিম্পু ৷ গাড়ো হিলস জেলার পুলিশ প্রধান বিবেকানন্দ সিং জানান, পুলিশ 5 জন বাচ্চাকে উদ্ধার করেছে ৷ এর মধ্যে 4 জন ছেলে এবং একটি মেয়ে ৷ 30 টি ঘরওলা ওই খামার বাড়ির একটি নোংরা স্যাঁতস্যাঁতে ঘরে ভিতর থেকে বন্ধ করে রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: স্কুলে যৌন নির্যাতনের শিকার খুদে পড়ুয়া, শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

বহু তরুণ-তরুণী খোলা জায়গায় প্রকাশ্যে মদ পান করছে ৷ কোথাও কোথাও ঘরে, গাড়ির মধ্যেও কম জামাকাপড় পরে অথবা নগ্ন অবস্থায় ছিল তারা ৷ পুলিশের দল 68 জন তরুণ-তরুণীকে আটক করেছে, একটি বিবৃতিতে জানিয়েছে পুলিশ ৷ অনেকে অবশ্য অন্ধকারে পালিয়ে গিয়েছে ৷ পুলিশ ম্যানেজার, কেয়ারটেকার এবং অন্য 3জন কর্মীকেও গ্রেফতার করেছে ৷ বাজেয়াপ্ত হয়েছে 36টি গাড়ি, 47টি মোবাইল ফোন, 1 লক্ষ 68 হাজার 268 মিলিলিটার মদ, 500 অব্যবহৃত কন্ডোম এবং আরও সব নিষিদ্ধ জিনিসপত্র ৷ এসব থেকেই স্পষ্ট যে ওই রিম্পু বাগান কমপ্লেক্স এলাকাটি মারাকের৷ জায়গাটি বেশ্যাবৃত্তির জন্য 'পতিতালয়' হিসেবে কাজে লাগানো হত, বিবৃতিতে জানিয়েছে পুলিশ ৷

এই ঘটনার পর গাড়ো ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর (Garo Tribal Autonomous District Council, GTADC) নির্বাচিত সদস্য মারাক মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন ৷ তাঁর দাবি, "মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন ৷ তিনি জানেন যে দক্ষিণ টুরার আসনটি বিজেপির কাছে হারবেন ৷ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য খামারবাড়িতে তল্লাশি চালানো হয়েছে৷ এটা রাজনৈতিক প্রতিহিংসা ৷" গ্রেফতারি এড়াতে শনিবার রাত থেকে তিনি বেপাত্তা ৷

আরও পড়ুন: শিশুর উপর যৌন নির্যাতন, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.