ETV Bharat / bharat

উন্নাওয়ে মাঠে উদ্ধার 2 দলিত কিশোরীর দেহ, জখম আরও এক - unconscious in field

উন্নাওয়ে মাঠের ধারে মৃত অবস্থায় মিলল 2 জন দলিত কিশোরীর দেহ। পাশাপাশি আরও একজনকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। হাসপাতালে তার চিকিত্‍‌সা চলছে। তাদের শরীরে বিষক্রিয়ার হদিশ পেয়েছে পুলিশ।

3 girls found lying unconscious in field in UP's Unnao, 2 dead AND 1 hospitalised
উন্নাওয়ে মাঠে উদ্ধার 2 দলিত কিশোরীর দেহ, জখম আরও এক
author img

By

Published : Feb 18, 2021, 7:21 AM IST

উন্নাও, 18 ফেব্রুয়ারি: মাঠের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে আছে 3 দলিত কিশোরী। এই দৃশ্য নজরে আসার পরই তীব্র উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের উন্নাও-তে। পুলিশ জানিয়েছে, ওই তিন জনের মধ্যে থেকে 2 জনের মৃত্যু হয়েছে। বাকি আর এক জনের চিকিত্‍‌সা চলছে।

উন্নাওয়ের আশোহা এলাকার ঘটনা। পুলিশসুপার আনন্দ কুলকার্নি জানিয়েছেন, ''আশোহা থানা এলাকার একটি মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তিন কিশোরীকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু জনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। জেলা হাসপাতালে আর এক জনের চিকিত্‍সা চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘাস কাটতে তারা মাঠে গিয়েছিল।'' সুপার আরও জানান, ''মেয়ে বাড়িতে ফিরছে না দেখে তাদের খোঁজ শুরু করে তাদের পরিবার। ডাক্তাররা জানিয়েছেন, ওই তিন কিশোরীর শরীরে বিষ পাওয়া গিয়েছে।'' তিন কিশোরীর শরীরে ক্ষতের দাগও মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

গবাদি পশুদের জন্য খাবারের জোগার করতে মাঠে ঘাস কাটতে গিয়ে দুষ্কৃতীদের নির্যাতনের শিকার হন ওই তিন কিশোরী, এমনই সন্দেহ করছেন স্থানীয় মানুষজন। এই ঘটনার পর হাসপাতালে যান জেলাশাসক ও পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে লখনউ থেকে উন্নাও যাচ্ছেন আইজি ও ডিআইজি পদের আধিকারিকরাও।

আরও পড়ুন: উন্নাওয়ে দুই কন্যাসহ মহিলাকে খুন

মৃত এক কিশোরীর দাদা বিশাল জানিয়েছেন, ''আমার বোন বেলা তিনটের সময় গবাদিদের খাবার আনতে গিয়েছেল। সন্ধে পর্যন্ত না-ফেরায় আমরা খুঁজতে বেরোই। ওরা যারা একসঙ্গে গিয়েছিল, তাদের মধ্যে দু জনের মৃত্যু হয়। আমাদের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কারওকে সন্দেহও করছি না।''

উন্নাও, 18 ফেব্রুয়ারি: মাঠের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে আছে 3 দলিত কিশোরী। এই দৃশ্য নজরে আসার পরই তীব্র উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের উন্নাও-তে। পুলিশ জানিয়েছে, ওই তিন জনের মধ্যে থেকে 2 জনের মৃত্যু হয়েছে। বাকি আর এক জনের চিকিত্‍‌সা চলছে।

উন্নাওয়ের আশোহা এলাকার ঘটনা। পুলিশসুপার আনন্দ কুলকার্নি জানিয়েছেন, ''আশোহা থানা এলাকার একটি মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তিন কিশোরীকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু জনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। জেলা হাসপাতালে আর এক জনের চিকিত্‍সা চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘাস কাটতে তারা মাঠে গিয়েছিল।'' সুপার আরও জানান, ''মেয়ে বাড়িতে ফিরছে না দেখে তাদের খোঁজ শুরু করে তাদের পরিবার। ডাক্তাররা জানিয়েছেন, ওই তিন কিশোরীর শরীরে বিষ পাওয়া গিয়েছে।'' তিন কিশোরীর শরীরে ক্ষতের দাগও মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

গবাদি পশুদের জন্য খাবারের জোগার করতে মাঠে ঘাস কাটতে গিয়ে দুষ্কৃতীদের নির্যাতনের শিকার হন ওই তিন কিশোরী, এমনই সন্দেহ করছেন স্থানীয় মানুষজন। এই ঘটনার পর হাসপাতালে যান জেলাশাসক ও পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে লখনউ থেকে উন্নাও যাচ্ছেন আইজি ও ডিআইজি পদের আধিকারিকরাও।

আরও পড়ুন: উন্নাওয়ে দুই কন্যাসহ মহিলাকে খুন

মৃত এক কিশোরীর দাদা বিশাল জানিয়েছেন, ''আমার বোন বেলা তিনটের সময় গবাদিদের খাবার আনতে গিয়েছেল। সন্ধে পর্যন্ত না-ফেরায় আমরা খুঁজতে বেরোই। ওরা যারা একসঙ্গে গিয়েছিল, তাদের মধ্যে দু জনের মৃত্যু হয়। আমাদের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কারওকে সন্দেহও করছি না।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.