ETV Bharat / bharat

Children Died by Drowning: পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু 5 শিশুর

author img

By

Published : Aug 3, 2022, 5:34 PM IST

Updated : Aug 3, 2022, 6:34 PM IST

গুজরাতের সুরেন্দ্রনগরে জলে ডুবে মারা গেল পাঁচ শিশু ৷ ডুবুরির সাহায্যে শুরু হয়েছে উদ্ধারকাজ(Children died by Drowning)৷

died by Drowning
স্নান করতে নেমে ডুবে মৃত্যু 5 শিশুর

সুরেন্দ্রনগর(গুজরাত), 3 অগস্ট: পুকুরের জলে ডুবে মৃত্যু হল 5 শিশুর ৷ বুধবার ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরেন্দ্রনগরের মেথান গ্রাম এলাকায়(5 children died due to drowning in pond at Surendranagar gujrat)৷ মেথান ও সারওয়াল গ্রামের মধ্যবর্তী এলাকায় তৈরি একটি পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় ওই 5 শিশু ৷ এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে ডুবুরি নিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন ৷ একসঙ্গে 5 শিশুর মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

নিহত শিশুরা সকলেই কৃষক পরিবারের সন্তান ৷ সকলেরই বয়স চার থেকে দশ বছরের মধ্যে ৷ সকলেই গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পুকুরটিতে স্নানের জন্য গিয়েছিল ৷ পুকুরটি গ্রামের বাইরে থাকায় আর তাদের বাবা-মায়েরা সবাই মাঠে চাষের কাজে ব্যস্ত থাকায় বিষয়টি কারোর চোখে পড়েনি ৷ যখন তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন তখন একটি মেয়ের দেহ ভাসতে দেখা যায় বলে জানান পুলিশ অফিসার টি বি হিরানি ৷ এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

সুরেন্দ্রনগর(গুজরাত), 3 অগস্ট: পুকুরের জলে ডুবে মৃত্যু হল 5 শিশুর ৷ বুধবার ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরেন্দ্রনগরের মেথান গ্রাম এলাকায়(5 children died due to drowning in pond at Surendranagar gujrat)৷ মেথান ও সারওয়াল গ্রামের মধ্যবর্তী এলাকায় তৈরি একটি পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় ওই 5 শিশু ৷ এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে ডুবুরি নিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন ৷ একসঙ্গে 5 শিশুর মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

নিহত শিশুরা সকলেই কৃষক পরিবারের সন্তান ৷ সকলেরই বয়স চার থেকে দশ বছরের মধ্যে ৷ সকলেই গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পুকুরটিতে স্নানের জন্য গিয়েছিল ৷ পুকুরটি গ্রামের বাইরে থাকায় আর তাদের বাবা-মায়েরা সবাই মাঠে চাষের কাজে ব্যস্ত থাকায় বিষয়টি কারোর চোখে পড়েনি ৷ যখন তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন তখন একটি মেয়ের দেহ ভাসতে দেখা যায় বলে জানান পুলিশ অফিসার টি বি হিরানি ৷ এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু তিন বোনের

Last Updated : Aug 3, 2022, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.