ETV Bharat / bharat

4 Maoists Killed: সাতসকালে গুলির লড়াই, ছত্তিশগড়ে নিহত 4 মাওবাদী - বিজাপুর

ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর (Bijapur) জেলায় নিরাপত্তাবাহিনীর (Security Forces) সঙ্গে গুলির লড়াইয়ে (Encounter) মৃত্যু হল চার মাওবাদীর (4 Maoists Killed) ৷ উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র ৷

4 Maoists killed in Encounter with Security Forces in Chhattisgarh
4 Maoists Killed: সাতসকালে গুলির লড়াই, ছত্তিশগড়ে নিহত 4 মাওবাদী
author img

By

Published : Nov 26, 2022, 4:13 PM IST

বিজাপুর (ছত্তিশগড়), 26 নভেম্বর: নিরাপত্তাবাহিনীর (Security Forces) সঙ্গে গুলিবিনিময়ে (Encounter) প্রাণ গেল চার মাওবাদীর (4 Maoists Killed) ৷ নিহতদের মধ্যে একজন মহিলা বলে দাবি সূত্রের ৷ শনিবার ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর (Bijapur) জেলায় ৷ পুলিশের তরফে এক আধিকারিক এদিন এই খবরের সত্যতা স্বীকার করেছেন ৷

শনিবার সকাল 7টা 30 মিনিট নাগাদ নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিবিনিময় শুরু হয় মাওবাদীদের ৷ ঘটনাটি ঘটে মির্তুর থানা (Mirtur Police Station) এলাকার প্রোমা গ্রামের (Pomra Village) কাছাকাছি একটি জঙ্গলে ৷ সংশ্লিষ্ট সংবাদ সংস্থাকে এই তথ্য দিয়েছেন ছত্তিশগড়ের বাস্তার রেঞ্জের (Bastar Range) আইজি (Inspector General of Police) সুন্দররাজ পি (Sundarraj P) ৷ তিনি জানিয়েছেন, মাওবাদী দমন কর্মসূতির আওতায় অভিযানে নেমেই এদিন চারজনকে নিকেশ করা হয় ৷

আরও পড়ুন: গড়চিরৌলিতে নিহত শীর্ষ মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বে

এদিনের এই যৌথ অভিযানে সামিল ছিলেন ডিআরজি (District Reserve Guard), এসটিএফ (Special Task Force) এবং সিআরপিএফ (Central Reserve Police Force)-এর সদস্যরা ৷ নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর এসেছিল, এদিন ওই জঙ্গলে মাওবাদীদের বিভাগীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন ৷ মূলত তাঁদের পাকড়াও করতেই অভিযান চালানো হয় ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি ছিল, এদিন ঘটনাস্থলে মাও নেতা মোহন কান্দি এবং মাও নেত্রী সুমিত্রা উপস্থিত থাকবেন ৷ সঙ্গে থাকবেন তাঁদের অন্তত 30 থেকে 40 জন অনুগামী ৷ খবর ছিল, প্রোমা-হল্লুর জঙ্গলে জরুরি বৈঠক করবেন মোহন, সুমিত্রারা ৷ উল্লেখ্য, রাজধানী রাইপুর থেকে জঙ্গলের এই অংশটির দূরত্ব প্রায় 400 কিলোমিটার ৷

আইজি জানিয়েছেন, যৌথবাহিনীর পেট্রোলিং চলাকালীনই তাদের লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা ৷ পালটা জবাব দেন যৌথবাহিনীর জওয়ানরাও ৷ আইজি আরও বলেন, "দুই পক্ষের মধ্যে গুলিচালনা বন্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে চার মাওবাদীর দেহ উদ্ধার করা হয় ৷ সেইসঙ্গে তিনটি অস্ত্রও বাজেয়াপ্ত করা হয় ৷ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল বিভিন্ন ধরনের তিনটি রাইফেল ৷" তবে, নিহত মাওবাদীদের পরিচয় এখনও জানা যায়নি ৷ তাঁদের নাম, পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷

বিজাপুর (ছত্তিশগড়), 26 নভেম্বর: নিরাপত্তাবাহিনীর (Security Forces) সঙ্গে গুলিবিনিময়ে (Encounter) প্রাণ গেল চার মাওবাদীর (4 Maoists Killed) ৷ নিহতদের মধ্যে একজন মহিলা বলে দাবি সূত্রের ৷ শনিবার ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর (Bijapur) জেলায় ৷ পুলিশের তরফে এক আধিকারিক এদিন এই খবরের সত্যতা স্বীকার করেছেন ৷

শনিবার সকাল 7টা 30 মিনিট নাগাদ নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিবিনিময় শুরু হয় মাওবাদীদের ৷ ঘটনাটি ঘটে মির্তুর থানা (Mirtur Police Station) এলাকার প্রোমা গ্রামের (Pomra Village) কাছাকাছি একটি জঙ্গলে ৷ সংশ্লিষ্ট সংবাদ সংস্থাকে এই তথ্য দিয়েছেন ছত্তিশগড়ের বাস্তার রেঞ্জের (Bastar Range) আইজি (Inspector General of Police) সুন্দররাজ পি (Sundarraj P) ৷ তিনি জানিয়েছেন, মাওবাদী দমন কর্মসূতির আওতায় অভিযানে নেমেই এদিন চারজনকে নিকেশ করা হয় ৷

আরও পড়ুন: গড়চিরৌলিতে নিহত শীর্ষ মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বে

এদিনের এই যৌথ অভিযানে সামিল ছিলেন ডিআরজি (District Reserve Guard), এসটিএফ (Special Task Force) এবং সিআরপিএফ (Central Reserve Police Force)-এর সদস্যরা ৷ নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর এসেছিল, এদিন ওই জঙ্গলে মাওবাদীদের বিভাগীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন ৷ মূলত তাঁদের পাকড়াও করতেই অভিযান চালানো হয় ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি ছিল, এদিন ঘটনাস্থলে মাও নেতা মোহন কান্দি এবং মাও নেত্রী সুমিত্রা উপস্থিত থাকবেন ৷ সঙ্গে থাকবেন তাঁদের অন্তত 30 থেকে 40 জন অনুগামী ৷ খবর ছিল, প্রোমা-হল্লুর জঙ্গলে জরুরি বৈঠক করবেন মোহন, সুমিত্রারা ৷ উল্লেখ্য, রাজধানী রাইপুর থেকে জঙ্গলের এই অংশটির দূরত্ব প্রায় 400 কিলোমিটার ৷

আইজি জানিয়েছেন, যৌথবাহিনীর পেট্রোলিং চলাকালীনই তাদের লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা ৷ পালটা জবাব দেন যৌথবাহিনীর জওয়ানরাও ৷ আইজি আরও বলেন, "দুই পক্ষের মধ্যে গুলিচালনা বন্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে চার মাওবাদীর দেহ উদ্ধার করা হয় ৷ সেইসঙ্গে তিনটি অস্ত্রও বাজেয়াপ্ত করা হয় ৷ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল বিভিন্ন ধরনের তিনটি রাইফেল ৷" তবে, নিহত মাওবাদীদের পরিচয় এখনও জানা যায়নি ৷ তাঁদের নাম, পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.