ETV Bharat / bharat

Mumbai Serial Blasts: 100 মিনিট, 12টি বিস্ফোরণ, 257 জনের মৃত্যু; মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের 30 বছর - Mumbai Serial Blasts

মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের (Mumbai Serial Blasts) 30 বছর পূর্ণ হল আজ ৷ 1993 সালের 12 মার্চ প্রথমবার সন্ত্রাসবাদের আতঙ্ক কী হতে পারে, তা প্রত্যক্ষ করেছিল বাণিজ্যনগরী ৷

Mumbai Serial Blasts ETV Bharat
Mumbai Serial Blasts
author img

By

Published : Mar 12, 2023, 1:44 PM IST

কলকাতা, 12 মার্চ: 1993 সালের মার্চ মাস পর্যন্ত মুম্বই (তৎকালীন বোম্বে) 365 দিন আর 24 ঘণ্টা পার্টি ডেসটিনেশন ছিল ৷ এটা ছিল এমন একটা শহর যা কখনও ঘুমায় না এবং সেখানকার সকল বাসিন্দা প্রতিটি মুহূর্তে টাকার পিছনে ছুটে চলে ৷ ফুটপাথের বাসিন্দা থেকে শুরু করে ধূর্ত রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী এমনকী হর্ষদ মেহতার মতো বিগ বুল- মুম্বই বললে প্রচারের আলোয় আসতেন এঁরাই ৷ সেই সময় 'সন্ত্রাস' শব্দটি নিয়ে সকলের মধ্যে ধোঁয়াশা ছিল ৷ দূরবর্তী সীমান্তে ঘটে যাওয়া কোনও ঘটনা বলে মনে করা হত ৷ এই শহর সন্ত্রাস থেকে শত হস্ত দূরে ছিল (30 Years of First Terror Taste of Mumbai) ৷

কিন্তু, 1993 সালের 12 মার্চের এক উষ্ণ দুপুরে সন্ত্রাস অযাচিত অতিথির মতো হানা দিয়েছিল মুম্বইয়ের দরজায় ৷ আর এক ডজন ভয়াবহ বিস্ফোরণে বাণিজ্যনগরীর অস্মিতাকে খণ্ড-বিখণ্ড করে দিয়েছিল ৷ শুরুটা হয়েছিল ঠিক দুপুর 1টা 30 মিনিটে ৷ তার 100 মিনিট পর, দেশের বাণিজ্যনগরী মুম্বইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল সন্ত্রাসবাদ নামক দানব ৷ আর তারপরেই তদন্ত থেকে শুরু করে রাজনীতিবিদদের ভাষণ সবই চলেছিল ৷ কিন্তু, ওই অভিশপ্ত দিনের শেষে রক্তাক্ত মুম্বইয়ে 257 জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল ৷ 1400 মানুষ জখম হয়েছিলেন এবং আরও অনেকে নিখোঁজ হয়ে যান সেই ভয়াবহ দুপুরে ৷

93’র ধারাবাহিক বিস্ফোরণের পর জানা যায়, 1992 সালের ডিসেম্বর থেকে 1993 সালের জানুয়ারি মাসের মধ্যে হওয়া 2 টি দাঙ্গার বহিঃপ্রকাশ ছিল সন্ত্রাসবাদের এই হামলা ৷ 1992 সালের বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে আসে ৷ আর এই নির্মম ষড়যন্ত্রের মূলে ছিল কয়েকজন ভারতীয় ৷ ভারতীয় হলেও, অপরাধ জগতে তাদের নাম ছিল ৷ মুম্বইয়ে একাধিক মাফিয়া, পুলিশ আধিকারিক, শুল্ক বিভাগের আধিকারিক, অজানা পাকিস্তানি এবং চলচ্চিত্র জগতের নামী তারকা- সকলেই দেশের সবচেয়ে ভয়াবহ এবং বড় (প্রাণহানির প্রেক্ষিতে) সন্ত্রাস হামলার ষড়যন্ত্রী ছিল বলে জানতে পারে দেশ ৷

সেই সময় দেশের সবচেয়ে দীর্ঘ আইনি লড়াই দেখেছিল মুম্বই ৷ উজ্জ্বল নিকম, দীপক সালভির মতো আইনজীবীরা মুম্বইয়ের বিশেষ আদালতে সওয়াল-জবাব করেছিলেন ৷ বাদী-বিবাদী পক্ষের যুক্তিতে সরগরম হয়েছিল আদালত ৷ সেই মামলা পরবর্তী সময়ে বম্বে হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে ৷ দোষীদের সাজাও হয়েছে ৷

1993 সালের ভয়াবহ স্মৃতিকে পিছনে ফেলে মুম্বই আবারও ঘুরে দাঁড়িয়েছিল ৷ ভারতীয় প্রতিরক্ষা বিভাগকে আরও মজবুত করে তোলা হয়েছিল ৷ সমুদ্রের উপর নজরদারি বাড়াতে বিশেষ পদক্ষেপও নেওয়া হয়। এরই মাঝে 2001 সালে দিল্লিতে সংসদ ভবনে শীতকালীন অধিবেশনের সময় সন্ত্রাসবাদী হামলা হয় ৷ কিন্তু, তার আঁচ মুম্বই পর্যন্ত পৌঁছায়নি ৷ কিন্তু, 2008 সালের 26 নভেম্বরের রাত কোনও ভারতীয়, বিশেষ করে কোমও মুম্বইকরই ভুলবে না ৷ আজমল কাসভ-সহ 10 পাকিস্তানি জঙ্গি ফের মুম্বইয়ে আত্মঘাতী হামলা চালায় ৷ টানা 60 ঘণ্টার লড়াইয়ে ভারতীয় ও বিদেশি-সহ 175 জন নিহত হন ৷

আরও পড়ুন: গ্রেপ্তার মুম্বই সিরিয়াল বিস্ফোরণে অভিযুক্ত আবু বকর

তবে, 1993 সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেও মুম্বইয়ে ছোটখাটো হাফ ডজন সন্ত্রাসের নির্দশন দেখা গিয়েছিল ৷ 2002 সালের ডিসেম্বর মাসে ঘাটকোপারে বিইএসটি-র বাসে বোমা বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয় ৷ 2003 সালের জানুয়ারি মাসে মোটর বাইকে বোমা বিস্ফোরণে 1 জনের মৃত্যু হয়েছিল ৷ ওই বছরের মার্চ মাসে মুম্বইয়ের শহরতলী মুলুন্দে ট্রেন বিস্ফোরণে 10 জনের মৃত্যু হয় ৷ 2003 সালের জুলাই মাসে আরও একটি বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয় ৷ যেখানে একটি বাসকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল ৷ পরের মাসে মুম্বইয়ের জাভেরি বাজার এবং ইন্ডিয়া গেটে জোড়া বোমা বিস্ফোরণে 50 জনের মৃত্যু হয় ৷ আর 1993 সালের পর সবচেয়ে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল 2006 সালের জুলাই মাসে ৷ 7টি লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ করে সন্ত্রাসবাদীরা ৷ যে ঘটনায় 209 জনের মৃত্যু হয়েছিল ৷

কলকাতা, 12 মার্চ: 1993 সালের মার্চ মাস পর্যন্ত মুম্বই (তৎকালীন বোম্বে) 365 দিন আর 24 ঘণ্টা পার্টি ডেসটিনেশন ছিল ৷ এটা ছিল এমন একটা শহর যা কখনও ঘুমায় না এবং সেখানকার সকল বাসিন্দা প্রতিটি মুহূর্তে টাকার পিছনে ছুটে চলে ৷ ফুটপাথের বাসিন্দা থেকে শুরু করে ধূর্ত রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী এমনকী হর্ষদ মেহতার মতো বিগ বুল- মুম্বই বললে প্রচারের আলোয় আসতেন এঁরাই ৷ সেই সময় 'সন্ত্রাস' শব্দটি নিয়ে সকলের মধ্যে ধোঁয়াশা ছিল ৷ দূরবর্তী সীমান্তে ঘটে যাওয়া কোনও ঘটনা বলে মনে করা হত ৷ এই শহর সন্ত্রাস থেকে শত হস্ত দূরে ছিল (30 Years of First Terror Taste of Mumbai) ৷

কিন্তু, 1993 সালের 12 মার্চের এক উষ্ণ দুপুরে সন্ত্রাস অযাচিত অতিথির মতো হানা দিয়েছিল মুম্বইয়ের দরজায় ৷ আর এক ডজন ভয়াবহ বিস্ফোরণে বাণিজ্যনগরীর অস্মিতাকে খণ্ড-বিখণ্ড করে দিয়েছিল ৷ শুরুটা হয়েছিল ঠিক দুপুর 1টা 30 মিনিটে ৷ তার 100 মিনিট পর, দেশের বাণিজ্যনগরী মুম্বইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল সন্ত্রাসবাদ নামক দানব ৷ আর তারপরেই তদন্ত থেকে শুরু করে রাজনীতিবিদদের ভাষণ সবই চলেছিল ৷ কিন্তু, ওই অভিশপ্ত দিনের শেষে রক্তাক্ত মুম্বইয়ে 257 জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল ৷ 1400 মানুষ জখম হয়েছিলেন এবং আরও অনেকে নিখোঁজ হয়ে যান সেই ভয়াবহ দুপুরে ৷

93’র ধারাবাহিক বিস্ফোরণের পর জানা যায়, 1992 সালের ডিসেম্বর থেকে 1993 সালের জানুয়ারি মাসের মধ্যে হওয়া 2 টি দাঙ্গার বহিঃপ্রকাশ ছিল সন্ত্রাসবাদের এই হামলা ৷ 1992 সালের বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে আসে ৷ আর এই নির্মম ষড়যন্ত্রের মূলে ছিল কয়েকজন ভারতীয় ৷ ভারতীয় হলেও, অপরাধ জগতে তাদের নাম ছিল ৷ মুম্বইয়ে একাধিক মাফিয়া, পুলিশ আধিকারিক, শুল্ক বিভাগের আধিকারিক, অজানা পাকিস্তানি এবং চলচ্চিত্র জগতের নামী তারকা- সকলেই দেশের সবচেয়ে ভয়াবহ এবং বড় (প্রাণহানির প্রেক্ষিতে) সন্ত্রাস হামলার ষড়যন্ত্রী ছিল বলে জানতে পারে দেশ ৷

সেই সময় দেশের সবচেয়ে দীর্ঘ আইনি লড়াই দেখেছিল মুম্বই ৷ উজ্জ্বল নিকম, দীপক সালভির মতো আইনজীবীরা মুম্বইয়ের বিশেষ আদালতে সওয়াল-জবাব করেছিলেন ৷ বাদী-বিবাদী পক্ষের যুক্তিতে সরগরম হয়েছিল আদালত ৷ সেই মামলা পরবর্তী সময়ে বম্বে হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে ৷ দোষীদের সাজাও হয়েছে ৷

1993 সালের ভয়াবহ স্মৃতিকে পিছনে ফেলে মুম্বই আবারও ঘুরে দাঁড়িয়েছিল ৷ ভারতীয় প্রতিরক্ষা বিভাগকে আরও মজবুত করে তোলা হয়েছিল ৷ সমুদ্রের উপর নজরদারি বাড়াতে বিশেষ পদক্ষেপও নেওয়া হয়। এরই মাঝে 2001 সালে দিল্লিতে সংসদ ভবনে শীতকালীন অধিবেশনের সময় সন্ত্রাসবাদী হামলা হয় ৷ কিন্তু, তার আঁচ মুম্বই পর্যন্ত পৌঁছায়নি ৷ কিন্তু, 2008 সালের 26 নভেম্বরের রাত কোনও ভারতীয়, বিশেষ করে কোমও মুম্বইকরই ভুলবে না ৷ আজমল কাসভ-সহ 10 পাকিস্তানি জঙ্গি ফের মুম্বইয়ে আত্মঘাতী হামলা চালায় ৷ টানা 60 ঘণ্টার লড়াইয়ে ভারতীয় ও বিদেশি-সহ 175 জন নিহত হন ৷

আরও পড়ুন: গ্রেপ্তার মুম্বই সিরিয়াল বিস্ফোরণে অভিযুক্ত আবু বকর

তবে, 1993 সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেও মুম্বইয়ে ছোটখাটো হাফ ডজন সন্ত্রাসের নির্দশন দেখা গিয়েছিল ৷ 2002 সালের ডিসেম্বর মাসে ঘাটকোপারে বিইএসটি-র বাসে বোমা বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয় ৷ 2003 সালের জানুয়ারি মাসে মোটর বাইকে বোমা বিস্ফোরণে 1 জনের মৃত্যু হয়েছিল ৷ ওই বছরের মার্চ মাসে মুম্বইয়ের শহরতলী মুলুন্দে ট্রেন বিস্ফোরণে 10 জনের মৃত্যু হয় ৷ 2003 সালের জুলাই মাসে আরও একটি বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয় ৷ যেখানে একটি বাসকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল ৷ পরের মাসে মুম্বইয়ের জাভেরি বাজার এবং ইন্ডিয়া গেটে জোড়া বোমা বিস্ফোরণে 50 জনের মৃত্যু হয় ৷ আর 1993 সালের পর সবচেয়ে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল 2006 সালের জুলাই মাসে ৷ 7টি লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ করে সন্ত্রাসবাদীরা ৷ যে ঘটনায় 209 জনের মৃত্যু হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.