ETV Bharat / bharat

Earthquake in Sikkim: সিকিমের ইউকসোমে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা 4.3 - সিকিমে ভূমিকম্প

সিকিমের ইউকসোম থেকে উত্তর-পশ্চিমে ভূমিকম্প (Earthquake in Sikkim) অনুভূত হল আজ ভোরে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই কম্পনের তীব্রতা বেশি ছিল না ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.3 ৷

Earthquake in Sikkim ETV BHARAT
Earthquake in Sikkim
author img

By

Published : Feb 13, 2023, 10:26 AM IST

সিকিম, 13 ফেব্রুয়ারি: এবার ভূমিকম্প অনুভূত হল সিকিমে ৷ আজ ভোর 4টে 15 মিনিটে এই কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.3 (4.3 Magnitude Earthquake Feel in Yuksom Sikkim) ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সিকিমের ইউকসোমে 70 কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 27.81 অক্ষাংশ এবং 87.71 দ্রাঘিমাংশে ৷ ভূ-কেন্দ্রের 10 কিলোমিটার গভীরে এর উৎসস্থল বলে জানা গিয়েছে ৷

আজ সকালে আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিম ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভোর 4টে 15 মিনিটে সিকিমের ইউকসোম থেকে উত্ত-পশ্চিমে 70 কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ তবে, এই ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ ঘটনায় সিকিম সরকার এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উৎসস্থল এবং তার আশেপাশের এলাকায় নজরদারি চালাচ্ছে ৷ কোনওরকম ক্ষতি নজরে এলে,. দ্রুত সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

উল্লেখ্য, তুরস্ক এবং সিরিয়ায় গত 1 ফেব্রুয়ারি ভোরে এক ভয়াবহ ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.8 ৷ প্রথম ভূমিকম্পের একঘণ্টা পরে দ্বিতীয়বার ফের কম্পন অনুভূত হয় ৷ দ্বিতীয়বারের কম্পনেই দুই দেশের প্রায় 100 কিলোমিটার অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল ৷ ভূ-বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে ৷ ফল্ট লাইন বরাবর প্রায় 100 কিলোমিটার অঞ্চল জুড়ে ব্যাপক আঘাত হেনেছে এই ভূমিকম্প ৷ যার জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি ৷

আরও পড়ুন: 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !

এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা 35 হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ তুরস্কের মাটিতেই ভূমিকম্প দু’টির উৎসস্থল ছিল ৷ উৎসস্থল ছিল গাজিয়ানতেপ শহরে ৷ আফটার শকের 7.5 মাত্রা কম্পনটির উৎসস্থল ছিল একিনজু শহরের কাছে ৷ তুরস্কের কিলিস, হাতায়, কাহরামানমারাস, কিলিস, ওয়মানিয়ে এবং সিরিয়ার আলেপ্পো শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ৷

সিকিম, 13 ফেব্রুয়ারি: এবার ভূমিকম্প অনুভূত হল সিকিমে ৷ আজ ভোর 4টে 15 মিনিটে এই কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.3 (4.3 Magnitude Earthquake Feel in Yuksom Sikkim) ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সিকিমের ইউকসোমে 70 কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 27.81 অক্ষাংশ এবং 87.71 দ্রাঘিমাংশে ৷ ভূ-কেন্দ্রের 10 কিলোমিটার গভীরে এর উৎসস্থল বলে জানা গিয়েছে ৷

আজ সকালে আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিম ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভোর 4টে 15 মিনিটে সিকিমের ইউকসোম থেকে উত্ত-পশ্চিমে 70 কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ তবে, এই ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ ঘটনায় সিকিম সরকার এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উৎসস্থল এবং তার আশেপাশের এলাকায় নজরদারি চালাচ্ছে ৷ কোনওরকম ক্ষতি নজরে এলে,. দ্রুত সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

উল্লেখ্য, তুরস্ক এবং সিরিয়ায় গত 1 ফেব্রুয়ারি ভোরে এক ভয়াবহ ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.8 ৷ প্রথম ভূমিকম্পের একঘণ্টা পরে দ্বিতীয়বার ফের কম্পন অনুভূত হয় ৷ দ্বিতীয়বারের কম্পনেই দুই দেশের প্রায় 100 কিলোমিটার অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল ৷ ভূ-বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে ৷ ফল্ট লাইন বরাবর প্রায় 100 কিলোমিটার অঞ্চল জুড়ে ব্যাপক আঘাত হেনেছে এই ভূমিকম্প ৷ যার জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি ৷

আরও পড়ুন: 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !

এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা 35 হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ তুরস্কের মাটিতেই ভূমিকম্প দু’টির উৎসস্থল ছিল ৷ উৎসস্থল ছিল গাজিয়ানতেপ শহরে ৷ আফটার শকের 7.5 মাত্রা কম্পনটির উৎসস্থল ছিল একিনজু শহরের কাছে ৷ তুরস্কের কিলিস, হাতায়, কাহরামানমারাস, কিলিস, ওয়মানিয়ে এবং সিরিয়ার আলেপ্পো শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.