ETV Bharat / bharat

দিল্লিতে একই হাসপাতালের 37 চিকিৎসক করোনায় আক্রান্ত - covid 19

গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্য়া 7 হাজার 437 ৷ এই বছরে যা সর্বাধিক ৷ এবং গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া 24 ৷ এনিয়ে দিল্লিতে মোট মৃতের সংখ্য়া দাঁড়ালো 11 হাজার 157 ৷

COVID
করোনা টেস্টিং চলছে
author img

By

Published : Apr 9, 2021, 12:26 PM IST

নয়াদিল্লি, 9 এপ্রিল : দিল্লিতে একসঙ্গে 37 জন চিকিৎসক করোনায় আক্রান্ত ৷ তাঁরা স্য়ার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ৷ তাঁদের মধ্য়ে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় চিন্তিত দিল্লির প্রশাসন ৷

কয়েক সপ্তাহ ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে ৷ ইতিমধ্য়ে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্য়া সাত হাজার ছাড়িয়েছে দিল্লিতে ৷ এই পরিস্থিতিতে একসঙ্গে এতজন চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তা বেড়েছে দিল্লি প্রশাসনের কাছে ৷ অনেকেই মনে করছেন, এতে করোনা চিকিৎসায় সমস্য়া হতে পারে ৷

আরও পড়ুন-রাজনৈতিক বিভাজন কি টলিপাড়াতেও ? অকপট কাঞ্চন

স্য়ার গঙ্গারাম হাসপাতালের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ওই হাসপাতালের 37 জন চিকিৎসক করোনায় আক্রান্ত ৷ নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, হাসপাতালের যে চিকিৎসকরা করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্য়ে অধিকাংশের কোনও উপসর্গ নেই ৷ 37 জনের মধ্য়ে 32 জন বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এবং বাকি 5 জন চিকিৎসক হাসপাতালে ভর্তি হয়েছেন ৷

গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্য়া 7 হাজার 437 ৷ এই বছরে যা সর্বাধিক ৷ এবং গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া 24 ৷ এনিয়ে দিল্লিতে মোট মৃতের সংখ্য়া দাঁড়ালো 11 হাজার 157 ৷

এদিকে কোভিড রুখতে এ বার নাইট কার্ফুর পথে হাঁটল কর্নাটক ৷ আগামীকাল থেকে কর্নাটকের আরও 6টি শহরে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে ৷ করোনা রুখতে গতকাল দেশের প্রায় সব রাজ্য়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে কর্নাটক সরকার ৷

নয়াদিল্লি, 9 এপ্রিল : দিল্লিতে একসঙ্গে 37 জন চিকিৎসক করোনায় আক্রান্ত ৷ তাঁরা স্য়ার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ৷ তাঁদের মধ্য়ে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় চিন্তিত দিল্লির প্রশাসন ৷

কয়েক সপ্তাহ ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে ৷ ইতিমধ্য়ে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্য়া সাত হাজার ছাড়িয়েছে দিল্লিতে ৷ এই পরিস্থিতিতে একসঙ্গে এতজন চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তা বেড়েছে দিল্লি প্রশাসনের কাছে ৷ অনেকেই মনে করছেন, এতে করোনা চিকিৎসায় সমস্য়া হতে পারে ৷

আরও পড়ুন-রাজনৈতিক বিভাজন কি টলিপাড়াতেও ? অকপট কাঞ্চন

স্য়ার গঙ্গারাম হাসপাতালের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ওই হাসপাতালের 37 জন চিকিৎসক করোনায় আক্রান্ত ৷ নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, হাসপাতালের যে চিকিৎসকরা করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্য়ে অধিকাংশের কোনও উপসর্গ নেই ৷ 37 জনের মধ্য়ে 32 জন বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এবং বাকি 5 জন চিকিৎসক হাসপাতালে ভর্তি হয়েছেন ৷

গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্য়া 7 হাজার 437 ৷ এই বছরে যা সর্বাধিক ৷ এবং গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া 24 ৷ এনিয়ে দিল্লিতে মোট মৃতের সংখ্য়া দাঁড়ালো 11 হাজার 157 ৷

এদিকে কোভিড রুখতে এ বার নাইট কার্ফুর পথে হাঁটল কর্নাটক ৷ আগামীকাল থেকে কর্নাটকের আরও 6টি শহরে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে ৷ করোনা রুখতে গতকাল দেশের প্রায় সব রাজ্য়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে কর্নাটক সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.