ETV Bharat / bharat

Rajkot Hair Loot Case: সোনা-হিরে নয়, রাজকোটে লুট 40 কেজি চুল ! দাম 2 লাখ

author img

By

Published : May 11, 2023, 6:33 PM IST

রাজকোটে সোনা বা হিরে নয়, লুট হল 40 কেজি চুল ৷ দুই বস্তা চুলের দাম আনুমানিক 2 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷

Rajkot Hair Loot Case
লুট 40 কেজি চুল

রাজকোট, 11 মে: মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসে সোনা, রুপো বা হিরে লুটের ঘটনা ৷ তবে এ বার হল চুল লুট ৷ যার দাম প্রায় 2 লাখ টাকা ৷ রাজকোটে দুই বস্তা চুল লুট হয়েছে বলে জানা গিয়েছে ৷ যার ওজন প্রায় 40 কেজি ৷

রাজকোটের গ্রামীণ এলাকা পিপলিয়া থেকে দুই বস্তা চুল লুট হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয় । এরপরই সেই বিপুল পরিমাণ চুলের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের বাসিন্দা পুষ্পেন্দ্র সিং বাবুসিং বানজারা রাজকোটের রায়া রোড এলাকা থেকে 40 কেজি চুলের দুটি বস্তা নিয়ে মোটরসাইকেলে করে মোরবি যাচ্ছিলেন ৷ রাজকোট থেকে সেই চুল কেনেন তিনি ৷ সেই সময় তিন ব্যক্তি একটি রিকশায় করে এবং দুই ব্যক্তি একটি বাইকে করে এসে পুষ্পেন্দ্র সিংয়ের উপর হামলা চালায় এবং 40 কেজি চুলের দুটি বস্তা লুট করে পালায় বলে অভিযোগ ।

এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হলে, পুলিশ দ্রুত তদন্ত শুরু করে । পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রাজকোটের উপকণ্ঠে পিপলিয়া গ্রাম থেকে লুট করা চুল উদ্ধার করে ৷ অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ । তাঁর কাছ থেকে দুই বস্তা চুল বাজেয়াপ্ত করা হয়েছে । গান্ধিগ্রাম স্টেশনের পুলিশ ইনসপেক্টর এমজি ভাসাভা বলেন যে, এই বিষয়ে রাজকোট গান্ধীগ্রাম পুলিশ 50 জন অভিযুক্তকে আটক করেছে ।

তাঁদের মধ্যে রোহিত ওরফে পীযূষ পরেশভাই ডাভি, লালজি নাগিনভাই চৌহান, রবি ওরফে শিশু হেমন্তভাই চাভদা, রাহুল ওরফে শিশু, তালো রাজুভাই চৌহান এবং পরসোতমভাই হাদাভাই পারমার রয়েছেন ৷ ভাসাভা আরও জানান, লুটের ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের বিভিন্ন দল এই ঘটনার তদন্তে নামে ৷ তাতেই আসে সাফল্য ৷

আরও পড়ুন: ধন্যি মেয়ে ! সংসারের হাল ধরতে কঠিন জীবনসংগ্রামের গল্প শোনালেন দুই মহিলা চালক

রাজকোট, 11 মে: মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসে সোনা, রুপো বা হিরে লুটের ঘটনা ৷ তবে এ বার হল চুল লুট ৷ যার দাম প্রায় 2 লাখ টাকা ৷ রাজকোটে দুই বস্তা চুল লুট হয়েছে বলে জানা গিয়েছে ৷ যার ওজন প্রায় 40 কেজি ৷

রাজকোটের গ্রামীণ এলাকা পিপলিয়া থেকে দুই বস্তা চুল লুট হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয় । এরপরই সেই বিপুল পরিমাণ চুলের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের বাসিন্দা পুষ্পেন্দ্র সিং বাবুসিং বানজারা রাজকোটের রায়া রোড এলাকা থেকে 40 কেজি চুলের দুটি বস্তা নিয়ে মোটরসাইকেলে করে মোরবি যাচ্ছিলেন ৷ রাজকোট থেকে সেই চুল কেনেন তিনি ৷ সেই সময় তিন ব্যক্তি একটি রিকশায় করে এবং দুই ব্যক্তি একটি বাইকে করে এসে পুষ্পেন্দ্র সিংয়ের উপর হামলা চালায় এবং 40 কেজি চুলের দুটি বস্তা লুট করে পালায় বলে অভিযোগ ।

এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হলে, পুলিশ দ্রুত তদন্ত শুরু করে । পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রাজকোটের উপকণ্ঠে পিপলিয়া গ্রাম থেকে লুট করা চুল উদ্ধার করে ৷ অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ । তাঁর কাছ থেকে দুই বস্তা চুল বাজেয়াপ্ত করা হয়েছে । গান্ধিগ্রাম স্টেশনের পুলিশ ইনসপেক্টর এমজি ভাসাভা বলেন যে, এই বিষয়ে রাজকোট গান্ধীগ্রাম পুলিশ 50 জন অভিযুক্তকে আটক করেছে ।

তাঁদের মধ্যে রোহিত ওরফে পীযূষ পরেশভাই ডাভি, লালজি নাগিনভাই চৌহান, রবি ওরফে শিশু হেমন্তভাই চাভদা, রাহুল ওরফে শিশু, তালো রাজুভাই চৌহান এবং পরসোতমভাই হাদাভাই পারমার রয়েছেন ৷ ভাসাভা আরও জানান, লুটের ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের বিভিন্ন দল এই ঘটনার তদন্তে নামে ৷ তাতেই আসে সাফল্য ৷

আরও পড়ুন: ধন্যি মেয়ে ! সংসারের হাল ধরতে কঠিন জীবনসংগ্রামের গল্প শোনালেন দুই মহিলা চালক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.