নয়া দিল্লি, 12 মে : করোনায় মৃত্যু হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের 44 জনের ৷ এর মধ্যে 19 জন অধ্যাপক ৷ এবং 25 জন নন-টিচিং স্টাফ ৷ এরপরেও এই বিশ্ববিদ্যালয়ে মিলছে নতুন করে সংক্রমণের খবর ৷
আলিগড় মুসলিম ইউনিভার্সিটির তারিখ মনসুর আইসিএমআর (Indian Council for Medical Research, the central government's nodal body in this crisis)-এর কাছে মৃত ব্যক্তিদের দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার অনুরোধ করেন ৷ উপাচার্যের মতে আরও বেশী প্রাণঘাতী করোনার স্ট্রেনে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মী ও অধ্যাপকদের মৃত্যু হয়েছে । সেই কারণেই নমুনা সংগ্রহ করে জেনম সিকুয়েন্সিং-য়ের অনুরোধ জানিয়েছেন তিনি ৷
আইসিএমআর কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলের অনুরোধে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ গবেষণার পরই জানা যাবে কোভিড-19 এর কোনও নতুন ভ্যারিয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ে সংক্রমণ ছড়িয়েছে কিনা ৷
মৃতদের মধ্যে রয়েছেন, হার্ভেস্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মহম্মদ আলি খান (60), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মহম্মদ জামসেদ (55), সাইকোলজি বিভাগের অধ্যাপক শাজিদ আলি খান (63), মিউজিয়াম ডিপার্টমান্টের সভাপতি মদম্মদ ইরফান(62) প্রমুখ ৷
আরও পড়ুন :দেশে প্রথম 2-18 বছরের মধ্যে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক