ETV Bharat / bharat

করোনার ধাক্কায় মধ্যবিত্ত থেকে গরিব হয়েছেন 32 মিলিয়ন ভারতীয় - কোভিড-19

কাদের এই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ? স্বাভাবিক ভাবেই উঠেছে এই প্রশ্ন ৷ ওই সমীক্ষায় জানানো হয়েছে যে যাঁরা দৈনিক 700 থেকে 1400 টাকা রোজগার করেন, তাঁদেরকেই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ৷

করোনার ধাক্কায় মধ্যবিত্ত থেকে গরিব হয়েছেন 32 মিলিয়ন ভারতীয়
করোনার ধাক্কায় মধ্যবিত্ত থেকে গরিব হয়েছেন 32 মিলিয়ন ভারতীয়
author img

By

Published : Mar 19, 2021, 9:46 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ : করোনার ধাক্কায় ভারতে 32 মিলিয়ন মানুষ মধ্যবিত্ত অবস্থার থেকেও নিচে নেমে গিয়েছেন ৷ একটি মার্কিন সংস্থার সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে ৷ আর কাজ হারিয়ে দারিদ্রতার দিকে পৌঁছে গিয়েছেন অগুনতি মানুষ ৷

কিন্তু কাদের এই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ? স্বাভাবিক ভাবেই উঠেছে এই প্রশ্ন ৷ ওই সমীক্ষায় জানানো হয়েছে যে যাঁরা দৈনিক 700 থেকে 1400 টাকা রোজগার করেন, তাঁদেরকেই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ৷

উল্লেখ্য, গত বছরের মার্চ মাস নাগাদ করোনার ধাক্কা এসে লাগে ভারতে ৷ প্রায় মাস দুয়েক লকডাউন জারি করে রাখতে হয় দেশজুড়ে ৷ এই পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন ৷ বহু সংস্থা বন্ধ হয়ে গিয়েছে ৷ অনেকের কাজ থাকলেও কমে গিয়েছে উপার্জন ৷ স্বাভাবিক ভাবেই তাই অধিকাংশ দেশবাসীর আর্থিক অবস্থা করুণ হয়েছে ৷ ফলে মার্কিন ওই সংস্থার রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে ৷

একই সঙ্গে ওই সমীক্ষা বিশ্বব্যাঙ্কের অর্থনৈতিক বৃদ্ধি সংক্রান্ত পূর্বাভাসও উল্লেখ করেছে ৷ তার সূত্র ধরেই জানিয়েছে যে ভারতে মধ্যবিত্তের সংখ্যা প্রচুর কমেছে ৷ আর দারিদ্রতা চিনের থেকে বেশি হয়ে গিয়েছে করোনার ধাক্কায় ৷

প্রসঙ্গত, 2011 সাল থেকে 2019 সালে ভারতে মধ্য আয়কারী মানুষের সংখ্যা গিয়ে পৌঁছেছিল 57 মিলিয়নে ৷ প্যানডেমিকের আগে পূর্বাভাস ছিল যে ভারতে মধ্যবিত্তের সংখ্যা পৌঁছবে 99 মিলিয়নে ৷ কিন্তু করোনার ধাক্কায় তা সম্ভব হল না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত বছর জানুয়ারিতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সম্পর্কে বিশ্বব্যাঙ্ক যা পূর্বাভাস দিয়েছিল, তাতে ভারতের 5.8 হওয়া উচিত ছিল ৷

আরও পড়ুন : বহুতলের লিফট থেকে শহরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, আশঙ্কা ফিরহাদের

এদিকে এই যখন পরিস্থিতি, তখন ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রায় হাজির ৷ ফলে আর্থিক অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছেন কেউ কেউ ৷

নয়াদিল্লি, 19 মার্চ : করোনার ধাক্কায় ভারতে 32 মিলিয়ন মানুষ মধ্যবিত্ত অবস্থার থেকেও নিচে নেমে গিয়েছেন ৷ একটি মার্কিন সংস্থার সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে ৷ আর কাজ হারিয়ে দারিদ্রতার দিকে পৌঁছে গিয়েছেন অগুনতি মানুষ ৷

কিন্তু কাদের এই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ? স্বাভাবিক ভাবেই উঠেছে এই প্রশ্ন ৷ ওই সমীক্ষায় জানানো হয়েছে যে যাঁরা দৈনিক 700 থেকে 1400 টাকা রোজগার করেন, তাঁদেরকেই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ৷

উল্লেখ্য, গত বছরের মার্চ মাস নাগাদ করোনার ধাক্কা এসে লাগে ভারতে ৷ প্রায় মাস দুয়েক লকডাউন জারি করে রাখতে হয় দেশজুড়ে ৷ এই পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন ৷ বহু সংস্থা বন্ধ হয়ে গিয়েছে ৷ অনেকের কাজ থাকলেও কমে গিয়েছে উপার্জন ৷ স্বাভাবিক ভাবেই তাই অধিকাংশ দেশবাসীর আর্থিক অবস্থা করুণ হয়েছে ৷ ফলে মার্কিন ওই সংস্থার রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে ৷

একই সঙ্গে ওই সমীক্ষা বিশ্বব্যাঙ্কের অর্থনৈতিক বৃদ্ধি সংক্রান্ত পূর্বাভাসও উল্লেখ করেছে ৷ তার সূত্র ধরেই জানিয়েছে যে ভারতে মধ্যবিত্তের সংখ্যা প্রচুর কমেছে ৷ আর দারিদ্রতা চিনের থেকে বেশি হয়ে গিয়েছে করোনার ধাক্কায় ৷

প্রসঙ্গত, 2011 সাল থেকে 2019 সালে ভারতে মধ্য আয়কারী মানুষের সংখ্যা গিয়ে পৌঁছেছিল 57 মিলিয়নে ৷ প্যানডেমিকের আগে পূর্বাভাস ছিল যে ভারতে মধ্যবিত্তের সংখ্যা পৌঁছবে 99 মিলিয়নে ৷ কিন্তু করোনার ধাক্কায় তা সম্ভব হল না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত বছর জানুয়ারিতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সম্পর্কে বিশ্বব্যাঙ্ক যা পূর্বাভাস দিয়েছিল, তাতে ভারতের 5.8 হওয়া উচিত ছিল ৷

আরও পড়ুন : বহুতলের লিফট থেকে শহরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, আশঙ্কা ফিরহাদের

এদিকে এই যখন পরিস্থিতি, তখন ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রায় হাজির ৷ ফলে আর্থিক অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছেন কেউ কেউ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.