ETV Bharat / bharat

Corona in India : দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু - LAST 24 HOURS

দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 38,948 জন ৷ মৃত্যু হয়েছে 219 জনের ৷

Corona in India
দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু
author img

By

Published : Sep 6, 2021, 9:57 AM IST

Updated : Sep 6, 2021, 10:21 AM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 38,948 জন ৷ এই নিয়ে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা হল 4,04,874 ৷ সুস্থতার হার এখন 97.44% ৷ গতকাল দেশে 42 হাজার 766 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৷

তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 219 জনের মৃত্যু হয়েছে ৷ সবমিলিয়ে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা হল 4 লক্ষ 40 হাজার 752 জন ৷ মৃত্যুর হার এখন 1.33 শতাংশ ৷ গতকাল মৃত্যু হয়েছিল 308 জনের ৷

আরও পড়ুন: করোনা সংক্রমণ সাতশোর ঘরেই, শীর্ষে সেই কলকাতা

মহারাষ্ট্রে মৃতের সংখ্যা 1 লক্ষ 37 হাজার 774 জন, তার পরে 21 হাজার 496 জনের মৃ্ত্যু হয়েছে কেরালায় ৷ কর্নাটকে 37 হাজার 401 জন, তামিলনাড়ুতে 35 হাজার, দিল্লিতে 25 হাজার 082 জন, উত্তর প্রদেশে 22 হাজার 854, পশ্চিমবঙ্গে 18 হাজার 491 জন ৷ ওনামের পর কেরালায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ গতকালের তুলনায় দৈনিক মৃতের সংখ্যা আজ একশো জন কমেছে ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 91 জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 21 লক্ষ 81 হাজার 995 জন ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 38,948 জন ৷ এই নিয়ে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা হল 4,04,874 ৷ সুস্থতার হার এখন 97.44% ৷ গতকাল দেশে 42 হাজার 766 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৷

তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 219 জনের মৃত্যু হয়েছে ৷ সবমিলিয়ে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা হল 4 লক্ষ 40 হাজার 752 জন ৷ মৃত্যুর হার এখন 1.33 শতাংশ ৷ গতকাল মৃত্যু হয়েছিল 308 জনের ৷

আরও পড়ুন: করোনা সংক্রমণ সাতশোর ঘরেই, শীর্ষে সেই কলকাতা

মহারাষ্ট্রে মৃতের সংখ্যা 1 লক্ষ 37 হাজার 774 জন, তার পরে 21 হাজার 496 জনের মৃ্ত্যু হয়েছে কেরালায় ৷ কর্নাটকে 37 হাজার 401 জন, তামিলনাড়ুতে 35 হাজার, দিল্লিতে 25 হাজার 082 জন, উত্তর প্রদেশে 22 হাজার 854, পশ্চিমবঙ্গে 18 হাজার 491 জন ৷ ওনামের পর কেরালায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ গতকালের তুলনায় দৈনিক মৃতের সংখ্যা আজ একশো জন কমেছে ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 91 জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 21 লক্ষ 81 হাজার 995 জন ৷

Last Updated : Sep 6, 2021, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.