ETV Bharat / bharat

জম্মুর নাগরোটায় নিকেশ 4 জইশ জঙ্গি - সেনা জঙ্গি এনকাউন্টার

জম্মুর নাগরোটায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ চার জইশ জঙ্গি ।

Nagrota encounter
Nagrota encounter
author img

By

Published : Nov 19, 2020, 7:53 AM IST

Updated : Nov 19, 2020, 1:14 PM IST

শ্রীনগর, 19 নভেম্বর : নাগরোটায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার জইশ-ই-মহম্মদ জঙ্গির । আজ ভোর 5টা থেকে জম্মু জেলার নাগরোটা এলাকায় বান টোল প্লাজ়ার কাছে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই শুরু হয় । এর জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রয়েছে ।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, শ্রীনগর- জম্মু জাতীয় সড়কের কাছে বান টোল প্লাজ়ায় কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে একটি গাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা । যথাযথ জবাব দেন জওয়ানরাও ।

চলছে তল্লাশি অভিযান

পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে । নাগরোটা থেকে উধমপুরের মধ্যে যানবাহন চলাচল বন্ধ রয়েছে । গুলির লড়াই চলাকালীন একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

শ্রীনগর, 19 নভেম্বর : নাগরোটায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার জইশ-ই-মহম্মদ জঙ্গির । আজ ভোর 5টা থেকে জম্মু জেলার নাগরোটা এলাকায় বান টোল প্লাজ়ার কাছে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই শুরু হয় । এর জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রয়েছে ।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, শ্রীনগর- জম্মু জাতীয় সড়কের কাছে বান টোল প্লাজ়ায় কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে একটি গাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা । যথাযথ জবাব দেন জওয়ানরাও ।

চলছে তল্লাশি অভিযান

পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে । নাগরোটা থেকে উধমপুরের মধ্যে যানবাহন চলাচল বন্ধ রয়েছে । গুলির লড়াই চলাকালীন একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

Last Updated : Nov 19, 2020, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.