ETV Bharat / bharat

Parliament Security Staff Test Positive : সংসদ ভবনের নিরাপত্তার বাহিনীর 400 সদস্য করোনা আক্রান্ত - Delhi Records Over 20 Thousand Covid Cases

সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা অন্তত 400 জন নিরাপত্তা বাহিনীর সদস্য করোনা আক্রান্ত হয়েছেন (Parliament Security staff test Covid positive) ৷ গত 6-7 জানুয়ারি, দু’দিনের মধ্যে তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর (Delhi Records Over 20 Thousand Covid Cases) ৷

400 Parliament Security staff test Covid positive
400 Parliament Security staff test Covid positive
author img

By

Published : Jan 9, 2022, 10:26 AM IST

নয়াদিল্লি, 9 জানুয়ারি : 6-7 জানুয়ারির মধ্যে সংসদ ভবনে কর্মরত অন্তত 400 জন নিরাপত্ত বাহিনীর সদস্যের করোনা সংক্রমিত হওয়ার খবর এসেছে (Parliament Security staff test Covid positive) ৷ জাতীয় রাজধানীতে গত 24 ঘণ্টায় 20 হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন (Delhi Records Over 20 Thousand Covid Cases) ৷ যার পরে দিল্লিতে সংক্রমণের হার বেড়ে 19.60 শতাংশ হয়েছে ৷

প্রসঙ্গত, শনিবার স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র মারফত জানানো হয়েছে, ভারতে কোভিডের তৃতীয় ঢেউয়ে করোনা নয়া প্রজাতি ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ এরই মধ্যে গত 6 থেকে 7 জানুয়ারি দু’দিনের মধ্যে দিল্লিতে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা 400 জনের পজিটিভি হওয়ার খবর পাওয়া গেছে (Parliament Security Staff Test Positive) ৷ যা চিন্তা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা দেড় লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ 1 লক্ষ 59 হাজার 632 জন গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৷

আরও পড়ুন : Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ

যার ফলে ভারতে দৈনিত সংক্রমণের হার বেড়ে 10.21 শতাংশ হয়ে গিয়েছে ৷ সপ্তাহের হিসেবে সংক্রমণের হার 5.66 শতাংশ ৷ দেশে গত 24 ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত হয়েছেন 566 জন ৷

নয়াদিল্লি, 9 জানুয়ারি : 6-7 জানুয়ারির মধ্যে সংসদ ভবনে কর্মরত অন্তত 400 জন নিরাপত্ত বাহিনীর সদস্যের করোনা সংক্রমিত হওয়ার খবর এসেছে (Parliament Security staff test Covid positive) ৷ জাতীয় রাজধানীতে গত 24 ঘণ্টায় 20 হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন (Delhi Records Over 20 Thousand Covid Cases) ৷ যার পরে দিল্লিতে সংক্রমণের হার বেড়ে 19.60 শতাংশ হয়েছে ৷

প্রসঙ্গত, শনিবার স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র মারফত জানানো হয়েছে, ভারতে কোভিডের তৃতীয় ঢেউয়ে করোনা নয়া প্রজাতি ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ এরই মধ্যে গত 6 থেকে 7 জানুয়ারি দু’দিনের মধ্যে দিল্লিতে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা 400 জনের পজিটিভি হওয়ার খবর পাওয়া গেছে (Parliament Security Staff Test Positive) ৷ যা চিন্তা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা দেড় লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ 1 লক্ষ 59 হাজার 632 জন গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৷

আরও পড়ুন : Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ

যার ফলে ভারতে দৈনিত সংক্রমণের হার বেড়ে 10.21 শতাংশ হয়ে গিয়েছে ৷ সপ্তাহের হিসেবে সংক্রমণের হার 5.66 শতাংশ ৷ দেশে গত 24 ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত হয়েছেন 566 জন ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.