নয়াদিল্লি, 17 জানুয়ারি: 2024 এর লোকসভা ভোটের আগে বাকি প্রায় 400 দিন ৷ কিন্তু এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নয়াদিল্লিতে বিজেপি'র 2 দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষে মঙ্গলবার দলের নেতা-কর্মীদের একাধিক পরামর্শ দিয়েছেন মোদি ৷ কী করণীয়, কী নয়, তা বাতলে দেওয়ার পাশাপাশি আগামিদিনে দলের লক্ষ্যমাত্রাও কার্যত বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদি (PM Modi at BJP executive meet) ৷
এদিন দলকে মোদির পরামর্শ, সিনেমা নিয়ে বিতর্কের মতো অযাচিত কোনও বিষয়ের মধ্যে না-জড়িয়ে নেতা-কর্মীদের জোর দিতে হবে সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে পৌঁছনোর ৷ 2024 লোকসভা ভোটে রেকর্ড তৈরি করে জিততে আগামিদিনে পদ্ম শিবিরের 'তুরুপের তাস' যে হতে চলেছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক, এদিন তাও বুঝিয়ে দিয়েছেন মোদি ৷ তাঁর বক্তব্যে বিশেষভাবে উঠে এসেছে মুসলিমদের বোহরা ও পসমন্দা সমাজের কথা ৷ শিখদের কথাও বলেছেন তিনি ৷ ভোটের কথা না-ভেবে এদের সকলের জন্য দলকে কাজের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী (message of Narendra Modi to BJP) ৷
আরও পড়ুন: বোমা-গোলাবারুদে সম্পদ নষ্ট না করে আলোচনা চায় পাকিস্তান, বার্তা শরিফের
সূত্রের খবর, লোকসভা ভোটের আর 400 দিন মতো বাকি রয়েছে ৷ এই কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদি দলকে নির্দেশ দিয়েছেন পূর্ণ মনোযোগ দিয়ে সমাজের সকলের জন্য কাজ করার ৷ তাঁর ভাষণে দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও উঠে এসেছে ৷ দলের নেতাদের চার্চে যাওয়ার পরামর্শও এদিন প্রধানমন্ত্রী দিয়েছেন বলে খবর ৷ দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে সাক্ষাতের পরামর্শ ৷ তাঁর কথায় এদিন বারবার উঠে আসে সুফিয়ানা প্রসঙ্গ (message of PM Modi to party leaders) ৷
এদিন বিজেপি'র জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ভারতের ইতিহাসে সর্বৎকৃষ্ট যুগ আসতে চলেছে ৷ তাই দলের লক্ষ্য হওয়া উচিত দেশের উন্নয়ন ও সেবায় মনযোগ দেওয়া ৷ 2047 সাল পর্যন্ত অমৃতকাল পর্বে দলের নেতাদের তাঁদের করণীয় কর্তব্যকালের কথা এদিন মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ নতুন প্রজন্মের কাছে সরকারের সুশাসনের উদাহরণ তুলে ধরার নির্দেশও এদিন তিনি দিয়েছেন ৷