যোধপুর, 8 অক্টোবর: গ্যাস সিলিন্ডার ফেটে জীবন্ত ঝলসে গেলেন 4 জন (Four people burnt alive due to gas cylinder explosion) ৷ আহত অন্ততপক্ষে 16 ৷ শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের যোধপুর ৷ শহরের মাতা কা থান এলাকায় এদিন দুপুরে একটি আবাসিক কলোনিতে 3-4টি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ৷ যার অভিঘাত এতটাই ছিল যে ঘটনাস্থলে ঝলসে 4 জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনায় অন্ততপক্ষে 16 জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে (At least 16 people injured) ৷ দমকল কর্মীরাই মৃতদেহগুলি উদ্ধার করেন ৷
সূত্রের খবর, দুর্ঘটনায় আহতদের অধিকাংশের শরীরের প্রায় 80 শতাংশ পুড়ে গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই মৃত্যুসংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ জেলা কালেক্টর হিমাংশু গুপ্তা (Himanshu Gupta) আহতদের দেখতে মহাত্মা গান্ধি হাসপাতালে পৌঁছন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা বন্দোবস্ত করার নির্দেশ দেন ৷ সিলিন্ডার বিস্ফোরণের নেপথ্যে আবার অন্য কাহিনীও সামনে আসছে ৷
কলোনির একটি বাড়িতে বহুদিন ধরেই বে-আইনি গ্যাস সিলিন্ডারের ব্য়বসা চলছিল ৷ সে কারণেই আবাসনটিতে প্রচুর পরিমাণে সিলিন্ডার মজুত রাখা হয়েছিল ৷ জানা গিয়েছে, এদিন সকালে একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করা শুরু করে ৷ কোন সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত হতে এক ব্যক্তি দেশলাই জ্বালিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করতেই বিপত্তি ৷
আরও পড়ুন: বিহারে ফের মানুষখেকো বাঘের হানা, নিহত মা-ছেলে
স্বল্প সময়েই মধ্যে চার-চারটি সিলিন্ডারে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে ৷ আবাসনের গলিতে পথচলতি বহু মানুষ বিস্ফোরণের অভিঘাত টের পান ৷ আহতদের প্রথমে নয়াপুরা হাসপাতালে, পরে মহাত্মা গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা স্থানীয় গ্যাস এজেন্সির একটি পিক-আপ ভ্যানও দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দুর্ঘটনার পর গোটা বাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷ এছাড়া ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পৌরপ্রধান কুন্তি দেওরা (Kunti Deora) এবং ডিসিপি অমৃতা দুহান (Amrita Duhan) ৷