ETV Bharat / bharat

নজরে আকাশ, 499 কোটি টাকার চুক্তি প্রতিরক্ষা মন্ত্রকের

প্রতিরক্ষা মন্ত্রক আর ভারত ডায়নামিক্সের মধ্যে 499 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হল ৷ ভারত ডায়নামিক্স ভারতীয় সেনা ও বায়ু সেনার জন্য "আকাশ" নামক ক্ষেপণাস্ত্র তৈরি করে সরবরাহ করবে ৷

ক্ষেপণাস্ত্র আকাশ
ক্ষেপণাস্ত্র আকাশ
author img

By

Published : Jul 9, 2021, 11:18 AM IST

নয়া দিল্লি, 9 জুলাই : প্রতিরক্ষা মন্ত্রকের জন্য (Ministry of Defence) 'আকাশ' ক্ষেপণাস্ত্র (Akash missile) তৈরি করবে ভারত ডায়নামিক্স লিমিটেড (Bharat Dynamics Limited, BDL) ৷ এই মর্মে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে 499 কোটি টাকার একটি চুক্তিতে সই করেছে ভারত ডায়নামিক্স ৷

দেশের ইনটিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (Integrated Guided Missile Development Programme, IGMDP)-র অধীনে একটি গুরুত্বপূর্ণ সংস্থা বিডিএল (BDL) ৷ সেনা (Indian Army) ও বায়ু সেনা (Indian Air Force, IAF) উভয়ের জন্য আইজিএমডিপি-র প্রজেক্টে অন্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে 'আকাশ' তৈরি করেছে বিডিএল ৷ এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন অনুষ্ঠানে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করে দেখা হয়েছে ৷ এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে আকাশকে অন্যতম ভাল ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ৷

এই চুক্তি সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার নয়াদিল্লিতে "আকাশ" ক্ষেপণাস্ত্র তৈরি ও সরবরাহ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেন এয়ার কম্যাডোর (Air Commodore) অজয় সিঙ্ঘল (Ajay Singhal), ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) তরফে এয়ার কম্যাডোর (Air Commodore) "গাইডেড উইপনস মেইনটেন্যান্স" (Guided Weapons Maintenance) এবং বিডিএল-এর তরফে কম্যাডোর (Commodore) টি এন কাউল (T N Kaul), অবসরপ্রাপ্ত (Retd), মার্কেটিংয়ের এগজিকিউটিভ ডিরেক্টর (Executive Director, Marketing), রাধাকৃষ্ণা, প্রোডাকশনের ডিরেকটর, (Director Production) ৷

ক্ষেপণাস্ত্র আকাশ
বাড়তি নজর প্রতিরক্ষায়, 499 কোটি টাকার চুক্তি ভারত ডায়নামিক্সের সঙ্গে

আরও পড়ুন : ভারতে কাজ করতে গেলে দেশের নিয়ম মানতে হবে : অশ্বিনী

বিডিএল-এর সিএমডি (CMD) কম্যাডোর (Commodore) সিদ্ধার্থ মিশ্র (অবসরপ্রাপ্ত) জানিয়েছেন, বিডিএল আকাশ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারতীয় সেনা আর ভারতীয় বায়ু সেনাকে ৷ আকাশের অন্যান্য অস্ত্র (Akash Weapons System)-কে রফতানির ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ বিদেশে কীভাবে এই ক্ষেপণাস্ত্র রফতানি করা যায়, তার সব রকম উপায় খতিয়ে দেখছে সংস্থা ৷ ইতিমধ্যে বেশ কিছু দেশ থেকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে উৎসাহ প্রকাশ করে রফতানির কথা জানিয়েছে ৷ এই সংস্থাটির পরিকাঠামো খুবই উন্নত ৷ এই অর্ডারের চাহিদা মেটানোর দক্ষ লোকজন রয়েছেন, সময়মতো ক্রেতার কাছে ক্ষেপণাস্ত্র পৌঁছে দিতে পারবেন তাঁরা ৷

বিডিএল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (Anti-Tank Guided Missile), এয়ার টু এয়ার মিসাইল (Air to Air Missile), এয়ার টু সারফেস উইপনস (Air to Surface Weapons), লঞ্চারস (Launchers), টেস্ট ইকুইপমেন্ট (Test Equipment), আন্ডারওয়াটার উইপনস (Underwater Weapons) এবং কাউন্টার মেজার সিস্টেম (Counter Measure System) তৈরি করে ৷

2020-21 অর্থবর্ষে এই কোম্পানি 2 হাজার 803 কোটি টাকার (ট্যাক্স-সহ) নতুন অর্ডার পেয়েছে ৷ এর মধ্যে "অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল" (Anti Tank Guided Missiles)-এর জন্য 1820 কোটি টাকা আর "সারফেস টু এয়ার মিসাইল" (Surface to Air Missile)-এর জন্য 793 কোটি টাকার অর্ডার পেয়েছে তারা ৷ আকাশের সরবরাহ মিলিয়ে অর্ডারের মোট অর্থের পরিমাণ হল 8683 কোটি টাকা ৷

নয়া দিল্লি, 9 জুলাই : প্রতিরক্ষা মন্ত্রকের জন্য (Ministry of Defence) 'আকাশ' ক্ষেপণাস্ত্র (Akash missile) তৈরি করবে ভারত ডায়নামিক্স লিমিটেড (Bharat Dynamics Limited, BDL) ৷ এই মর্মে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে 499 কোটি টাকার একটি চুক্তিতে সই করেছে ভারত ডায়নামিক্স ৷

দেশের ইনটিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (Integrated Guided Missile Development Programme, IGMDP)-র অধীনে একটি গুরুত্বপূর্ণ সংস্থা বিডিএল (BDL) ৷ সেনা (Indian Army) ও বায়ু সেনা (Indian Air Force, IAF) উভয়ের জন্য আইজিএমডিপি-র প্রজেক্টে অন্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে 'আকাশ' তৈরি করেছে বিডিএল ৷ এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন অনুষ্ঠানে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করে দেখা হয়েছে ৷ এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে আকাশকে অন্যতম ভাল ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ৷

এই চুক্তি সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার নয়াদিল্লিতে "আকাশ" ক্ষেপণাস্ত্র তৈরি ও সরবরাহ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেন এয়ার কম্যাডোর (Air Commodore) অজয় সিঙ্ঘল (Ajay Singhal), ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) তরফে এয়ার কম্যাডোর (Air Commodore) "গাইডেড উইপনস মেইনটেন্যান্স" (Guided Weapons Maintenance) এবং বিডিএল-এর তরফে কম্যাডোর (Commodore) টি এন কাউল (T N Kaul), অবসরপ্রাপ্ত (Retd), মার্কেটিংয়ের এগজিকিউটিভ ডিরেক্টর (Executive Director, Marketing), রাধাকৃষ্ণা, প্রোডাকশনের ডিরেকটর, (Director Production) ৷

ক্ষেপণাস্ত্র আকাশ
বাড়তি নজর প্রতিরক্ষায়, 499 কোটি টাকার চুক্তি ভারত ডায়নামিক্সের সঙ্গে

আরও পড়ুন : ভারতে কাজ করতে গেলে দেশের নিয়ম মানতে হবে : অশ্বিনী

বিডিএল-এর সিএমডি (CMD) কম্যাডোর (Commodore) সিদ্ধার্থ মিশ্র (অবসরপ্রাপ্ত) জানিয়েছেন, বিডিএল আকাশ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারতীয় সেনা আর ভারতীয় বায়ু সেনাকে ৷ আকাশের অন্যান্য অস্ত্র (Akash Weapons System)-কে রফতানির ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ বিদেশে কীভাবে এই ক্ষেপণাস্ত্র রফতানি করা যায়, তার সব রকম উপায় খতিয়ে দেখছে সংস্থা ৷ ইতিমধ্যে বেশ কিছু দেশ থেকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে উৎসাহ প্রকাশ করে রফতানির কথা জানিয়েছে ৷ এই সংস্থাটির পরিকাঠামো খুবই উন্নত ৷ এই অর্ডারের চাহিদা মেটানোর দক্ষ লোকজন রয়েছেন, সময়মতো ক্রেতার কাছে ক্ষেপণাস্ত্র পৌঁছে দিতে পারবেন তাঁরা ৷

বিডিএল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (Anti-Tank Guided Missile), এয়ার টু এয়ার মিসাইল (Air to Air Missile), এয়ার টু সারফেস উইপনস (Air to Surface Weapons), লঞ্চারস (Launchers), টেস্ট ইকুইপমেন্ট (Test Equipment), আন্ডারওয়াটার উইপনস (Underwater Weapons) এবং কাউন্টার মেজার সিস্টেম (Counter Measure System) তৈরি করে ৷

2020-21 অর্থবর্ষে এই কোম্পানি 2 হাজার 803 কোটি টাকার (ট্যাক্স-সহ) নতুন অর্ডার পেয়েছে ৷ এর মধ্যে "অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল" (Anti Tank Guided Missiles)-এর জন্য 1820 কোটি টাকা আর "সারফেস টু এয়ার মিসাইল" (Surface to Air Missile)-এর জন্য 793 কোটি টাকার অর্ডার পেয়েছে তারা ৷ আকাশের সরবরাহ মিলিয়ে অর্ডারের মোট অর্থের পরিমাণ হল 8683 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.