নয়াদিল্লি, 22 মে : দিল্লির বসন্ত বিহারের একটি বাড়ি থেকে শনিবার উদ্ধার হয়েছে তিন মহিলার দেহ ৷ মৃতরা হলেন এক মাঝবয়সী মহিলা ও তাঁর দুই মেয়ে (3 Bodies recovered from Flat in Delhi Vasant Vihar) ৷ ফ্ল্যাটকে গ্যাস চেম্বারে পরিণত করে তিনজনে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান ৷
দিল্লি পুলিশের ডিসিপি দক্ষিণ-পশ্চিম জানিয়েছেন, শনিবার ফোন আসে পুলিশের কাছে বসন্ত বিহার এলাকার একটি আবাসন থেকে ৷ ফোনে বলা হয় যে ওই ফ্লাটের একটি ঘর বন্ধ রয়েছে ভেতর থেকে, ডাকলেও কেউ সাড়া দিচ্ছে না ৷ এরপরই পুলিশ গিয়ে দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে ৷ মৃত মহিলার নাম মঞ্জু ও তাঁর দুই মেয়ের নাম আশিকা ও অঙ্কু ৷ ওই বাড়ির পরিচারিকা কমলা তাদের চিহ্নিত করেছেন ৷
ওই সোসাইটির সভাপতি এম ডেভিড জানান, পরিবারটি তাদের ঘরকে গ্যাস চেম্বার বানিয়ে ফেলেছিল ৷ চারিদিকে দরজা, জানালা বন্ধ করে ঘরে গ্যাসের নব অর্ধেক খুলে রেখে ও একটি কয়লার হালকা আঁচ জালিয়ে রেখেছিল ৷ যার ফলে সারা ঘর কার্বন মনোক্সাইডে ভরে গিয়েছিল ৷ এমনকী দরজা, জানালা ছিল পলিথিন দিয়ে আটকানো ছিল ৷
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা ৷ তিনজনের শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে (police suspect suicide) ৷ কারণ তাদের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ৷ যাতে লেখা ছিল, 'ঘরে মারাত্মক প্রাণঘাতী গ্যাস কার্বন মনোক্সাইড রয়েছে ৷ অনুগ্রহ করে লাইটার, মোমবাতি বা অন্যকিছু জ্বালাবেন না, আগুন ধরে যাবে ৷ আগে জানালা খুলে, ফ্যান চালিয়ে ঘরে বাতাস চলাচল করতে দিন । পর্দা সরানোর সময় সতর্ক থাকুন, কারণ ঘরটি বিপজ্জনক গ্যাসে পূর্ণ । শ্বাস নেবেন না ৷'
আরও পড়ুন : J-K Tunnel Collapse Death : জম্মু-কাশ্মীর টানেল দুর্ঘটনায় মৃত 10, কোম্পানিকে 15 লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ
জানা গিয়েছে, 2021 সালে করোনার কারণে মহিলার স্বামী মারা যায় ৷ এরপর মঞ্জু নামের ওই মহিলাও অসুস্থ হয়ে পড়েন ৷ তখন থেকেই পরিবারটি মানসিক অবসাদে ভুগছিল ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷