ETV Bharat / bharat

লালকেল্লা থেকে 300 শিল্পীকে নিরাপদ স্থানে পৌঁছাল পুলিশ - Red Fort premises

গতকাল কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি । তার মাঝে আটকে পড়েছিল সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়া একাধিক শিল্পী ।

red road
এন্টো আলফোনস
author img

By

Published : Jan 27, 2021, 10:16 AM IST

দিল্লি. 27 জানুয়ারি : ট্রাক্টর ব়্যালি নিয়ে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি । কেন সেই ব়্যালি অশান্ত হল কেন, এখন সেই কারণ খুঁজতে চাইছেন কৃষক নেতারা ৷ তবে দিনের শেষে বাড়ি ফিরতে পেরে স্বস্তিতে প্যারেডে অংশ নেওয়া প্রায় 300 জন শিল্পী ৷ তাদের মধ্যে কয়েকজন শিশু শিল্পীও ছিল ৷ তাদের নিরাপদে পৌঁছে দিয়েছে দিল্লি পুলিশ ৷

গতকাল ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা লালকেল্লায় প্রবেশ করে ৷ সেই সময় চরম বিশৃঙ্খলা দেখা দিলেও দরিয়াগঞ্জ মেসের নিরাপদ স্থানে শিল্পীদের পৌঁছে দেয় পুলিশ ৷ তাঁদের খাবারেরও ব্যবস্থা করা হয় ।

ডিসিপি(উত্তর) এন্টো আলফোনস বলেন, "রেড ফোর্টে শিশুসহ প্রায় তিনশো শিল্পী ছিলেন। পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দরিয়াগঞ্জ মেসের নিরাপদ স্থানে তাদের স্থানান্তরিত করেছি ৷ আমরা তাদের খাবারও সরবরাহ করেছি৷"

ট্রাক্টর ব়্যালি নিয়ে গতকাল একাধিক জায়গায় কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ৷ কৃষকরা ব্য়ারিকেড ভেঙে লালকেল্লার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ প্রথমে ঠিক ছিল নির্ধারিত তিনটি রুট সিঙ্ঘু, টিকরি ও গাজ়িপুর সীমান্ত দিয়ে কৃষকরা দিল্লিতে প্রবেশ করে ট্রাক্টর নিয়ে মিছিল করে আবার নিজেদের স্থানে ফিরে আসবে। কিন্তু তা মানা হয়নি ৷ হঠাৎ করেই শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে । লালকেল্লার কৃষক আন্দোলনের পতাকা ঝুলিয়ে দেন কৃষকরা ।

দিল্লি. 27 জানুয়ারি : ট্রাক্টর ব়্যালি নিয়ে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি । কেন সেই ব়্যালি অশান্ত হল কেন, এখন সেই কারণ খুঁজতে চাইছেন কৃষক নেতারা ৷ তবে দিনের শেষে বাড়ি ফিরতে পেরে স্বস্তিতে প্যারেডে অংশ নেওয়া প্রায় 300 জন শিল্পী ৷ তাদের মধ্যে কয়েকজন শিশু শিল্পীও ছিল ৷ তাদের নিরাপদে পৌঁছে দিয়েছে দিল্লি পুলিশ ৷

গতকাল ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা লালকেল্লায় প্রবেশ করে ৷ সেই সময় চরম বিশৃঙ্খলা দেখা দিলেও দরিয়াগঞ্জ মেসের নিরাপদ স্থানে শিল্পীদের পৌঁছে দেয় পুলিশ ৷ তাঁদের খাবারেরও ব্যবস্থা করা হয় ।

ডিসিপি(উত্তর) এন্টো আলফোনস বলেন, "রেড ফোর্টে শিশুসহ প্রায় তিনশো শিল্পী ছিলেন। পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দরিয়াগঞ্জ মেসের নিরাপদ স্থানে তাদের স্থানান্তরিত করেছি ৷ আমরা তাদের খাবারও সরবরাহ করেছি৷"

ট্রাক্টর ব়্যালি নিয়ে গতকাল একাধিক জায়গায় কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ৷ কৃষকরা ব্য়ারিকেড ভেঙে লালকেল্লার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ প্রথমে ঠিক ছিল নির্ধারিত তিনটি রুট সিঙ্ঘু, টিকরি ও গাজ়িপুর সীমান্ত দিয়ে কৃষকরা দিল্লিতে প্রবেশ করে ট্রাক্টর নিয়ে মিছিল করে আবার নিজেদের স্থানে ফিরে আসবে। কিন্তু তা মানা হয়নি ৷ হঠাৎ করেই শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে । লালকেল্লার কৃষক আন্দোলনের পতাকা ঝুলিয়ে দেন কৃষকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.