ETV Bharat / bharat

Minors Kill Youth: বাজি ফাটানো নিয়ে ঝামেলা, তরুণকে কুপিয়ে হত্যা 3 নাবালকের ! - দীপাবলি 2022

বাজি ফাটানো নিয়ে ঝামেলার জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠল 3 নাবালকের বিরুদ্ধে (Minors Kill Youth)৷ মুম্বইয়ের শিবাজি নগরের ঘটনা (Mumbai Murder)৷

3 minors kill 21-year-old after a tiff over bursting firecrackers in Mumbai
বাজি ফাটানো নিয়ে ঝামেলা, তরুণকে কুপিয়ে হত্যা 3 নাবালকের
author img

By

Published : Oct 25, 2022, 1:07 PM IST

মুম্বই, 25 অক্টোবর: কাচের বোতলে বাজি ফাটানো নিয়ে গণ্ডগোল ৷ তার জেরে দীপাবলির (Diwali 2022) আগের রাতে 21 বছরের এক তরুণকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে (Minors Kill Youth)৷ মুম্বইয়ের শিবাজি নগরের নটবর পারেখ কম্পাউন্ডের ঘটনা (Mumbai Murder)৷ রবিবার দিওয়ালি উপলক্ষে 21 বছর বয়সি এক তরুণকে কাঁচের বোতলে আতশবাজি ফাটাতে নিষেধ করায় তিনজন নাবালক তাঁকে খুন করে বলে অভিযোগ ।

রবিবার দীপাবলি উপলক্ষে বাজি ফাটাচ্ছিল অভিযুক্ত তিনজন নাবালক ৷ তারা বোতলে আতশবাজি রেখে ফাটাচ্ছিল বলে তাদের তা করতে নিষেধ করে 21 বছরের সুনীল শংকর নাইডু ৷ তখনই তাঁকে তিন নাবালক কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ অভিযুক্তদের মধ্যে দুজনকে মুম্বই পুলিশ হেফাজতে নিয়েছে ৷ একজন এখনও পলাতক ।

সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, সুনীল শঙ্কর নাইডুকে কোপানোর পর তিনি রক্তাক্ত অবস্থায় অভিযুক্তদের পিছনে দৌড়চ্ছিলেন । শিবাজি নগর পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি 12 বছর বয়সি বালককে একটি কাচের বোতলে আতশবাজি ফাটাতে বাধা দেন সুনীল শংকর নাইডু ৷ তখন সেই বালক তার 14 বছর বয়সি দাদা এবং 15 বছর বয়সি এক বন্ধুকে ডেকে এনে সুনীলের দিকে তেড়ে যায় ৷ প্রথমে চারজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল ৷ তবে তার পর তিন নাবালক মিলে সুনীলকে মারধর করতে শুরু করে । এর মধ্যেই এক নাবালক সুনীলের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ।

আরও পড়ুন: ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, জখম 1

গলায় ছুরির আঘাতের পর সুনীলও হামলাকারী নাবালকদের পিছনে ছুটে যায় । সিসিটিভি ফুটেজে আক্রান্ত সুনীলকে নাবালকদের পিছনে দৌড়তে দেখা গিয়েছে । ঘাড়ে হাত দিয়ে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করতেও দেখা যায় তাঁকে । তবে তিনি সিঁড়ি বেয়ে আর উঠতে পারেননি ৷ মাটিতে লুটিয়ে পড়েন সুনীল ৷

সুনীলকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয় । পুলিশ অভিযুক্ত নাবালকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে ৷

মুম্বই, 25 অক্টোবর: কাচের বোতলে বাজি ফাটানো নিয়ে গণ্ডগোল ৷ তার জেরে দীপাবলির (Diwali 2022) আগের রাতে 21 বছরের এক তরুণকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে (Minors Kill Youth)৷ মুম্বইয়ের শিবাজি নগরের নটবর পারেখ কম্পাউন্ডের ঘটনা (Mumbai Murder)৷ রবিবার দিওয়ালি উপলক্ষে 21 বছর বয়সি এক তরুণকে কাঁচের বোতলে আতশবাজি ফাটাতে নিষেধ করায় তিনজন নাবালক তাঁকে খুন করে বলে অভিযোগ ।

রবিবার দীপাবলি উপলক্ষে বাজি ফাটাচ্ছিল অভিযুক্ত তিনজন নাবালক ৷ তারা বোতলে আতশবাজি রেখে ফাটাচ্ছিল বলে তাদের তা করতে নিষেধ করে 21 বছরের সুনীল শংকর নাইডু ৷ তখনই তাঁকে তিন নাবালক কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ অভিযুক্তদের মধ্যে দুজনকে মুম্বই পুলিশ হেফাজতে নিয়েছে ৷ একজন এখনও পলাতক ।

সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, সুনীল শঙ্কর নাইডুকে কোপানোর পর তিনি রক্তাক্ত অবস্থায় অভিযুক্তদের পিছনে দৌড়চ্ছিলেন । শিবাজি নগর পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি 12 বছর বয়সি বালককে একটি কাচের বোতলে আতশবাজি ফাটাতে বাধা দেন সুনীল শংকর নাইডু ৷ তখন সেই বালক তার 14 বছর বয়সি দাদা এবং 15 বছর বয়সি এক বন্ধুকে ডেকে এনে সুনীলের দিকে তেড়ে যায় ৷ প্রথমে চারজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল ৷ তবে তার পর তিন নাবালক মিলে সুনীলকে মারধর করতে শুরু করে । এর মধ্যেই এক নাবালক সুনীলের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ।

আরও পড়ুন: ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, জখম 1

গলায় ছুরির আঘাতের পর সুনীলও হামলাকারী নাবালকদের পিছনে ছুটে যায় । সিসিটিভি ফুটেজে আক্রান্ত সুনীলকে নাবালকদের পিছনে দৌড়তে দেখা গিয়েছে । ঘাড়ে হাত দিয়ে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করতেও দেখা যায় তাঁকে । তবে তিনি সিঁড়ি বেয়ে আর উঠতে পারেননি ৷ মাটিতে লুটিয়ে পড়েন সুনীল ৷

সুনীলকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয় । পুলিশ অভিযুক্ত নাবালকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.