ETV Bharat / bharat

UP News: স্বাস্থ্য শিবির থেকে ফিরে অসুস্থ 38 পড়ুয়া - উত্তরপ্রদেশে স্বাস্থ্যশিবিরে অসুস্থ 38ছাত্রী

কমিউনিটি হেলথ সেন্টারে আয়োজিত স্বাস্থ্য শিবির থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ল 38 জন পড়ুয়া ৷ এরা সকলেই হরদৈয়ের কস্তুরবা গান্ধি আওয়াসিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী(UP News)৷

Etv Bharat
স্বাস্থ্য শিবির থেকে ফিরে অসুস্থ 38 পড়ুয়া
author img

By

Published : Sep 19, 2022, 8:47 AM IST

হরদৈ(উত্তর প্রদেশ), 19 সেপ্টেম্বর: স্বাস্থ্য শিবির থেকে বাড়ি ফেরার পরই রবিবার বমি বমি ভাব ও পেট ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ল 38 জন পড়ুয়া(38 Students Complain of Stomach Ache Nausea after Visiting Medical Camp)৷ তারা সকলেই হরদৈয়ের কস্তুরবা গান্ধি আওয়াসিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী ৷ রবিবার এই মেয়েরা পিহানি কমিউনিটি হেলথ সেন্টারে আয়োজিত স্বাস্থ্য শিবিরে গিয়েছিল ৷

সেখান থেকে ফেরার পরই সকলের শারীরিক অসুস্থতা দেখা দেয় ৷ অভিযোগ, হাসপাতালে ভুল ওষুধ দেওয়া হচ্ছে ৷ যদিও এই বিষয়ে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতী শুক্লা জানান, চিকিৎসার পর সুস্থ করে 32 জন ছাত্রীকে ইতিমধ্যেই বাড়ি পাঠানো হয়েছে ৷ বাকি 6 জনকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখে কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে ৷ খাদ্যে বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে নাকি ওষুধ খাওয়ার কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

হরদৈ(উত্তর প্রদেশ), 19 সেপ্টেম্বর: স্বাস্থ্য শিবির থেকে বাড়ি ফেরার পরই রবিবার বমি বমি ভাব ও পেট ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ল 38 জন পড়ুয়া(38 Students Complain of Stomach Ache Nausea after Visiting Medical Camp)৷ তারা সকলেই হরদৈয়ের কস্তুরবা গান্ধি আওয়াসিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী ৷ রবিবার এই মেয়েরা পিহানি কমিউনিটি হেলথ সেন্টারে আয়োজিত স্বাস্থ্য শিবিরে গিয়েছিল ৷

সেখান থেকে ফেরার পরই সকলের শারীরিক অসুস্থতা দেখা দেয় ৷ অভিযোগ, হাসপাতালে ভুল ওষুধ দেওয়া হচ্ছে ৷ যদিও এই বিষয়ে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতী শুক্লা জানান, চিকিৎসার পর সুস্থ করে 32 জন ছাত্রীকে ইতিমধ্যেই বাড়ি পাঠানো হয়েছে ৷ বাকি 6 জনকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখে কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে ৷ খাদ্যে বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে নাকি ওষুধ খাওয়ার কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : বকেয়া শোধ করেননি বাবা ! ট্রাক্টরের তলায় পিষে মারা হল অন্তঃসত্ত্বা মেয়েকে

For All Latest Updates

TAGGED:

UP News
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.